ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে কেইন উইলিয়ামসনের প্রত্যাবর্তনটা হয়েছে দুর্দান্ত। নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। রানের ফোয়ারা ছোটানো কিউই এই ব্যাটার ১০ মাস পর পেলেন টেস্ট সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এখন সেঞ্চুরির সংখ্যায় স্টিভ স্মিথ ও অ্যালিস্টার কুকের পাশে বসেছেন উইলিয়ামসন।
হ্যামিলটনে সিরিজের তৃতীয় টেস্টে উইলিয়ামসন যেমন রেকর্ড গড়েছেন, তেমনি তাঁর সতীর্থ টিম সাউদি পুড়েছেন আক্ষেপে। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে সাউদির শেষ ম্যাচ। টেস্টে ১০০ ছক্কা মারতে তাঁর দরকার ছিল ২ ছক্কা। শেষ পর্যন্ত ৯৮ ছক্কা মেরেই টেস্ট ক্যারিয়ার শেষ করতে হয়েছে নিউজিল্যান্ডের এই পেসারকে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩৬ রানে থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। উইকেটে ছিলেন রাচীন রবীন্দ্র ও উইলিয়ামসন। চতুর্থ উইকেটে ১৮০ বলে ১০৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এই জুটি গড়ার পথেই টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসন। ৫৮তম ওভারের প্রথম বলে জ্যাকব বেথেলকে ছক্কা মেরে ১৩৭ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন উইলিয়ামসন। ৬০তম ওভারের তৃতীয় বলে রবীন্দ্রকে ফিরিয়ে চতুর্থ উইকেটের জুটি ভাঙেন ম্যাথু পটস।
পঞ্চম উইকেটে এরপর ড্যারিল মিচেলের সঙ্গে ১১৪ বলে ৯২ রানের জুটি গড়তে অবদান রাখেন উইলিয়াসন। ১৫৬ রান করা উইলিয়ামসনকে ফিরিয়েই জুটি ভাঙেন শোয়েব বশির। ২০৪ বলের ইনিংসে ২০ চার ও ১ ছক্কা মেরেছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড এরপর পাল্লা দিয়ে রান করার পাশাপাশি উইকেটও হারাতে থাকে।
একটা পর্যায়ে দেখার অপেক্ষা ছিল সাউদি টেস্ট ক্যারিয়ারে ১০০ ছক্কা মারতে পারেন কি না। ১০২তম ওভারের তৃতীয় বলে জ্যাকব বেথেলকে উড়িয়ে মারেন সাউদি। লং অনে জ্যাক ক্রলি ক্যাচ করলে ১০০ ছক্কা মারতে না পারার আক্ষেপ নিয়েই টেস্টের ইতি টানতে হয় সাউদিকে। ঠিক তার পরের বলেই ম্যাট হেনরিকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টেনেছেন বেথেল।১০১.৪ ওভারে কিউইরা গুটিয়ে যায় ৪৫৩ রানে। উইলিয়ামসনের ১৫৬ রানই নিউজিল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। ইংল্যান্ডের বেথেল নিয়েছেন ৩ উইকেট।
৬৫৮ রানের লক্ষ্যে নেমে চাপে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে ২ উইকেটে ১৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে ইংলিশরা। দুই ওপেনার ক্রলি (৫ রান), বেন ডাকেট (৪) ফিরেছেন এক অঙ্কের ঘরেই। উইকেট দুটি ভাগাভাগি করে নিয়েছেন সাউদি ও হেনরি। উইলিয়ামসনের সমান টেস্টে ৩৩টি করে সেঞ্চুরি করেছেন স্মিথ ও কুক।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে কেইন উইলিয়ামসনের প্রত্যাবর্তনটা হয়েছে দুর্দান্ত। নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। রানের ফোয়ারা ছোটানো কিউই এই ব্যাটার ১০ মাস পর পেলেন টেস্ট সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এখন সেঞ্চুরির সংখ্যায় স্টিভ স্মিথ ও অ্যালিস্টার কুকের পাশে বসেছেন উইলিয়ামসন।
হ্যামিলটনে সিরিজের তৃতীয় টেস্টে উইলিয়ামসন যেমন রেকর্ড গড়েছেন, তেমনি তাঁর সতীর্থ টিম সাউদি পুড়েছেন আক্ষেপে। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে সাউদির শেষ ম্যাচ। টেস্টে ১০০ ছক্কা মারতে তাঁর দরকার ছিল ২ ছক্কা। শেষ পর্যন্ত ৯৮ ছক্কা মেরেই টেস্ট ক্যারিয়ার শেষ করতে হয়েছে নিউজিল্যান্ডের এই পেসারকে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩৬ রানে থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। উইকেটে ছিলেন রাচীন রবীন্দ্র ও উইলিয়ামসন। চতুর্থ উইকেটে ১৮০ বলে ১০৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এই জুটি গড়ার পথেই টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসন। ৫৮তম ওভারের প্রথম বলে জ্যাকব বেথেলকে ছক্কা মেরে ১৩৭ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন উইলিয়ামসন। ৬০তম ওভারের তৃতীয় বলে রবীন্দ্রকে ফিরিয়ে চতুর্থ উইকেটের জুটি ভাঙেন ম্যাথু পটস।
পঞ্চম উইকেটে এরপর ড্যারিল মিচেলের সঙ্গে ১১৪ বলে ৯২ রানের জুটি গড়তে অবদান রাখেন উইলিয়াসন। ১৫৬ রান করা উইলিয়ামসনকে ফিরিয়েই জুটি ভাঙেন শোয়েব বশির। ২০৪ বলের ইনিংসে ২০ চার ও ১ ছক্কা মেরেছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড এরপর পাল্লা দিয়ে রান করার পাশাপাশি উইকেটও হারাতে থাকে।
একটা পর্যায়ে দেখার অপেক্ষা ছিল সাউদি টেস্ট ক্যারিয়ারে ১০০ ছক্কা মারতে পারেন কি না। ১০২তম ওভারের তৃতীয় বলে জ্যাকব বেথেলকে উড়িয়ে মারেন সাউদি। লং অনে জ্যাক ক্রলি ক্যাচ করলে ১০০ ছক্কা মারতে না পারার আক্ষেপ নিয়েই টেস্টের ইতি টানতে হয় সাউদিকে। ঠিক তার পরের বলেই ম্যাট হেনরিকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টেনেছেন বেথেল।১০১.৪ ওভারে কিউইরা গুটিয়ে যায় ৪৫৩ রানে। উইলিয়ামসনের ১৫৬ রানই নিউজিল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। ইংল্যান্ডের বেথেল নিয়েছেন ৩ উইকেট।
৬৫৮ রানের লক্ষ্যে নেমে চাপে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে ২ উইকেটে ১৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে ইংলিশরা। দুই ওপেনার ক্রলি (৫ রান), বেন ডাকেট (৪) ফিরেছেন এক অঙ্কের ঘরেই। উইকেট দুটি ভাগাভাগি করে নিয়েছেন সাউদি ও হেনরি। উইলিয়ামসনের সমান টেস্টে ৩৩টি করে সেঞ্চুরি করেছেন স্মিথ ও কুক।
চেহারায় হতাশার ছাপ নিয়ে আবারও মাঠ ছাড়লেন আবদুল্লাহ শফিক। দক্ষিণ আফ্রিকা সফরে টানা ওয়ানডেতে শূন্য রানে আউট হলেন পাকিস্তানের ওপেনার। তিন শূন্যয় নামটাও তাঁর উঠে গেছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড বইয়ে।
২ ঘণ্টা আগেলঙ্কা টি-টেন সুপার লিগের শিরোপা জিতে এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঘূর্ণি জাদুতে নাভিশ্বাস তুললেন খুলনার ব্যাটারদের। তাঁর সঙ্গে রাকিবুল ইসলাম ও আলিস আল ইসলাম ছিলেন আরও দুর্দান্ত। যার সৌজন্যে লো স্কোরিং ম্যাচেও খুলনাকে ৩৮ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে..
৪ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত সফরের জন্য দল ঘোষণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দীর্ঘ ১৩ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন জো রুট। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে সুযোগ হয়নি অলরাউন্ডার বেন স্টোকসের। তবে প্রথমবারের মতো বড় কোনো ইভেন্টে সুযোগ পেয়েছেন পেসার সাকিব মাহমুদ ও জ্যাকব বেথেল।
৬ ঘণ্টা আগেমাঠের লড়াই তো রয়েছেই, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চলে স্নায়ুযুদ্ধ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিও বাদ যায় কী করে। রবীন্দ্র জাদেজার এক হিন্দি ভাষার সংবাদ সম্মেলনের পর এবার ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৭ ঘণ্টা আগে