ক্রীড়া ডেস্ক
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, সেটাই হয়েছে আজ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স-হ্যাম্পশায়ার ম্যাচে। শেষ পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার ওভারে রংপুর হেরে গেল হ্যাম্পশায়ারের কাছে।
সুপার ওভারে কোনো ম্যাচ গড়ালেই তো বোঝা যায়, সেটি কত হাড্ডাহাড্ডি হয়েছে। তবে রংপুর-হ্যাম্পশায়ার মূল ম্যাচে আহামরি কোনো স্কোর হয়নি। আসল লড়াই হয়েছে সুপার ওভারে। এখানে রংপুর এক ওভারে ১ উইকেটে করে ১২ রান।
১৩ রান তাড়া করতে নেমে সুপার ওভারের প্রথম বলেই ছক্কা মারেন হ্যাম্পশায়ারের জেমস ফুলার। পরের বলে রংপুরের পেসার জ্যাক চ্যাপেল কট এন্ড বোল্ড করেন ফুলারকে। সুপার ওভারের তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে নেয় হ্যাম্পশায়ার। ২ বলে ৫ রান-এমন সমীকরণ যখন সামনে, তখন ছক্কা মেরে হ্যাম্পশায়ারকে জয় এনে দেন লিয়াম ডসন। রুদ্ধশ্বাস এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শান মাসুদ। মূল ম্যাচে ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৫৬ রান। হ্যাম্পশায়ারের ইনিংসে এটাই সর্বোচ্চ রান।
এর আগে ১৩৩ রানের লক্ষ্যে নেমে ঝোড়ো সূচনা করেন রংপুরের দুই ওপেনার স্টিভেন টেলর ও সৌম্য সরকার। পঞ্চম ওভারের তৃতীয় বলে টেলরকে ফিরিয়ে ঝড় থামান ড্যানি ব্রিগস। ১২ বলে ২টি করে চার ও ছক্কায় ২০ রান করেন টেলর। রংপুরের স্কোর হয়ে যায় ৪.৩ ওভারে ১ উইকেটে ৪৬ রান। উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারিয়ে ফেলে রংপুর। ১ উইকেটে ৪৬ রান থেকে মুহূর্তেই দলটি হয়ে যায় ৩ উইকেটে ৫৬ রান। যেখানে ষষ্ঠ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ডসন নিয়েছেন সৌম্য ও আফিফ হোসেন ধ্রুবর উইকেট।
বেকায়দায় পড়া রংপুর নুরুল হাসান সোহান ও ওয়েইন ম্যাডসেনের ব্যাটিংয়ে ধাক্কা সামলেছে ঠিকই। তবে সোহান-ম্যাডসেনের জুটি টি-টোয়েন্টি সুলভ ছিল না। চতুর্থ উইকেটে তাঁদের (সোহান-ম্যাডসেন) জুটি থেকে এসেছে ৪০ বলে ৩৩ রান।১৩তম ওভারের তৃতীয় বলে সোহানকে ফিরিয়ে জুটি ভাঙেন ফুলার। ২৩ বলে সোহান করেন ২৪ রান।
সেহানের বিদায়ে ১২.৩ ওভারে ৪ উইকেটে ৮৯ রানে পরিণত হয় রংপুর। পঞ্চম উইকেট জুটিতে এরপর খুশদিল শাহ ও ম্যাডসেন যোগ করেন ২৭ বলে ৩১ রান। ২০ বলে ২৫ রান করে খুশদিলের রানআউটে ভাঙে এই জুটি। রংপুরের ইনিংসে নামে আরেক দফা ধস। ৪ উইকেটে ১২০ রান থেকে ৮ উইকেটে ১২৮ রানে পরিণত হয় দলটি। শেষ তিন বলে যখন ৫ রান দরকার, তখন ব্যাটিংয়ে নামেন রিশাদ হোসেন। ইনিংসের শেষ বলে রিশাদ ২ রান নিলে ম্যাচটি টাই হয়ে যায়। ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানে থেমে যায় রংপুরের ইনিংস।
রংপুরের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হ্যাম্পশায়ার অধিনায়ক ক্রিস উড। নির্ধারিত ২০ ওভারে হ্যাম্পশায়ার ১৩২ রানে অলআউট হয়েছে। রংপুরের চ্যাপেল ২৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ইংলিশ এই পেসার বোলিং করেছেন ৪ ওভার। যার মধ্যে ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে ৩ উইকেট নিয়েছেন চ্যাপেল। হারমিত সিং নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন রিশাদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ২৩ ও ২২ রান খরচ করেন রিশাদ ও সাইফউদ্দিন। দুই বোলারই ৪ ওভার করে বোলিং করেন।
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, সেটাই হয়েছে আজ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স-হ্যাম্পশায়ার ম্যাচে। শেষ পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার ওভারে রংপুর হেরে গেল হ্যাম্পশায়ারের কাছে।
সুপার ওভারে কোনো ম্যাচ গড়ালেই তো বোঝা যায়, সেটি কত হাড্ডাহাড্ডি হয়েছে। তবে রংপুর-হ্যাম্পশায়ার মূল ম্যাচে আহামরি কোনো স্কোর হয়নি। আসল লড়াই হয়েছে সুপার ওভারে। এখানে রংপুর এক ওভারে ১ উইকেটে করে ১২ রান।
১৩ রান তাড়া করতে নেমে সুপার ওভারের প্রথম বলেই ছক্কা মারেন হ্যাম্পশায়ারের জেমস ফুলার। পরের বলে রংপুরের পেসার জ্যাক চ্যাপেল কট এন্ড বোল্ড করেন ফুলারকে। সুপার ওভারের তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে নেয় হ্যাম্পশায়ার। ২ বলে ৫ রান-এমন সমীকরণ যখন সামনে, তখন ছক্কা মেরে হ্যাম্পশায়ারকে জয় এনে দেন লিয়াম ডসন। রুদ্ধশ্বাস এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শান মাসুদ। মূল ম্যাচে ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৫৬ রান। হ্যাম্পশায়ারের ইনিংসে এটাই সর্বোচ্চ রান।
এর আগে ১৩৩ রানের লক্ষ্যে নেমে ঝোড়ো সূচনা করেন রংপুরের দুই ওপেনার স্টিভেন টেলর ও সৌম্য সরকার। পঞ্চম ওভারের তৃতীয় বলে টেলরকে ফিরিয়ে ঝড় থামান ড্যানি ব্রিগস। ১২ বলে ২টি করে চার ও ছক্কায় ২০ রান করেন টেলর। রংপুরের স্কোর হয়ে যায় ৪.৩ ওভারে ১ উইকেটে ৪৬ রান। উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারিয়ে ফেলে রংপুর। ১ উইকেটে ৪৬ রান থেকে মুহূর্তেই দলটি হয়ে যায় ৩ উইকেটে ৫৬ রান। যেখানে ষষ্ঠ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ডসন নিয়েছেন সৌম্য ও আফিফ হোসেন ধ্রুবর উইকেট।
বেকায়দায় পড়া রংপুর নুরুল হাসান সোহান ও ওয়েইন ম্যাডসেনের ব্যাটিংয়ে ধাক্কা সামলেছে ঠিকই। তবে সোহান-ম্যাডসেনের জুটি টি-টোয়েন্টি সুলভ ছিল না। চতুর্থ উইকেটে তাঁদের (সোহান-ম্যাডসেন) জুটি থেকে এসেছে ৪০ বলে ৩৩ রান।১৩তম ওভারের তৃতীয় বলে সোহানকে ফিরিয়ে জুটি ভাঙেন ফুলার। ২৩ বলে সোহান করেন ২৪ রান।
সেহানের বিদায়ে ১২.৩ ওভারে ৪ উইকেটে ৮৯ রানে পরিণত হয় রংপুর। পঞ্চম উইকেট জুটিতে এরপর খুশদিল শাহ ও ম্যাডসেন যোগ করেন ২৭ বলে ৩১ রান। ২০ বলে ২৫ রান করে খুশদিলের রানআউটে ভাঙে এই জুটি। রংপুরের ইনিংসে নামে আরেক দফা ধস। ৪ উইকেটে ১২০ রান থেকে ৮ উইকেটে ১২৮ রানে পরিণত হয় দলটি। শেষ তিন বলে যখন ৫ রান দরকার, তখন ব্যাটিংয়ে নামেন রিশাদ হোসেন। ইনিংসের শেষ বলে রিশাদ ২ রান নিলে ম্যাচটি টাই হয়ে যায়। ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানে থেমে যায় রংপুরের ইনিংস।
রংপুরের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হ্যাম্পশায়ার অধিনায়ক ক্রিস উড। নির্ধারিত ২০ ওভারে হ্যাম্পশায়ার ১৩২ রানে অলআউট হয়েছে। রংপুরের চ্যাপেল ২৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ইংলিশ এই পেসার বোলিং করেছেন ৪ ওভার। যার মধ্যে ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে ৩ উইকেট নিয়েছেন চ্যাপেল। হারমিত সিং নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন রিশাদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ২৩ ও ২২ রান খরচ করেন রিশাদ ও সাইফউদ্দিন। দুই বোলারই ৪ ওভার করে বোলিং করেন।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৩ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৩ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৫ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে