ক্রীড়া ডেস্ক
ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে সিঙ্গেল নিলেন অ্যানরিখ নরকীয়া। বার্বাডোজের কেনসিংটন ওভালে তখন সৃষ্টি হয় আবেগঘন এক মুহূর্তের। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, রোহিত শর্মাদের চোখে জল। ২০০৭ সালের পর ভারত জিতল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।
শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ই নয়, বার্বাডোজে গতকাল ১১ বছর পর ‘শাপমোচন’ করল ভারত। ২০১৩-এর চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালটা ছিল ভারতের দশম নকআউট ম্যাচ, যার মধ্যে গত এক বছরের মধ্যে এটা (২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল) ভারতের আইসিসি ইভেন্টের তৃতীয় ফাইনাল। লন্ডনের দ্য ওভাল, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম—টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল ভারত। রোহিতের নেতৃত্বাধীন ভারত আরও একবার পুড়তে যাচ্ছিল স্বপ্নভঙ্গের বেদনায়। তবে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ তো সব সময় হয় না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে ভারত জিতল দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর রোহিতের চোখ-মুখই বলে দিচ্ছিল তিনি কতটা আবেগপ্রবণ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘এটা সেটা নয়, যা আমরা আজ করেছি। এমন কিছুর চেষ্টা গত তিন-চার বছর ধরে করার চেষ্টা করেছি। অবশেষে ফল আমাদের পক্ষে এসেছে। অনেক চাপের ম্যাচ অতীতে আমরা খেলেছি এবং আমরা ছিলাম অন্যদিকে (পরাজিত দলে)।’
শেষ ৪ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২৬ রান। হাতে ছিল ৬ উইকেট এবং ব্যাটিং করছিলেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। ঝোড়ো ব্যাটিং করতে থাকা ক্লাসেনকে ১৭তম ওভারে ফিরিয়েই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু করেন হার্দিক পান্ডিয়া। এই পান্ডিয়াই শেষ ওভারে মিলারকে ফিরিয়ে প্রোটিয়াদের ‘শেষ আশার প্রদীপ’টুকু কেড়ে নেন। লং অফে সূর্যকুমার যাদব অবিশ্বাস্য এক ক্যাচ ধরার পর আম্পায়াররা যতক্ষণ বসে যাচাই করেছেন, মিলার বুঝে গেছেন যে তিনিই আউট। ৫ বলে ১৬ রানের সমীকরণ আর মেলাতে পারেনি প্রোটিয়ারা। রোহিত বলেন, ‘আজ (গত রাতে) এই ম্যাচ জয়ের পেছনে অনেক ঘটনা রয়েছে। ছেলেরা বুঝতে পেরেছে কখন কী করতে হবে। আজই যথার্থ উদাহরণ, যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এবং যা দরকার সেটাই করেছে।’
আরও পড়ুন:
ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে সিঙ্গেল নিলেন অ্যানরিখ নরকীয়া। বার্বাডোজের কেনসিংটন ওভালে তখন সৃষ্টি হয় আবেগঘন এক মুহূর্তের। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, রোহিত শর্মাদের চোখে জল। ২০০৭ সালের পর ভারত জিতল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।
শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ই নয়, বার্বাডোজে গতকাল ১১ বছর পর ‘শাপমোচন’ করল ভারত। ২০১৩-এর চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালটা ছিল ভারতের দশম নকআউট ম্যাচ, যার মধ্যে গত এক বছরের মধ্যে এটা (২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল) ভারতের আইসিসি ইভেন্টের তৃতীয় ফাইনাল। লন্ডনের দ্য ওভাল, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম—টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল ভারত। রোহিতের নেতৃত্বাধীন ভারত আরও একবার পুড়তে যাচ্ছিল স্বপ্নভঙ্গের বেদনায়। তবে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ তো সব সময় হয় না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে ভারত জিতল দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।
দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর রোহিতের চোখ-মুখই বলে দিচ্ছিল তিনি কতটা আবেগপ্রবণ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘এটা সেটা নয়, যা আমরা আজ করেছি। এমন কিছুর চেষ্টা গত তিন-চার বছর ধরে করার চেষ্টা করেছি। অবশেষে ফল আমাদের পক্ষে এসেছে। অনেক চাপের ম্যাচ অতীতে আমরা খেলেছি এবং আমরা ছিলাম অন্যদিকে (পরাজিত দলে)।’
শেষ ৪ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২৬ রান। হাতে ছিল ৬ উইকেট এবং ব্যাটিং করছিলেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। ঝোড়ো ব্যাটিং করতে থাকা ক্লাসেনকে ১৭তম ওভারে ফিরিয়েই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু করেন হার্দিক পান্ডিয়া। এই পান্ডিয়াই শেষ ওভারে মিলারকে ফিরিয়ে প্রোটিয়াদের ‘শেষ আশার প্রদীপ’টুকু কেড়ে নেন। লং অফে সূর্যকুমার যাদব অবিশ্বাস্য এক ক্যাচ ধরার পর আম্পায়াররা যতক্ষণ বসে যাচাই করেছেন, মিলার বুঝে গেছেন যে তিনিই আউট। ৫ বলে ১৬ রানের সমীকরণ আর মেলাতে পারেনি প্রোটিয়ারা। রোহিত বলেন, ‘আজ (গত রাতে) এই ম্যাচ জয়ের পেছনে অনেক ঘটনা রয়েছে। ছেলেরা বুঝতে পেরেছে কখন কী করতে হবে। আজই যথার্থ উদাহরণ, যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এবং যা দরকার সেটাই করেছে।’
আরও পড়ুন:
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
১৪ মিনিট আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২২ মিনিট আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ ঘণ্টা আগে