ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপ শেষ হলেও ভারতের ব্যস্ত সূচি শেষ হচ্ছে না শিগগিরই। ওয়ানডে বিশ্বকাপের আগে আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে রোহিত শর্মার দলকে। আইসিসির এমন বড় ইভেন্টের আগে তা ভারতের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এশিয়া কাপ জিতেছে ভারত। এরপরই ভারতকে খেলতে হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২,২৪ ও ২৭ সেপ্টেম্বর মোহালি, ইন্দোর, রাজকোটে হবে তিন ওয়ানডে। এখানেই শেষ নয়, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ দুটি হবে আবার দুই ভিন্ন ভেন্যু গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতের ওপর বেশ ধকলই যাবে। ম্যাচের পাশাপাশি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ভ্রমণ ক্লান্তি তো রয়েছেই। এছাড়া ভারতীয় দলে ইঞ্জুরিরও সমস্যা রয়েছে। চোটে পড়ায় এশিয়া কাপের ফাইনালের আগেই ছিটকে যান অক্ষর প্যাটেল। তাছাড়া লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন এশিয়া কাপ। এ কারণেই ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলাটা অপ্রয়োজনীয় মনে করছেন আকরাম। এশিয়া কাপ ফাইনাল শেষে স্টার স্পোর্টসকে পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, ‘ভারতে অনেক ভেন্যু আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একদিন লাগে (প্রতি ম্যাচের আগে)। বিশ্বকাপের আগে আপনাকে শক্তি ধরে রাখতে হবে। আমি বুঝতে পারছি না কেন তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এটা অনেক আগেই হয়তো তৈরি করা হয়েছে, তবে এটা দরকার ছিল না। যখন আপনি ঘরের মাঠে ফেভারিট, এত বড় টুর্নামেন্টের আগে আপনি নিশ্চয়ই ক্লান্ত হতে চাইবেন না। যদি আপনার দলে অনেক খেলোয়াড় থাকে, তাহলে সেটা করতে পারেন।’
২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। আর ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।
এশিয়া কাপ শেষ হলেও ভারতের ব্যস্ত সূচি শেষ হচ্ছে না শিগগিরই। ওয়ানডে বিশ্বকাপের আগে আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে রোহিত শর্মার দলকে। আইসিসির এমন বড় ইভেন্টের আগে তা ভারতের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এশিয়া কাপ জিতেছে ভারত। এরপরই ভারতকে খেলতে হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২,২৪ ও ২৭ সেপ্টেম্বর মোহালি, ইন্দোর, রাজকোটে হবে তিন ওয়ানডে। এখানেই শেষ নয়, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ দুটি হবে আবার দুই ভিন্ন ভেন্যু গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতের ওপর বেশ ধকলই যাবে। ম্যাচের পাশাপাশি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ভ্রমণ ক্লান্তি তো রয়েছেই। এছাড়া ভারতীয় দলে ইঞ্জুরিরও সমস্যা রয়েছে। চোটে পড়ায় এশিয়া কাপের ফাইনালের আগেই ছিটকে যান অক্ষর প্যাটেল। তাছাড়া লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন এশিয়া কাপ। এ কারণেই ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলাটা অপ্রয়োজনীয় মনে করছেন আকরাম। এশিয়া কাপ ফাইনাল শেষে স্টার স্পোর্টসকে পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, ‘ভারতে অনেক ভেন্যু আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একদিন লাগে (প্রতি ম্যাচের আগে)। বিশ্বকাপের আগে আপনাকে শক্তি ধরে রাখতে হবে। আমি বুঝতে পারছি না কেন তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এটা অনেক আগেই হয়তো তৈরি করা হয়েছে, তবে এটা দরকার ছিল না। যখন আপনি ঘরের মাঠে ফেভারিট, এত বড় টুর্নামেন্টের আগে আপনি নিশ্চয়ই ক্লান্ত হতে চাইবেন না। যদি আপনার দলে অনেক খেলোয়াড় থাকে, তাহলে সেটা করতে পারেন।’
২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। আর ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
১৪ মিনিট আগে‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
২ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
২ ঘণ্টা আগে