ভেস্তে গেল লঙ্কান ক্রিকেটারের হ্যাটট্রিক, সিরিজ নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৬: ১৬
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ২২: ৩৯
Thumbnail image
শ্রীলঙ্কার সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন মাহিশ তিকশানা। তবে তাঁর হ্যাটট্রিক ভেস্তে গেল ১১৩ রানের পরাজয়ে। ছবি: ক্রিকইনফো

ম্যাট হেনরি আউট হতেই শ্রীলঙ্কার ফুরোল ৭ বছরের অপেক্ষা। ওয়ানডেতে ২০১৮ সালে শেহান মাদুশঙ্কর পর আজ লঙ্কান বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন মাহিশ তিকশানা। তবে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিকশানার হ্যাটট্রিক কোনো কাজে এল না। বাজেভাবে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হেরে বসল শ্রীলঙ্কা।

হ্যাটট্রিকটা আজ থিকশানা করেছেন দুই ওভার মিলে। ইনিংসের ৩৫তম ওভারের শেষ দুই বলে মিচেল স্যান্টনার ও নাথান স্মিথকে ফিরিয়েছেন তিকশানা। লঙ্কান এই স্পিনার হ্যাটট্রিকটা পূর্ণ করেছেন ৩৭তম ওভারের প্রথম বলে হেনরিকে ফিরিয়ে। ওয়াইড লংঅফ এলাকায় ক্যাচটা ধরেন বদলি ফিল্ডার নুয়ানিদু ফার্নান্দো। এক সময় নিউজিল্যান্ডের যে রানটা ২৭০-২৮০ অনায়াসে ছাড়াত, সেটা আটকে যায় ২৫৫ রানে। তবে ব্যাটারদের ব্যর্থতায় ১১৩ রানে হেরে বসল লঙ্কানরা।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ১৩ ওভার কমে আসে।৩৭ ওভারে ২৫৬ রানের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কা ৪.৪ ওভারে ৪ উইকেটে ২২ রানে পরিণত হয়। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন কামিন্দু মেন্ডিস। পঞ্চম উইকেটে জানিথ লিয়ানাগের সঙ্গে ৬৮ বলে ৫৭ রানের জুটি গড়তে অবদান রাখেন কামিন্দু। ১৬তম ওভারের শেষ বলে লিয়ানাগেকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ রানের জুটি ভাঙেন নাথান স্মিথ।

৩১ বলে ২২ রান করে লিয়ানাগে ফিরলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৬ ওভারে ৫ উইকেটে ৭৯ রান। ষষ্ঠ উইকেটে এরপর ৫২ বলে ৪৭ রানের জুটি গড়েন কামিন্দু ও চামিন্দু উইকরামাসিঙ্গে। ২৫তম ওভারের চতুর্থ বলে উইকরামাসিঙ্গে রানআউট হয়ে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। ১৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে লঙ্কানরা ৩০.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায়। ১১৩ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন কামিন্দু। ৬৬ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মারেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রুর্ক ৩ উইকেট নিয়েছেন। ৬.২ ওভারে খরচ করেন ৩১ রান। ২ উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি। ১টি করে উইকেট নিয়েছেন স্যান্টনার, স্মিথ ও হেনরি।

বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে। তবে মুষলধারে বৃষ্টির কারণে সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৩৭ ওভারে ৯ উইকেটে ২৫৫ রান করে নিউজিল্যান্ড। যেখানে পঞ্চম থেকে নবম—এই ৫ উইকেট কিউইরা হারিয়েছে ৩৪ রানের ব্যবধানে (২১৭ থেকে ২৫১)। ইনিংস সর্বোচ্চ ৭৯ রান করা রাচীন রবীন্দ্রই পেলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ৬৩ বলের ইনিংসে ৯ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।

ম্যাচে শ্রীলঙ্কার সেরা বোলার থিকশানা ৮ ওভারে ৪৪ রানে নিয়েছেন ৪ উইকেট। তাঁর হ্যাটট্রিকে ওয়ানডেতে দশমবারের মতো শ্রীলঙ্কার হ্যাটট্রিক হলো আজ। শ্রীলঙ্কার সপ্তম বোলার হিসেবে এই কীর্তি করলেন থিকশানা। লঙ্কানদের মধ্যে সর্বোচ্চ ৩ হ্যাটট্রিক করেছেন লাসিথ মালিঙ্গা। চামিন্দা ভাসের রয়েছে ২ হ্যাটট্রিক। একটি করে হ্যাটট্রিক করলেন শেহান মাদুশঙ্ক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, থিসারা পেরেরা, ফারভিজ মাহরুফ ও থিকশানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত