ক্রীড়া ডেস্ক
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন আইসিসির কোনো বিশ্বকাপে। এবার একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করবেন তিনি।
আজ সৈকতকে রেখেই আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ম্যাচের হিসেবে সবচেয়ে বড় কোনো বিশ্বকাপে আম্পায়ারিং করবেন ২০ জন ফিল্ড আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি। আগামী ২ জুন ২০ দলের টুর্নামেন্টটি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।
৫৫ ম্যাচের টুর্নামেন্টে সৈকতের সঙ্গে ম্যাচ পরিচালনা করবেন গত বছরের আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা রিচার্ড ইলিংওর্থ, কুমার ধর্মসেনা ক্রিস গ্যাফানি, পল রাইফেল, জোয়েল উইলসনের মতো আম্পায়াররা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল তো গ্যাফানি এবং রাইফেল পরিচালনাও করেছিলেন।
ওয়ানডে বিশ্বকাপে দারুণ আম্পায়ারিংয়ের পুরস্কার এ বছরের মার্চে পেয়েছেন সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। এলিট প্যানেলে জায়গা পাওয়ার আগে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার এবং ম্যাচ রেফারির তালিকা
আম্পায়ার: ক্রিস ব্রাউন, ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার রিচার্ড কেটলবরো, জয়রাম মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসিয়ার, শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন আইসিসির কোনো বিশ্বকাপে। এবার একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করবেন তিনি।
আজ সৈকতকে রেখেই আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ম্যাচের হিসেবে সবচেয়ে বড় কোনো বিশ্বকাপে আম্পায়ারিং করবেন ২০ জন ফিল্ড আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি। আগামী ২ জুন ২০ দলের টুর্নামেন্টটি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।
৫৫ ম্যাচের টুর্নামেন্টে সৈকতের সঙ্গে ম্যাচ পরিচালনা করবেন গত বছরের আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা রিচার্ড ইলিংওর্থ, কুমার ধর্মসেনা ক্রিস গ্যাফানি, পল রাইফেল, জোয়েল উইলসনের মতো আম্পায়াররা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল তো গ্যাফানি এবং রাইফেল পরিচালনাও করেছিলেন।
ওয়ানডে বিশ্বকাপে দারুণ আম্পায়ারিংয়ের পুরস্কার এ বছরের মার্চে পেয়েছেন সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। এলিট প্যানেলে জায়গা পাওয়ার আগে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার এবং ম্যাচ রেফারির তালিকা
আম্পায়ার: ক্রিস ব্রাউন, ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার রিচার্ড কেটলবরো, জয়রাম মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসিয়ার, শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম শুরু হতে বেশি দিন বাকি নেই। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল।
৪১ মিনিট আগেবাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
১০ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১২ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১২ ঘণ্টা আগে