আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইমাদ ওয়াসিমের অবসর

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭: ২২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইমাদ ওয়াসিমের অবসর। ছবি: এএফপি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। গত বছরের নভেম্বরে একবার অবসর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে আবারও ফিরেছিলেন পাকিস্তান দলের প্রয়োজনে। আজ আবারও অবসর নিলেন ৩৬ ছুঁই ছুঁই এই অলরাউন্ডার।

ইমাদ নিজেই জানিয়েছেন অবসরের কথা। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘সম্মানিত ভক্ত ও সমর্থকদের প্রতি (এই বার্তা)—অনেক ভাবনা ও আত্মমূল্যায়নের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি। বিশ্বমঞ্চে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয় ছিল। সবুজ জার্সি গায়ে পরার প্রতিটি মুহূর্তই আমার জন্য ভোলার নয়।’

সমর্থকদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইমাদ আরও লিখেছেন, ‘আপনাদের অটুট সমর্থন, ভালোবাসা এবং আবেগই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। উত্থান-পতনের সময়েও আপনাদের উৎসাহ আমাকে আমাদের প্রিয় দেশের জন্য সেরা পারফর্ম করতে অনুপ্রাণিত করেছে।’

জাতীয় দলের হয়ে আর না খেললেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন ইমাদ, ‘যদিও এই অধ্যায় শেষ হচ্ছে (জাতীয় দলের, তবে আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে ক্রিকেটে আমার যাত্রা আরও চালিয়ে যেতে আশাবাদী। নতুনভাবে আপনাদের বিনোদন দিতে চাই। সবকিছুর জন্য ধন্যবাদ, পাকিস্তান।’

বয়সী ইমাদের জাতীয় দলে হয় অভিষেক ২০১৫ সালে। ইমাদ সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালে। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ এই বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে খেলেছেন ১৩০ ম্যাচ। ৫৫ ওয়ানডেতে ৯৮৬ রানের সঙ্গে ৪৪ উইকেট নিয়েছেন ইমাদ। ৭৫ টি-টোয়েন্টি খেলে ব্যাট হাতে ৫৫৪ পাশাপাশি নিয়েছেন ৬৫টি উইকেট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত