নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দুই বছর পর প্রাথমিক দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুরুর দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইমরুল কায়েস। আশায় ছিলেন এবার বহু কাঙ্ক্ষিত সুযোগটা হবে। আপাতত সেটি হচ্ছে না। অন্তত প্রথম দুই ওয়ানডে দলে এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যানের জায়গা নেই।
আজ বিকেল ৩টায় বিকেএসপিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যখন ১৯ সদস্যের (৪ জন স্ট্যান্ডবাই) স্কোয়াড ঘোষণা করছেন, তখন মাঠেই ছিলেন ইমরুল। সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি খেলছিলেন লাল দলের হয়ে। ইমরুল নিজের বাদ পড়া হয়তো সেখানেই শুনলেন!
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ইমরুলের দলে না থাকার সঙ্গে চমক আছে আরও একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬৭ রানের ইনিংস খেলার পরও সাদা বলে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেনি নাজমুল হোসেন। এই দুজনকে বাদ দিলে ১৫ সদস্যের দলে থাকা অন্য নামগুলো অনুমেয় ছিল। কোভিড পরিস্থিতি সামনে রেখে এঁদের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দলের সঙ্গে।
নির্বাচকেরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলা ক্রিকেটারদেরই সুযোগ বেশি দিয়েছেন। সেটিই বললেন মিনহাজুল আবেদীন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই ভালো করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার দল খুব একটা বদলাইনি। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলতে পারব।’
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
ঢাকা: দুই বছর পর প্রাথমিক দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুরুর দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইমরুল কায়েস। আশায় ছিলেন এবার বহু কাঙ্ক্ষিত সুযোগটা হবে। আপাতত সেটি হচ্ছে না। অন্তত প্রথম দুই ওয়ানডে দলে এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যানের জায়গা নেই।
আজ বিকেল ৩টায় বিকেএসপিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যখন ১৯ সদস্যের (৪ জন স্ট্যান্ডবাই) স্কোয়াড ঘোষণা করছেন, তখন মাঠেই ছিলেন ইমরুল। সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি খেলছিলেন লাল দলের হয়ে। ইমরুল নিজের বাদ পড়া হয়তো সেখানেই শুনলেন!
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ইমরুলের দলে না থাকার সঙ্গে চমক আছে আরও একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬৭ রানের ইনিংস খেলার পরও সাদা বলে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেনি নাজমুল হোসেন। এই দুজনকে বাদ দিলে ১৫ সদস্যের দলে থাকা অন্য নামগুলো অনুমেয় ছিল। কোভিড পরিস্থিতি সামনে রেখে এঁদের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দলের সঙ্গে।
নির্বাচকেরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলা ক্রিকেটারদেরই সুযোগ বেশি দিয়েছেন। সেটিই বললেন মিনহাজুল আবেদীন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই ভালো করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার দল খুব একটা বদলাইনি। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলতে পারব।’
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩৩ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে