নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে তো বটেই, এখন সাকিব আল হাসানকে আদর্শ মানেন দেশের বাইরের অনেকেই। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আদর্শ মানেন তাঁর সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিনও। সাকিবের প্রতি ভালো লাগাটা এমনই, অনূর্ধ্ব–১৯ পর্যায় পর্যন্ত গায়ে চড়াতেন বিখ্যাত হয়ে যাওয়া ৭৫ নম্বর জার্সি। সেই সাকিবের উপহার হিসেবে দেওয়া দুটি ব্যাট দিয়ে জিম্বাবুয়েতে ব্যাটিং করা হচ্ছে না এই অলরাউন্ডারের।
জিম্বাবুয়ে সফরের আগে সাকিবের কাছ থেকে পাওয়া নিজের প্রিয় ব্যাট দুটি সংস্কারের জন্য ফেনী থেকে এস এ পরিবহনের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু তাঁর কাছে যখন ব্যাট দুটি ফেরত আসে, দেখেন দুটি ব্যাটই ভাঙা! ১ জুলাই ফেসবুকে সেই ভাঙা ব্যাটের ছবি দিয়ে নিজের মন খারাপের কথা জানিয়েছিলেন সাইফউদ্দিন।
সেদিন সাইফউদ্দিন ফেসবুকে লিখেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাটের অবস্থা। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ। কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
সাইফউদ্দিনের এমন অভিযোগের পর ফেসবুকে অনেকেই এস এ পরিবহনের দায়িত্বহীনতা নিয়ে সমালোচনা করেন। এরপর নড়েচড়ে বসে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটিও।
যেহেতু জিম্বাবুয়ে সফরে যাওয়ার সময় হয়ে আসছে, ব্যাটের সংকট কিংবা গুরুতর সমস্যায় পড়ে যাননি তো সাইফউদ্দিন? কাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘ওরা (এস এ পরিবহন) ক্ষতিপূরণ দিয়েছে।’ এস এ পরিবহন ক্ষতিপূরণ দিলেও সাইফউদ্দিনের মনটা সহজেই ভালো হচ্ছে না। মোবাইল ফোনে আফসোসভরা কণ্ঠে বাংলাদেশ পেস বোলিং অলরাউন্ডার তাই বলছিলেন, ‘কী আর করা! সাকিব ভাইয়ের দেওয়া ব্যাট দুটো দিয়ে আর জিম্বাবুয়ে সফরে ব্যাটিং করা হবে না। এখন যেগুলো আছে, সেগুলো নিয়ে সফরটা সারতে হবে।’
'প্রিয়' ব্যাট না হলেই যে ম্যাচে ব্যাট কথা বলবে না, তা তো নয়! তবে সবার মতো খেলোয়াড়দেরও কিছু সংস্কার থাকে। থাকে একান্ত কিছু স্বচ্ছন্দের বিষয়ও। সাইফউদ্দিনের হয়তো খারাপ লাগছে এসব কারণেই।
দেশে তো বটেই, এখন সাকিব আল হাসানকে আদর্শ মানেন দেশের বাইরের অনেকেই। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আদর্শ মানেন তাঁর সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিনও। সাকিবের প্রতি ভালো লাগাটা এমনই, অনূর্ধ্ব–১৯ পর্যায় পর্যন্ত গায়ে চড়াতেন বিখ্যাত হয়ে যাওয়া ৭৫ নম্বর জার্সি। সেই সাকিবের উপহার হিসেবে দেওয়া দুটি ব্যাট দিয়ে জিম্বাবুয়েতে ব্যাটিং করা হচ্ছে না এই অলরাউন্ডারের।
জিম্বাবুয়ে সফরের আগে সাকিবের কাছ থেকে পাওয়া নিজের প্রিয় ব্যাট দুটি সংস্কারের জন্য ফেনী থেকে এস এ পরিবহনের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু তাঁর কাছে যখন ব্যাট দুটি ফেরত আসে, দেখেন দুটি ব্যাটই ভাঙা! ১ জুলাই ফেসবুকে সেই ভাঙা ব্যাটের ছবি দিয়ে নিজের মন খারাপের কথা জানিয়েছিলেন সাইফউদ্দিন।
সেদিন সাইফউদ্দিন ফেসবুকে লিখেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাটের অবস্থা। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ। কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
সাইফউদ্দিনের এমন অভিযোগের পর ফেসবুকে অনেকেই এস এ পরিবহনের দায়িত্বহীনতা নিয়ে সমালোচনা করেন। এরপর নড়েচড়ে বসে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটিও।
যেহেতু জিম্বাবুয়ে সফরে যাওয়ার সময় হয়ে আসছে, ব্যাটের সংকট কিংবা গুরুতর সমস্যায় পড়ে যাননি তো সাইফউদ্দিন? কাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘ওরা (এস এ পরিবহন) ক্ষতিপূরণ দিয়েছে।’ এস এ পরিবহন ক্ষতিপূরণ দিলেও সাইফউদ্দিনের মনটা সহজেই ভালো হচ্ছে না। মোবাইল ফোনে আফসোসভরা কণ্ঠে বাংলাদেশ পেস বোলিং অলরাউন্ডার তাই বলছিলেন, ‘কী আর করা! সাকিব ভাইয়ের দেওয়া ব্যাট দুটো দিয়ে আর জিম্বাবুয়ে সফরে ব্যাটিং করা হবে না। এখন যেগুলো আছে, সেগুলো নিয়ে সফরটা সারতে হবে।’
'প্রিয়' ব্যাট না হলেই যে ম্যাচে ব্যাট কথা বলবে না, তা তো নয়! তবে সবার মতো খেলোয়াড়দেরও কিছু সংস্কার থাকে। থাকে একান্ত কিছু স্বচ্ছন্দের বিষয়ও। সাইফউদ্দিনের হয়তো খারাপ লাগছে এসব কারণেই।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে