ক্রীড়া ডেস্ক
দুই মাসের মধ্যেই দায়িত্ব বদলে গেল সাকলাইন মুশতাকের। দায়িত্বের সঙ্গে পাল্টে গেছে দলও। পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব শেষে এখন নিউজিল্যান্ডের সহকারী কোচ। কদিন পর নিজ দেশের বিপক্ষ দলের ডাগআউটে বসতে হবে পাকিস্তানের সাবেক এই স্পিনারকে। পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।
পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, টিম সাউদি, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, লকি ফার্গুসনের মতো তারকা ক্রিকেটাররা না থাকায় কিউইদের এই দলে একঝাঁক তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বেন লিস্টার ও কোল ম্যাককোঞ্চি। এ ছাড়া রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, চ্যাড বোজের মতো তরুণ ক্রিকেটাররাও আছেন এই দলে।
পাকিস্তান সফরে পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। লাহোরে ১৪ এপ্রিল শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫, ১৭, ২০ ও ২৪ এপ্রিল হবে সিরিজের বাকি চার টি-টোয়েন্টি। এরপর ২৬ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে প্রথম ওয়ানডে। ৩০ এপ্রিল, ৩, ৫ ও ৭ মে হবে বাকি চার ওয়ানডে। সিরিজের শেষ চার ওয়ানডে হবে করাচিতে।
পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের ওয়ানডে দল:
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বোজ, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককোঞ্চি, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
দুই মাসের মধ্যেই দায়িত্ব বদলে গেল সাকলাইন মুশতাকের। দায়িত্বের সঙ্গে পাল্টে গেছে দলও। পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব শেষে এখন নিউজিল্যান্ডের সহকারী কোচ। কদিন পর নিজ দেশের বিপক্ষ দলের ডাগআউটে বসতে হবে পাকিস্তানের সাবেক এই স্পিনারকে। পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।
পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, টিম সাউদি, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, লকি ফার্গুসনের মতো তারকা ক্রিকেটাররা না থাকায় কিউইদের এই দলে একঝাঁক তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বেন লিস্টার ও কোল ম্যাককোঞ্চি। এ ছাড়া রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, চ্যাড বোজের মতো তরুণ ক্রিকেটাররাও আছেন এই দলে।
পাকিস্তান সফরে পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। লাহোরে ১৪ এপ্রিল শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫, ১৭, ২০ ও ২৪ এপ্রিল হবে সিরিজের বাকি চার টি-টোয়েন্টি। এরপর ২৬ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে প্রথম ওয়ানডে। ৩০ এপ্রিল, ৩, ৫ ও ৭ মে হবে বাকি চার ওয়ানডে। সিরিজের শেষ চার ওয়ানডে হবে করাচিতে।
পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের ওয়ানডে দল:
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বোজ, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককোঞ্চি, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৬ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৬ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৬ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৮ ঘণ্টা আগে