ক্রীড়া ডেস্ক
বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের ভেন্যু পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। আগের সূচি অনুযায়ীই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে। আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
এতে করে হাম্বানটোটায় ম্যাচ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কলম্বোর ম্যাচগুলো হাম্বানটোটায় হওয়ার গুঞ্জন উঠেছিল। কলম্বোয় বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণেই ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। দেশটির রাজধানীতে গত কয়েক দিনে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৈরী পরিস্থিতি কিছুটা কমায় কলম্বোয় ম্যাচগুলো হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে বৃষ্টির শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। ভবিষ্যতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঠিকঠাক মতো কলম্বোতে ৫ ম্যাচ হবে কিনা সেই শঙ্কা থেকেই যাচ্ছে। অবশ্য এখনো কোনো ম্যাচ হয়নি কলম্বোয়। ভেন্যু নিয়ে এসিসির সিদ্ধান্ত অখুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। মূল আয়োজক হলেও পিসিবি মনে করছে, টুর্নামেন্টের সূচির বিষয়ে এককভাবেই সিদ্ধান্ত নিচ্ছে এসিসি।
হাম্বানটোটায় ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনার মধ্যে ছিল বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। কলম্বোতে আগের মতো বৃষ্টি না হওয়ায় তিনি বলেছেন, ‘অনেক সমর্থক ম্যাচ দেখার জন্য কলম্বোতে ব্যবস্থা করে ফেলেছেন। তা ছাড়া গত কয়েক দিনে আগের মতো বেশি বৃষ্টিও হয়নি কলম্বোতে।’
পাকিস্তানে যেতে ভারত রাজি না হওয়ায় এবারের এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ফাইনালসহ ৯ ম্যাচই আয়োজন করছে সহ আয়োজক শ্রীলঙ্কা। বাকি চার ম্যাচ হচ্ছে পাকিস্তানে। কিন্তু বেরসিক বৃষ্টিতে ক্যান্ডিতে হওয়া ভারত–পাকিস্তানের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভেন্যু পরিবর্তনের দাবি উঠে। দাবিটা জোরালো হয় গতকাল নেপালের বিপক্ষে ভারতের ম্যাচ দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে নেমে আসলে। এর আগে বাংলাদেশ–শ্রীলঙ্কার ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। যদিও সেদিন কোনো ওভার কাটা পড়েনি।
বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের ভেন্যু পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। আগের সূচি অনুযায়ীই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে। আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
এতে করে হাম্বানটোটায় ম্যাচ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কলম্বোর ম্যাচগুলো হাম্বানটোটায় হওয়ার গুঞ্জন উঠেছিল। কলম্বোয় বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণেই ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। দেশটির রাজধানীতে গত কয়েক দিনে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৈরী পরিস্থিতি কিছুটা কমায় কলম্বোয় ম্যাচগুলো হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে বৃষ্টির শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। ভবিষ্যতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঠিকঠাক মতো কলম্বোতে ৫ ম্যাচ হবে কিনা সেই শঙ্কা থেকেই যাচ্ছে। অবশ্য এখনো কোনো ম্যাচ হয়নি কলম্বোয়। ভেন্যু নিয়ে এসিসির সিদ্ধান্ত অখুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। মূল আয়োজক হলেও পিসিবি মনে করছে, টুর্নামেন্টের সূচির বিষয়ে এককভাবেই সিদ্ধান্ত নিচ্ছে এসিসি।
হাম্বানটোটায় ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনার মধ্যে ছিল বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। কলম্বোতে আগের মতো বৃষ্টি না হওয়ায় তিনি বলেছেন, ‘অনেক সমর্থক ম্যাচ দেখার জন্য কলম্বোতে ব্যবস্থা করে ফেলেছেন। তা ছাড়া গত কয়েক দিনে আগের মতো বেশি বৃষ্টিও হয়নি কলম্বোতে।’
পাকিস্তানে যেতে ভারত রাজি না হওয়ায় এবারের এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ফাইনালসহ ৯ ম্যাচই আয়োজন করছে সহ আয়োজক শ্রীলঙ্কা। বাকি চার ম্যাচ হচ্ছে পাকিস্তানে। কিন্তু বেরসিক বৃষ্টিতে ক্যান্ডিতে হওয়া ভারত–পাকিস্তানের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভেন্যু পরিবর্তনের দাবি উঠে। দাবিটা জোরালো হয় গতকাল নেপালের বিপক্ষে ভারতের ম্যাচ দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে নেমে আসলে। এর আগে বাংলাদেশ–শ্রীলঙ্কার ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। যদিও সেদিন কোনো ওভার কাটা পড়েনি।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে