ক্রীড়া ডেস্ক
ঢাকা: ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মঈন খানের ছেলে আজম খান। বাবার মতোই আজম খানও উইকেটকিপার ব্যাটসম্যান। তিন সংস্করণের দলে আর কোনো চমক নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার তাবেশ খান। ওয়ানডে দলে অর্ন্তভুক্ত হয়েছেন ইমাদ ওয়াসিম।
২৫ জুন ইংল্যান্ডে রওনা দেবে পাকিস্তান দল। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলবেন বাবর আজমরা। সেখান থেকে পাকিস্তান দল যাবে ওয়েস্ট ইন্ডিজে। তার আগে ৯ জুন আমিরাতে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। পিএসএল শেষ হওয়ার আগেই আজ ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করে দিয়েছে পিসিবি। দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের বিপক্ষে দলে ছিলেন না পেসার মোহাম্মদ আব্বাস। আব্বাসকে দলে না রেখে সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তান কোচ মিসবাহ-উল-হক। কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ারের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আবার টেস্ট দলে ফিরেছেন আব্বাস। ফিটনেস টেস্টে উতরানোর শর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ।
টি-টোয়েন্টি দলে নতুন মুখ বলতে আজম খান। এই উইকেটকিপার ব্যাটসম্যান পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দারুণ পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছেন। প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে না থাকা হারিস সোহেলও ফিরেছেন ওয়ানডে দলে।
ওয়ানডে সুপার লিগের পয়েন্ট পদ্ধতি আর বিশ্বকাপকে সামনে রেখে দলে খুব বেশি নাড়াচাড়া করতে নারাজ মোহাম্মদ ওয়াসিম। পিসিবির প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা দলে খুব বেশি পরিবর্তন আনিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি সময় নেই। সেটার প্রস্তুতি ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করতে চাই। ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করেছে আর জাতীয় দলের আশপাশে যারা অনেক দিন ধরে আছে, তাদের থেকে দল গঠন করেছি।’
ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজে সফরে পাকিস্তান দল
টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, ইয়াসির শাহ, জাহিদ মাহমুদ।
ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হারিস সোহেল, হাসান আলি, ইমাম-উল-হক, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির।
টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আরশাদ ইকবাল, আজম খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শারজিল খান, উসমান কাদির।
ঢাকা: ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মঈন খানের ছেলে আজম খান। বাবার মতোই আজম খানও উইকেটকিপার ব্যাটসম্যান। তিন সংস্করণের দলে আর কোনো চমক নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার তাবেশ খান। ওয়ানডে দলে অর্ন্তভুক্ত হয়েছেন ইমাদ ওয়াসিম।
২৫ জুন ইংল্যান্ডে রওনা দেবে পাকিস্তান দল। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলবেন বাবর আজমরা। সেখান থেকে পাকিস্তান দল যাবে ওয়েস্ট ইন্ডিজে। তার আগে ৯ জুন আমিরাতে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। পিএসএল শেষ হওয়ার আগেই আজ ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করে দিয়েছে পিসিবি। দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের বিপক্ষে দলে ছিলেন না পেসার মোহাম্মদ আব্বাস। আব্বাসকে দলে না রেখে সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তান কোচ মিসবাহ-উল-হক। কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ারের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আবার টেস্ট দলে ফিরেছেন আব্বাস। ফিটনেস টেস্টে উতরানোর শর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ।
টি-টোয়েন্টি দলে নতুন মুখ বলতে আজম খান। এই উইকেটকিপার ব্যাটসম্যান পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দারুণ পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছেন। প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে না থাকা হারিস সোহেলও ফিরেছেন ওয়ানডে দলে।
ওয়ানডে সুপার লিগের পয়েন্ট পদ্ধতি আর বিশ্বকাপকে সামনে রেখে দলে খুব বেশি নাড়াচাড়া করতে নারাজ মোহাম্মদ ওয়াসিম। পিসিবির প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা দলে খুব বেশি পরিবর্তন আনিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি সময় নেই। সেটার প্রস্তুতি ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করতে চাই। ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করেছে আর জাতীয় দলের আশপাশে যারা অনেক দিন ধরে আছে, তাদের থেকে দল গঠন করেছি।’
ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজে সফরে পাকিস্তান দল
টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, ইয়াসির শাহ, জাহিদ মাহমুদ।
ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হারিস সোহেল, হাসান আলি, ইমাম-উল-হক, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির।
টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আরশাদ ইকবাল, আজম খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শারজিল খান, উসমান কাদির।
টেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
৩ মিনিট আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
২ ঘণ্টা আগে