আইপিএলের যে রেকর্ডে কোহলিই ‘প্রথম’ 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ১৪: ০৯

ভারতের জার্সিতে গত কয়েক মাস দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের ফর্মটা কোহলি টেনে নিয়ে এলেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গতকাল দুর্দান্ত এক ফিফটি করেছেন কোহলি। ফিফটি করে ভারতীয় এই ব্যাটার ছাড়িয়ে গেছেন শিখর ধাওয়ানকে। 

আইপিএল ক্যারিয়ারের ৪৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে নিয়ে গত ম্যাচের আগে যৌথভাবে দ্বিতীয় ছিলেন কোহলি ও ধাওয়ান। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ৪৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। ৩৮ বলে ফিফটি করে ‘পঞ্চাশে পঞ্চাশ’ পূর্ণ করেন ভারতীয় এই ব্যাটার। আইপিএল ক্যারিয়ারে কোহলির ফিফটি ৪৫ এবং সেঞ্চুরি ৫। ধাওয়ানকে ছাড়িয়ে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে ৫০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন কোহলি। সব মিলিয়ে আইপিএল ইতিহাসে ৬০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে শীর্ষে ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আইপিএলে ৫৬টি ফিফটি এবং ৪টি সেঞ্চুরি করেছেন। 

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান করেছেন কোহলি। ২২৪ ম্যাচে ৩৬.৬৪ গড় ও ১২৯.৫০ স্ট্রাইক রেটে করেছেন ৬৭০৬ রান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত