নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল শেষ ওয়ানডে থেকে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন পেসার তাসকিন আহমেদ। খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাসকিনের কালকের ম্যাচ খেলা অনিশ্চয়তা ছিল। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাসকিনের খেলা হচ্ছে না। আগামীকালের ম্যাচে বাংলাদেশ দলে ফেরানো হয়েছে পেসার খালেদ আহমেদ ও ব্যাটার আফিফ হোসেনকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগের দুই ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন। শেষ ম্যাচে তাঁকে দলে ফিরিয়ে বিশ্রাম দেওয়া হয়েছিল অভিষেকেই তিন উইকেট পাওয়া খালেদকে। আজ সকালে অনুশীলন করতে দেখা যায়নি তাসকিনকে। পরে জানা যায়, খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। তাসকিন ছিটকে যাওয়ায় তৃতীয় ওয়ানডেতে বাদ পরেও শেষে ফেরানো হয়েছে খালেদ আহমেদকে।
আফিফকে ফেরানো হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায়। চোটের কারণে মিরাজকে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে, এমন একটা গুঞ্জন থাকলেও মিরাজ নিজেই অস্বীকার করেছেন চোটের বিষয়টি। মিরাজের দাবি কোনো চোট নয় বরং বিশ্রামটা নিজ থেকেই বোর্ডের কাছ থেকে চেয়ে নিয়েছেন তিনি।
আজকের পত্রিকাকে মিরাজ জানিয়েছেন, তাঁর তেমন কোনো চোটের সমস্যা নেই। টিম ম্যানেজমেন্টের কাছে তিনি বিশ্রাম চেয়েছেন। তারা সেটা দিয়েছে। সিরিজের তিন ম্যাচেই তাঁর বিশ্রামেই থাকার কথা ছিল। তবে শেষ ওয়ানডেতে হুট করে তাঁকে দলে নেন নির্বাচকেরা। পরে সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয় বিশ্রাম।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল শেষ ওয়ানডে থেকে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন পেসার তাসকিন আহমেদ। খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাসকিনের কালকের ম্যাচ খেলা অনিশ্চয়তা ছিল। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাসকিনের খেলা হচ্ছে না। আগামীকালের ম্যাচে বাংলাদেশ দলে ফেরানো হয়েছে পেসার খালেদ আহমেদ ও ব্যাটার আফিফ হোসেনকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগের দুই ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন। শেষ ম্যাচে তাঁকে দলে ফিরিয়ে বিশ্রাম দেওয়া হয়েছিল অভিষেকেই তিন উইকেট পাওয়া খালেদকে। আজ সকালে অনুশীলন করতে দেখা যায়নি তাসকিনকে। পরে জানা যায়, খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। তাসকিন ছিটকে যাওয়ায় তৃতীয় ওয়ানডেতে বাদ পরেও শেষে ফেরানো হয়েছে খালেদ আহমেদকে।
আফিফকে ফেরানো হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায়। চোটের কারণে মিরাজকে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে, এমন একটা গুঞ্জন থাকলেও মিরাজ নিজেই অস্বীকার করেছেন চোটের বিষয়টি। মিরাজের দাবি কোনো চোট নয় বরং বিশ্রামটা নিজ থেকেই বোর্ডের কাছ থেকে চেয়ে নিয়েছেন তিনি।
আজকের পত্রিকাকে মিরাজ জানিয়েছেন, তাঁর তেমন কোনো চোটের সমস্যা নেই। টিম ম্যানেজমেন্টের কাছে তিনি বিশ্রাম চেয়েছেন। তারা সেটা দিয়েছে। সিরিজের তিন ম্যাচেই তাঁর বিশ্রামেই থাকার কথা ছিল। তবে শেষ ওয়ানডেতে হুট করে তাঁকে দলে নেন নির্বাচকেরা। পরে সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয় বিশ্রাম।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম শুরু হতে বেশি দিন বাকি নেই। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল।
৩৬ মিনিট আগেবাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৯ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১১ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১২ ঘণ্টা আগে