ক্রীড়া ডেস্ক
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনের আবেগের ঢেউ পৌঁছে গেছে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরত্বের সেন্ট লুসিয়ায়, যেখানে আছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের এই ঐতিহাসিক অর্জনের দিনে তাঁরা সেখান থেকেই শামিল হয়েছেন। কেক কেটে দোয়া মাহফিলের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিসিবির ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব আল হাসান। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টেস্ট অধিনায়ক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের পক্ষ থেকে। আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান রাখবে। পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
ভিডিও বার্তায় পদ্মা সেতু নিয়ে নিজের উচ্ছ্বাস জানিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের জন্য এটা (পদ্মাসেতু) একটা অনেক বড় অর্জন। একটা সময় এমন ছিল, আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না! কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। ওনার চেষ্টা আর নিবেদনের কারণে আজকে আমরা পদ্মা সেতু পেয়েছি। একই সঙ্গে যাঁরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে শ্রমিকেরা পদ্মা সেতুর জন্য কাজ করেছেন। আপনারা (শ্রমিক) যা করছেন বাঙালি জাতি তা আজীবন মনে রাখবে। আমার ও বাংলাদেশ ক্রিকেট দিলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।’
পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন মেহেদী হাসান মিরাজও। খুলনার এই তরুণ ক্রিকেটার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অবশেষে স্বপ্নপূরণ! আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় নতুন উদ্যম যোগ করে যুগান্তকারী এক পরিবর্তন ঘটাবে পদ্মা সেতু—এই কামনা।’
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনের আবেগের ঢেউ পৌঁছে গেছে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরত্বের সেন্ট লুসিয়ায়, যেখানে আছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের এই ঐতিহাসিক অর্জনের দিনে তাঁরা সেখান থেকেই শামিল হয়েছেন। কেক কেটে দোয়া মাহফিলের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিসিবির ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব আল হাসান। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টেস্ট অধিনায়ক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের পক্ষ থেকে। আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান রাখবে। পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
ভিডিও বার্তায় পদ্মা সেতু নিয়ে নিজের উচ্ছ্বাস জানিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের জন্য এটা (পদ্মাসেতু) একটা অনেক বড় অর্জন। একটা সময় এমন ছিল, আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না! কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। ওনার চেষ্টা আর নিবেদনের কারণে আজকে আমরা পদ্মা সেতু পেয়েছি। একই সঙ্গে যাঁরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে শ্রমিকেরা পদ্মা সেতুর জন্য কাজ করেছেন। আপনারা (শ্রমিক) যা করছেন বাঙালি জাতি তা আজীবন মনে রাখবে। আমার ও বাংলাদেশ ক্রিকেট দিলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।’
পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন মেহেদী হাসান মিরাজও। খুলনার এই তরুণ ক্রিকেটার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অবশেষে স্বপ্নপূরণ! আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় নতুন উদ্যম যোগ করে যুগান্তকারী এক পরিবর্তন ঘটাবে পদ্মা সেতু—এই কামনা।’
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৫ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৫ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৫ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৬ ঘণ্টা আগে