ক্রীড়া ডেস্ক
ক্রিকেটার বিরাট কোহলির সফলতার গল্প জানেন না—এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মাঠে নামলেই কোহলি গড়েন একের পর এক রেকর্ড।
ক্রিকেট খেলে কোহলি তো কোটি কোটি টাকা আয় করেনই। এ ছাড়া আরও অনেক ব্যবসার সঙ্গে জড়িত কোহলি। বিভিন্ন স্টার্টআপ কোম্পানিতে ভারতীয় এই ক্রিকেটার যেমন কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন, তেমনি আয়ও করছেন প্রচুর। আর বিজ্ঞাপন থেকেও আয় করেন কোটি কোটি টাকা।
ডিজিট: পুনেভিত্তিক এই ইনস্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। কমলেশ গোয়েল, ফিলিপ ভারগাসে ও বিজয় কুমার—এ তিনজন প্রতিষ্ঠা করেন এই কোম্পানি। এই ইনস্যুরেন্স কোম্পানিতে কোহলি বিনিয়োগ করেছেন ২ লাখ ৬২ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৮০ লাখ টাকা।
চিজেল ফিটনেস: ২০১৬ সালে সত্য সিনহার সঙ্গে যৌথভাবে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন কোহলি। এই কোম্পানির ৩০ শতাংশ মালিকানা রয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। এখানে তিনি বিনিয়োগ করেছেন ১২৬ কোটি টাকা। বেঙ্গালুরুভিত্তিক এই স্টার্টআপ কোম্পানি অনেকটা করপোরেট সেক্টরের জিমের আদলে গড়ে তোলা হয়েছে। আয়তন ও সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকায় চিজেল জিমের শাখা তৈরি করা হচ্ছে।
নুয়েভা রেস্টুরেন্ট: ২০১৭ সালে দিল্লিতে এই রেস্টুরেন্ট তৈরি করেছেন কোহলি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, এই রেস্টুরেন্ট তৈরি করতে প্রায় সাড়ে ৫০০ কোটি বিনিয়োগ করেছেন ভারতীয় এই ব্যাটার। রেস্টুরেন্টের পরিবেশ ও খাবার খেয়ে অতিথিরা দিল্লিতে বসেই নিউইয়র্কের স্বাদ পাবেন।
ইউনিভার্সাল স্পোর্টসবিজ: ২০১২ সালে এই ফ্যাশন স্টার্টআপ কোম্পানি প্রতিষ্ঠা করেন অঞ্জনা রেড্ডি। এই কোম্পানিতে কোহলি বিনিয়োগ করেছেন ২৭ কোটি টাকা।
এ ছাড়া ইন্ডিয়ান সুপার লিগের এফসি গোয়ার যৌথ মালিক কোহলি। ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে এই ক্লাব। আর দুবাইভিত্তিক টেনিস দল ইউএই রয়্যালসের যৌথ মালিকানা ভারতীয় এই ব্যাটার পেয়েছেন ২০১৫ সালে। এই কোম্পানিতেও তাঁর বিনিয়োগ রয়েছে।
ক্রিকেটার বিরাট কোহলির সফলতার গল্প জানেন না—এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মাঠে নামলেই কোহলি গড়েন একের পর এক রেকর্ড।
ক্রিকেট খেলে কোহলি তো কোটি কোটি টাকা আয় করেনই। এ ছাড়া আরও অনেক ব্যবসার সঙ্গে জড়িত কোহলি। বিভিন্ন স্টার্টআপ কোম্পানিতে ভারতীয় এই ক্রিকেটার যেমন কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন, তেমনি আয়ও করছেন প্রচুর। আর বিজ্ঞাপন থেকেও আয় করেন কোটি কোটি টাকা।
ডিজিট: পুনেভিত্তিক এই ইনস্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। কমলেশ গোয়েল, ফিলিপ ভারগাসে ও বিজয় কুমার—এ তিনজন প্রতিষ্ঠা করেন এই কোম্পানি। এই ইনস্যুরেন্স কোম্পানিতে কোহলি বিনিয়োগ করেছেন ২ লাখ ৬২ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৮০ লাখ টাকা।
চিজেল ফিটনেস: ২০১৬ সালে সত্য সিনহার সঙ্গে যৌথভাবে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন কোহলি। এই কোম্পানির ৩০ শতাংশ মালিকানা রয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। এখানে তিনি বিনিয়োগ করেছেন ১২৬ কোটি টাকা। বেঙ্গালুরুভিত্তিক এই স্টার্টআপ কোম্পানি অনেকটা করপোরেট সেক্টরের জিমের আদলে গড়ে তোলা হয়েছে। আয়তন ও সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকায় চিজেল জিমের শাখা তৈরি করা হচ্ছে।
নুয়েভা রেস্টুরেন্ট: ২০১৭ সালে দিল্লিতে এই রেস্টুরেন্ট তৈরি করেছেন কোহলি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, এই রেস্টুরেন্ট তৈরি করতে প্রায় সাড়ে ৫০০ কোটি বিনিয়োগ করেছেন ভারতীয় এই ব্যাটার। রেস্টুরেন্টের পরিবেশ ও খাবার খেয়ে অতিথিরা দিল্লিতে বসেই নিউইয়র্কের স্বাদ পাবেন।
ইউনিভার্সাল স্পোর্টসবিজ: ২০১২ সালে এই ফ্যাশন স্টার্টআপ কোম্পানি প্রতিষ্ঠা করেন অঞ্জনা রেড্ডি। এই কোম্পানিতে কোহলি বিনিয়োগ করেছেন ২৭ কোটি টাকা।
এ ছাড়া ইন্ডিয়ান সুপার লিগের এফসি গোয়ার যৌথ মালিক কোহলি। ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে এই ক্লাব। আর দুবাইভিত্তিক টেনিস দল ইউএই রয়্যালসের যৌথ মালিকানা ভারতীয় এই ব্যাটার পেয়েছেন ২০১৫ সালে। এই কোম্পানিতেও তাঁর বিনিয়োগ রয়েছে।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৮ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৯ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৯ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১০ ঘণ্টা আগে