ক্রীড়া ডেস্ক
পাকিস্তানে ২০২৩ এশিয়া কাপ হওয়া নিয়ে জলঘোলা হচ্ছে নিয়মিত। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করতে চাইছে না। তবে ইমরান নাজির তা মানতে নারাজ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, হারার ভয়ে এশিয়া কাপ খেলতে চাচ্ছে না ভারত।
২০০৮ সালে এশিয়া কাপ খেলতে সর্বশেষ পাকিস্তানে গিয়েছিল ভারত। আর সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এরপর যখনই ভেন্যু হিসেবে পাকিস্তানের নাম উঠেছে, নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত ভেটো দিয়েছে। অথচ গত এক দশকে পাকিস্তান সফরে গিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো। নাজিরের মতে, নিরাপত্তাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানে আসতে চাইছে না ভারত। নাদির আলি পডকাস্টে নাজির বলেন, ‘নিরাপত্তা কোনো কারণই হতে পারে না। খেয়াল করুন, কত দেশ পাকিস্তানে খেলতে এসেছে। ‘এ’ দলের কথা বাদ দিন, অস্ট্রেলিয়াও খেলে গেছে এখানে। সত্যি বলতে হারার ভয়ে পাকিস্তানে খেলতে আসতে চায় না ভারত। নিরাপত্তা তো শুধুই অজুহাত। আসুন এবং ক্রিকেট খেলুন। এভাবে রাজনীতি করলে আর এগোনো যাবে না।’
নিরাপত্তার কারণে যেমন ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে চাচ্ছে না, তেমনই পাকিস্তানও নিজ সিদ্ধান্তে অনড়। ভারত তাই এক অদ্ভুত উপায়ে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পাকিস্তানকে ভারত বলেছে, এশিয়া কাপের আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। নিরপেক্ষ ভেন্যু এখনো নিশ্চিত হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ডের নামও প্রস্তাব করা হয়েছে।
পাকিস্তানে ২০২৩ এশিয়া কাপ হওয়া নিয়ে জলঘোলা হচ্ছে নিয়মিত। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করতে চাইছে না। তবে ইমরান নাজির তা মানতে নারাজ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, হারার ভয়ে এশিয়া কাপ খেলতে চাচ্ছে না ভারত।
২০০৮ সালে এশিয়া কাপ খেলতে সর্বশেষ পাকিস্তানে গিয়েছিল ভারত। আর সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এরপর যখনই ভেন্যু হিসেবে পাকিস্তানের নাম উঠেছে, নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত ভেটো দিয়েছে। অথচ গত এক দশকে পাকিস্তান সফরে গিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো। নাজিরের মতে, নিরাপত্তাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানে আসতে চাইছে না ভারত। নাদির আলি পডকাস্টে নাজির বলেন, ‘নিরাপত্তা কোনো কারণই হতে পারে না। খেয়াল করুন, কত দেশ পাকিস্তানে খেলতে এসেছে। ‘এ’ দলের কথা বাদ দিন, অস্ট্রেলিয়াও খেলে গেছে এখানে। সত্যি বলতে হারার ভয়ে পাকিস্তানে খেলতে আসতে চায় না ভারত। নিরাপত্তা তো শুধুই অজুহাত। আসুন এবং ক্রিকেট খেলুন। এভাবে রাজনীতি করলে আর এগোনো যাবে না।’
নিরাপত্তার কারণে যেমন ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে চাচ্ছে না, তেমনই পাকিস্তানও নিজ সিদ্ধান্তে অনড়। ভারত তাই এক অদ্ভুত উপায়ে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পাকিস্তানকে ভারত বলেছে, এশিয়া কাপের আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। নিরপেক্ষ ভেন্যু এখনো নিশ্চিত হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ডের নামও প্রস্তাব করা হয়েছে।
ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার লড়াই প্রিমিয়ার লিগ। গত পাঁচ মৌসুমে যেখানে কিংসের একচ্ছত্র আধিপত্য। তা কি এবার ভাঙবে? ২৯ নভেম্বর শুরু হতে যাওয়া নতুন মৌসুমের প্রিমিয়ার লিগের আগে ১০ ক্লাবের আশা-নিরাশার গল্প নিয়ে তিন পর্বের এই ধারাবাহিক। শেষ পর্বে আজ থাকছে ফর্টিস, ব্রাদার্স...
২৩ মিনিট আগেসমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, সেটাই হয়েছে আজ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স-হ্যাম্পশায়ার ম্যাচে। শেষ পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার ওভারে রংপুর হেরে গেল হ্যাম্পশায়ারের কাছে...
১ ঘণ্টা আগেআইপিএলের মতো ‘হটকেক’ টুর্নামেন্ট নিয়ে আগ্রহ থাকে বিশ্বের অনেক ক্রিকেটারেরই। এবারেরটা যেহেতু মেগা নিলাম ছিল, তাতে অন্যান্যদের মতো বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আশা ছিল অনেক বেশি। কিন্তু মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের কেউই কোনো দল পাননি ২০২৫ আইপিএলে।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের পঞ্চপাণ্ডবদের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেক আগে থেকেই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর ধরে। মাশরাফি বিন মর্তুজা তো নেই ২০২০ সাল থেকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়েছেন।
১৩ ঘণ্টা আগে