ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন পাঁচ বছর আগে। তবু যেন থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। পাঁচ মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলার পর ৩৮ বছর বয়সী অ্যালিস্টার কুক অবশেষে জানালেন, এবার তাঁর থামার সময় হয়েছে।
২০ বছর পেশাদার ক্রিকেট খেলার পর সব রকম ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যালিস্টার কুক। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর কাউন্টি দল এসেক্সের হয়ে পাঁচ মৌসুম কাউন্টি ক্রিকেট খেলেছেন ৩৮ বছর বয়সী কিংবদন্তি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপার দৌড়ে আছে এসেক্স। শীর্ষে থাকা সারের পরেই অবস্থান কুকের দলের। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে থাকা অবস্থায় কুকের সঙ্গে নতুন চুক্তির আশা ছিল এসেক্সের। সেজন্য দরকার ছিল কুকের মতের। গতকাল বিকেলে নিজের মত জানিয়ে দেন সদ্য সাবেক হয়ে যাওয়া বাঁহাতি ওপেনার। জানিয়ে দেন, আর পেশাদার ক্রিকেট খেলছেন না তিনি।
নিজেদের ওয়েবসাইটে কুকের বিবৃতি প্রকাশ করেছে এসেক্স। বিবৃতিতে সাবেক ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘বিদায় বলাটা কখনোই সহজ ছিল না। ক্রিকেট আমার দায়িত্বের থেকেও বেশি কিছু ছিল।’
‘ক্রিকেট আমাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে যাওয়ার স্বপ্ন আমি কখনোই দেখিনি। দলের হয়ে এমন সব অর্জন ছিল, যেটা কখনো সম্ভব ছিল বলেও আমার মনে হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কিছু দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে যা অটুট থাকবে চিরদিন। উইকহ্যাম বিশপ অনূর্ধ্ব-১১ দলে প্রথম ক্রিকেট খেলা আট বছর বয়সী এক বালকের এই পর্যন্ত আসা, ভীষণ কষ্ট আর গর্বের। সব মিলিয়ে আমি ভীষণ সুখী।’
২০০৩ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেট শুরু হয়েছিল কুকের। ২০০৫ সালে অস্ট্রেলিয়া সফরে এসেক্সের হয়ে করেন ডাবল সেঞ্চুরি। পরের বছর ইংল্যান্ড লায়নসের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অবস্থায় ডাক পান জাতীয় দলে। নাগপুরে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেই করেন সেঞ্চুরি।
ইংল্যান্ডের হয়ে ১৬১ টেস্ট খেলেছেন কুক যার মধ্যে ১৫৯ টেস্ট খেলেছেন টানা। এটি এখনো বিশ্ব রেকর্ড। ৩৩ সেঞ্চুরিতে রান করেছেন ১২,৪৭২। ওপেনার হিসেবে রান করেছেন ১১,৮৪৫ যে রেকর্ড এখনো কোনো ওপেনারের ভাঙা হয়নি। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত টেস্ট অধিনায়ক ছিলেন, নেতৃত্ব দিয়েছেন ৫৯ টেস্টে। পরে জো রুটের কাছে সেই রেকর্ড অবশ্য হারিয়েছেন। তার নেতৃত্বেই ঘরের মাটিতে ২০১৩ ও ২০১৫ অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬৯ ওয়ানডেতেও ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। ২০১০-১১ অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৭৬৬ রান করেছিলেন কুক। ১৯৮৬-৮৭ অ্যাশেজের পর সেবারই শেষবারের মতো অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন পাঁচ বছর আগে। তবু যেন থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। পাঁচ মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলার পর ৩৮ বছর বয়সী অ্যালিস্টার কুক অবশেষে জানালেন, এবার তাঁর থামার সময় হয়েছে।
২০ বছর পেশাদার ক্রিকেট খেলার পর সব রকম ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যালিস্টার কুক। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর কাউন্টি দল এসেক্সের হয়ে পাঁচ মৌসুম কাউন্টি ক্রিকেট খেলেছেন ৩৮ বছর বয়সী কিংবদন্তি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপার দৌড়ে আছে এসেক্স। শীর্ষে থাকা সারের পরেই অবস্থান কুকের দলের। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে থাকা অবস্থায় কুকের সঙ্গে নতুন চুক্তির আশা ছিল এসেক্সের। সেজন্য দরকার ছিল কুকের মতের। গতকাল বিকেলে নিজের মত জানিয়ে দেন সদ্য সাবেক হয়ে যাওয়া বাঁহাতি ওপেনার। জানিয়ে দেন, আর পেশাদার ক্রিকেট খেলছেন না তিনি।
নিজেদের ওয়েবসাইটে কুকের বিবৃতি প্রকাশ করেছে এসেক্স। বিবৃতিতে সাবেক ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘বিদায় বলাটা কখনোই সহজ ছিল না। ক্রিকেট আমার দায়িত্বের থেকেও বেশি কিছু ছিল।’
‘ক্রিকেট আমাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে যাওয়ার স্বপ্ন আমি কখনোই দেখিনি। দলের হয়ে এমন সব অর্জন ছিল, যেটা কখনো সম্ভব ছিল বলেও আমার মনে হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কিছু দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে যা অটুট থাকবে চিরদিন। উইকহ্যাম বিশপ অনূর্ধ্ব-১১ দলে প্রথম ক্রিকেট খেলা আট বছর বয়সী এক বালকের এই পর্যন্ত আসা, ভীষণ কষ্ট আর গর্বের। সব মিলিয়ে আমি ভীষণ সুখী।’
২০০৩ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেট শুরু হয়েছিল কুকের। ২০০৫ সালে অস্ট্রেলিয়া সফরে এসেক্সের হয়ে করেন ডাবল সেঞ্চুরি। পরের বছর ইংল্যান্ড লায়নসের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অবস্থায় ডাক পান জাতীয় দলে। নাগপুরে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেই করেন সেঞ্চুরি।
ইংল্যান্ডের হয়ে ১৬১ টেস্ট খেলেছেন কুক যার মধ্যে ১৫৯ টেস্ট খেলেছেন টানা। এটি এখনো বিশ্ব রেকর্ড। ৩৩ সেঞ্চুরিতে রান করেছেন ১২,৪৭২। ওপেনার হিসেবে রান করেছেন ১১,৮৪৫ যে রেকর্ড এখনো কোনো ওপেনারের ভাঙা হয়নি। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত টেস্ট অধিনায়ক ছিলেন, নেতৃত্ব দিয়েছেন ৫৯ টেস্টে। পরে জো রুটের কাছে সেই রেকর্ড অবশ্য হারিয়েছেন। তার নেতৃত্বেই ঘরের মাটিতে ২০১৩ ও ২০১৫ অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬৯ ওয়ানডেতেও ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। ২০১০-১১ অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৭৬৬ রান করেছিলেন কুক। ১৯৮৬-৮৭ অ্যাশেজের পর সেবারই শেষবারের মতো অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৩ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৪ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৪ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৫ ঘণ্টা আগে