ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে দুই দিনই রাজত্ব করেছে অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করছেন স্বাগতিক ক্রিকেটারেরা। দ্বিতীয় দিন শেষে ৪০৯ রানে এগিয়ে আছে অজিরা।
৩ উইকেটে ৩৩০ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অজিদের চতুর্থ উইকেট পড়েছে ৪২৮ রানে। তাতে ভেঙে যায় লাবুশেন-স্মিথের ২৯৭ রানের মহাকাব্যিক জুটি। ১৬৩ রান করা লাবুশেনের উইকেট নেন ডেভন থমাস। লাবুশেনের পর হেডও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন হেড। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার ১৭৫ রান করে কাটা পড়েছেন রান আউটের ফাঁদে। যা অজিদের ইনিংসের সর্বোচ্চ স্কোর। ৪৪২ রানে ৫ উইকেট পড়ার পর উইকেটে আসেন অ্যালেক্স ক্যারি। ৫৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ক্যারি। ৭ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন থমাস ও আলজারি জোসেফ।
অস্ট্রেলিয়ার ৫১১ এর জবাবে দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও ত্যাগনারায়ণ চন্দরপাল। তবে দলীয় ৩৫ রানেই ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। ১৯ রান করা ব্রাথওয়েটকে ফিরিয়ে দেন মাইকেল নেসের। তিন নম্বরে ব্যাটিং করতে নামা শামার ব্রুকসকেও দ্রুত ফিরিয়ে দেন নেসের। এরপর জার্মেইন ব্ল্যাকউডকে ফিরিয়ে দেন নাথান লায়ন। তাতে ৫০ রানেই উইন্ডিজরা হারিয়ে বসে ৩ উইকেট। ৪র্থ উইকেটে ত্যাগনারায়ণ-থমাস করেন ৪০ রানের জুটি। দিনের শেষভাগে এসে থমাসকে ফিরিয়ে এই জুটি ভেঙে দেন ক্যামেরন গ্রিন। ৪ উইকেটে ১০২ রানে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবীয়রা। ত্যাগনারায়ণ অপরাজিত আছেন ৪৭ রান করে এবং অ্যান্ডারসন ফিলিপ অপরাজিত আছেন ১ রান করে।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে দুই দিনই রাজত্ব করেছে অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করছেন স্বাগতিক ক্রিকেটারেরা। দ্বিতীয় দিন শেষে ৪০৯ রানে এগিয়ে আছে অজিরা।
৩ উইকেটে ৩৩০ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অজিদের চতুর্থ উইকেট পড়েছে ৪২৮ রানে। তাতে ভেঙে যায় লাবুশেন-স্মিথের ২৯৭ রানের মহাকাব্যিক জুটি। ১৬৩ রান করা লাবুশেনের উইকেট নেন ডেভন থমাস। লাবুশেনের পর হেডও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন হেড। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার ১৭৫ রান করে কাটা পড়েছেন রান আউটের ফাঁদে। যা অজিদের ইনিংসের সর্বোচ্চ স্কোর। ৪৪২ রানে ৫ উইকেট পড়ার পর উইকেটে আসেন অ্যালেক্স ক্যারি। ৫৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ক্যারি। ৭ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন থমাস ও আলজারি জোসেফ।
অস্ট্রেলিয়ার ৫১১ এর জবাবে দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও ত্যাগনারায়ণ চন্দরপাল। তবে দলীয় ৩৫ রানেই ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। ১৯ রান করা ব্রাথওয়েটকে ফিরিয়ে দেন মাইকেল নেসের। তিন নম্বরে ব্যাটিং করতে নামা শামার ব্রুকসকেও দ্রুত ফিরিয়ে দেন নেসের। এরপর জার্মেইন ব্ল্যাকউডকে ফিরিয়ে দেন নাথান লায়ন। তাতে ৫০ রানেই উইন্ডিজরা হারিয়ে বসে ৩ উইকেট। ৪র্থ উইকেটে ত্যাগনারায়ণ-থমাস করেন ৪০ রানের জুটি। দিনের শেষভাগে এসে থমাসকে ফিরিয়ে এই জুটি ভেঙে দেন ক্যামেরন গ্রিন। ৪ উইকেটে ১০২ রানে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবীয়রা। ত্যাগনারায়ণ অপরাজিত আছেন ৪৭ রান করে এবং অ্যান্ডারসন ফিলিপ অপরাজিত আছেন ১ রান করে।
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
১৩ মিনিট আগে‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
২ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
২ ঘণ্টা আগে