ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৮২ উইকেট নিয়ে নাথান লায়ন এখন কিংবদন্তি। অন্যদিকে টড মারফির উইকেট ১৪টি। লায়নের ক্যারিয়ার যেখানে এক যুগের মতো, সেখানে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে সবে ক্যারিয়ার শুরু করেছেন মারফি। দুজনের ক্যারিয়ারে এমন যোজন-যোজন পার্থক্য থাকার পরও নবাগত অফ স্পিনারের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন।
শুধু প্রশংসাই করেননি, লায়নের চেয়ে মারফি ভালো বলে জানিয়েছেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের মতে, লায়নের চেয়ে ৫০ গুণ ভালো মারফি। একজন পোড় খাওয়া ক্রিকেটারের চেয়ে নবাগতর ভালোর বিষয়টি অবশ্য বিশেষ এক ক্ষেত্রে তুলনা টেনে বলেছেন তিনি। ভারতের মাটিতে দুজনের প্রথম সফরের পরিপ্রেক্ষিতে বোলিং করার সক্ষমতার ওপর ভিত্তি করে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘লায়ন ২০১৩ সালে ভারতে প্রথম আসার আগে শ্রীলঙ্কা সফর করেছিল। সে প্রথম টেস্ট সফরে যেভাবে এখানে এসেছিল, তার চেয়ে মারফি ১০ থেকে ৫০ গুণ ভালো হয়ে এসেছে।’
এর পরেই তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘বলছি না যে সে গুণে, দক্ষতা বা পারফরম্যান্সে একজন ভালো বোলার। স্টাম্পের দুই দিক থেকে তার বল করার সক্ষমতা এবং সংযম নিয়ে বলছি।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে ৪ টেস্টে ১৪ উইকেট নিয়েছেন মারফি। অন্যদিকে সমান টেস্টে ২০ উইকেট নিয়েছেন লায়ন। আর ২০১৩ সালে নিজের প্রথম ভারত সফরে ৩ টেস্টে ১৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই অফ স্পিনার।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৮২ উইকেট নিয়ে নাথান লায়ন এখন কিংবদন্তি। অন্যদিকে টড মারফির উইকেট ১৪টি। লায়নের ক্যারিয়ার যেখানে এক যুগের মতো, সেখানে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে সবে ক্যারিয়ার শুরু করেছেন মারফি। দুজনের ক্যারিয়ারে এমন যোজন-যোজন পার্থক্য থাকার পরও নবাগত অফ স্পিনারের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন।
শুধু প্রশংসাই করেননি, লায়নের চেয়ে মারফি ভালো বলে জানিয়েছেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের মতে, লায়নের চেয়ে ৫০ গুণ ভালো মারফি। একজন পোড় খাওয়া ক্রিকেটারের চেয়ে নবাগতর ভালোর বিষয়টি অবশ্য বিশেষ এক ক্ষেত্রে তুলনা টেনে বলেছেন তিনি। ভারতের মাটিতে দুজনের প্রথম সফরের পরিপ্রেক্ষিতে বোলিং করার সক্ষমতার ওপর ভিত্তি করে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘লায়ন ২০১৩ সালে ভারতে প্রথম আসার আগে শ্রীলঙ্কা সফর করেছিল। সে প্রথম টেস্ট সফরে যেভাবে এখানে এসেছিল, তার চেয়ে মারফি ১০ থেকে ৫০ গুণ ভালো হয়ে এসেছে।’
এর পরেই তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘বলছি না যে সে গুণে, দক্ষতা বা পারফরম্যান্সে একজন ভালো বোলার। স্টাম্পের দুই দিক থেকে তার বল করার সক্ষমতা এবং সংযম নিয়ে বলছি।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে ৪ টেস্টে ১৪ উইকেট নিয়েছেন মারফি। অন্যদিকে সমান টেস্টে ২০ উইকেট নিয়েছেন লায়ন। আর ২০১৩ সালে নিজের প্রথম ভারত সফরে ৩ টেস্টে ১৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই অফ স্পিনার।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
৪ মিনিট আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
২ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৩ ঘণ্টা আগে