Ajker Patrika

হাসানের তোপে দিশেহারা ভারত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৫৯
হাসানের তোপে দিশেহারা ভারত

রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে ১৬ দিন আগেই নাম লিখিয়েছেন হাসান মাহমুদ। সেই রেশ যেন ধরে রেখেছেন ভারতের বিপক্ষে টেস্টেও। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) আজ ভারতকে কাঁপিয়ে দিচ্ছেন হাসান।  

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ-ভারত দুই দলই তিন জন করে পেসার নিয়েছে। টস জিতে ফিল্ডিং নেওয়ার সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, প্রথম সেশনটা পেসারদের জন্য কার্যকরী হবে। অধিনায়কেরই আস্থার প্রতিদান দিচ্ছেন হাসান। রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি—ব্যাটিং লাইনআপের তিন স্তম্ভকে ফিরিয়ে ভারতকে চেপে ধরেছেন হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ৩ উইকেটে ৩৪ রান করেছে ভারত।

হাসান, তাসকিনের বোলিংয়ে শুরু থেকেই দিশেহারা লাগছে ভারতকে। সুইং করে কোনোটা বাইরে বেরিয়ে যাচ্ছে। কোনোটা করছে ইনসুইং। রানের খাতা খুলতে রোহিতের লেগেছে ১১ বল। কাঁপাকাঁপি করতে থাকা ভারত প্রথম উইকেট হারাতে পারত ৪ রানে। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রোহিতের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন হাসান। আম্পায়ার আউট দেননি। শান্তও অনেক চিন্তাভাবনা করে রিভিউ নিয়েছেন। এ যাত্রায় আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রোহিত। 

বেঁচে যাওয়া রোহিতকে অবশ্য বেশিক্ষণ টিকতে দেননি হাসান। ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসানের ইনসুইঙ্গার ডিফেন্স করতে যান রোহিত। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে দারুণভাবে তালুবন্দী করেছেন শান্ত। ১৯ বলে ১ চারে রোহিত করেছেন ৬ রান। 

হাসানের ওভার মানেই যেন উইকেট, চেন্নাইয়ে আজ ব্যাপারটা যেন তেমনই হচ্ছিল। ১ ওভার বিরতিতে এসে বাংলাদেশি পেসার এবার ফেরালেন শুবমান গিলকে। অষ্টম ওভারের তৃতীয় বল লেগ গ্ল্যান্স করতে যান গিল। উইকেটরক্ষক লিটন দাস সেটা তালুবন্দী করেছেন। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি গিল। 

আট মাস পর টেস্ট খেলতে নামা কোহলিকেও উইকেটে থিতু হতে দেননি হাসান। দশম ওভারের দ্বিতীয় বল কোহলিকে কাভার ড্রাইভের লোভ দেখিয়েছেন হাসান। সেই ফাঁদেই ধরা খেয়েছেন কোহলি। আউটসাইড এজ হওয়া বল সহজেই ধরেছেন লিটন। ৬ বলে ৬ রান করে কোহলি আউট হওয়ার পরই ব্যাটিংয়ে নামেন ঋষভ পন্ত। ২১ মাস পর সেই বাংলাদেশের বিপক্ষেই টেস্ট খেলতে নেমেছেন পন্ত। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে ক্রিকেটের রাজকীয় সংস্করণে পন্ত খেলেন বাংলাদেশের বিপক্ষে। 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত