ক্রীড়া ডেস্ক
ফিলিস্তিনিদের সমর্থন জানতে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লেখা জুতা পরে পার্থ টেস্টে খেলতে চেয়েছিলেন উসমান খাজা। কিন্তু তাঁর পরিকল্পনায় বাধা দেয় আইসিসি। রাজনৈতিক কারণ দেখিয়ে তাঁকে এই জুতা পরে খেলার অনুমতি দেয়নি আইসিসি।
পরিকল্পনা ভেস্তে যাওয়ায় পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরে খেলেছেন খাজা। কিন্তু এ জন্যও অস্ট্রেলিয়ান ওপেনারকে তিরস্কার শুনতে হয়েছে। তবে এত কিছু হওয়ার পরও দমিয়ে যাননি ৩৬ বছর বয়সী ব্যাটার। দুই দিন পর তাই বক্সিং ডেতে নতুন পরিকল্পনা নিয়ে নামার চিন্তা করেন। কিন্তু এবারও বাধা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে কোনো লেখা সংবলিত কিছু নয়, জুতা ও ব্যাটে শান্তির প্রতীক পায়রার লোগো লাগিয়ে খেলতে চেয়েছিলেন খাজা। আনুষ্ঠানিকভাবে আইসিসি এখনো কোনো বিবৃতি না দিলেও অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটারকে এবারও অনুমতি দেয়নি তারা।
বেশ কিছু দিন ধরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করে আসছিলেন খাজা। এমন কিছু করবেন যেন কারও আপত্তি থাকবে না। সেই চিন্তা থেকেই শান্তির প্রতীক পায়রা ও ‘01: UDHR’ লেখা লোগো ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। কেননা ‘01: UDHR’ আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবেই ব্যবহৃত হয়। এর ফলে ব্যাট ও জুতায় কালো পায়রার লোগো লাগিয়ে অনুশীলনও করেছেন অজি ওপেনার।
এমন পরিকল্পনা কেন করেছেন তার ব্যাখ্যা গত শুক্রবার দিয়েছেন খাজা। ৩৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘ইনস্টাগ্রামে দেখলেই নিরীহ শিশুদের মারা যাওয়ার ভিডিও দেখতে পাই। এ সবে প্রচণ্ডরকম মানসিক আঘাত পাই। আমার ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নের ইচ্ছা নেই। আমি আবেগের সঙ্গে কি অনুভব করছি এবং সত্যিকার অর্থে যা মনে করি, তার ওপর আলোকপাত করছি।’
ফিলিস্তিনিদের সমর্থন জানতে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লেখা জুতা পরে পার্থ টেস্টে খেলতে চেয়েছিলেন উসমান খাজা। কিন্তু তাঁর পরিকল্পনায় বাধা দেয় আইসিসি। রাজনৈতিক কারণ দেখিয়ে তাঁকে এই জুতা পরে খেলার অনুমতি দেয়নি আইসিসি।
পরিকল্পনা ভেস্তে যাওয়ায় পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরে খেলেছেন খাজা। কিন্তু এ জন্যও অস্ট্রেলিয়ান ওপেনারকে তিরস্কার শুনতে হয়েছে। তবে এত কিছু হওয়ার পরও দমিয়ে যাননি ৩৬ বছর বয়সী ব্যাটার। দুই দিন পর তাই বক্সিং ডেতে নতুন পরিকল্পনা নিয়ে নামার চিন্তা করেন। কিন্তু এবারও বাধা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে কোনো লেখা সংবলিত কিছু নয়, জুতা ও ব্যাটে শান্তির প্রতীক পায়রার লোগো লাগিয়ে খেলতে চেয়েছিলেন খাজা। আনুষ্ঠানিকভাবে আইসিসি এখনো কোনো বিবৃতি না দিলেও অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটারকে এবারও অনুমতি দেয়নি তারা।
বেশ কিছু দিন ধরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করে আসছিলেন খাজা। এমন কিছু করবেন যেন কারও আপত্তি থাকবে না। সেই চিন্তা থেকেই শান্তির প্রতীক পায়রা ও ‘01: UDHR’ লেখা লোগো ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। কেননা ‘01: UDHR’ আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবেই ব্যবহৃত হয়। এর ফলে ব্যাট ও জুতায় কালো পায়রার লোগো লাগিয়ে অনুশীলনও করেছেন অজি ওপেনার।
এমন পরিকল্পনা কেন করেছেন তার ব্যাখ্যা গত শুক্রবার দিয়েছেন খাজা। ৩৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘ইনস্টাগ্রামে দেখলেই নিরীহ শিশুদের মারা যাওয়ার ভিডিও দেখতে পাই। এ সবে প্রচণ্ডরকম মানসিক আঘাত পাই। আমার ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নের ইচ্ছা নেই। আমি আবেগের সঙ্গে কি অনুভব করছি এবং সত্যিকার অর্থে যা মনে করি, তার ওপর আলোকপাত করছি।’
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১১ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১২ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১২ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১৩ ঘণ্টা আগে