ক্রীড়া ডেস্ক
শারজায় আজ শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ব্যাটিংয়েও পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রিশাদের। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ।
ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তিনে সেক্ষেত্রে ব্যাটিং করবেন অধিনায়ক শান্ত। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সৌম্যও খণ্ডকালীন পেসারের দায়িত্ব পালন করতে পারেন। একাদশে জায়গা হয়নি জাকির হাসান ও জাকের আলী অনিকের। যেখানে জাকির তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। জাকের এখনো ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি।
আফগানিস্তান দলে অভিষিক্ত সেদিকউল্লাহর সঙ্গে ওপেনিংয়ে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম
আফগানিস্তানের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে, ফজল হক ফারুকি
শারজায় আজ শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ব্যাটিংয়েও পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রিশাদের। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ।
ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তিনে সেক্ষেত্রে ব্যাটিং করবেন অধিনায়ক শান্ত। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সৌম্যও খণ্ডকালীন পেসারের দায়িত্ব পালন করতে পারেন। একাদশে জায়গা হয়নি জাকির হাসান ও জাকের আলী অনিকের। যেখানে জাকির তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। জাকের এখনো ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি।
আফগানিস্তান দলে অভিষিক্ত সেদিকউল্লাহর সঙ্গে ওপেনিংয়ে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম
আফগানিস্তানের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে, ফজল হক ফারুকি
বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হলেও শারজায় তখন বেলা ২টা। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে জ্বলে উঠেছেন মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা। তপ্ত মরুর বুকে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে আফগানিস্তান রীতিমতো চোখে সর্ষেফুল দেখছে।
২ ঘণ্টা আগেআগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ২০২৫ আইপিএলের নিলাম। আইপিএল আয়োজক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, নিলামের জন্য মোট ১৫৭৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ১১৬৫ ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ৪০৯ জন। নিলামে নাম তুলতে নিবন্ধন করেছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার।
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শারজায় বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তরা যখন মরুর বুকে, তখন কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সমালোচনার শেষ নেই। প্রতি আসরেই কোনো না কোনো ঝামেলা লেগে থাকে টুর্নামেন্টে। খেলা দেখতে এসে দর্শকেরাও নানারকম সমস্যায় পড়েন। এবার দর্শকদের জন্য ‘বিশেষ সুবিধা’ থাকবে বলে জানিয়েছেন বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
৪ ঘণ্টা আগে