ক্রীড়া ডেস্ক
করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি মিচেল স্যান্টনার। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতে আবারও ধাক্কা খেল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের মাঝপথে পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড দলে।
নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেইন উইলিয়ামসনের পরিবর্তে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল জস ক্লার্কসনের। যেখানে উইলিয়ামসন তাঁর হাঁটুর চোটের অবস্থা পর্যবেক্ষণ করে দেবেন। তবে ক্লার্কসনের আর যোগ দেওয়া হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিসট্রিকটসের খেলারা সময় কাঁধে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। ক্লার্কসনের পরিবর্তে দলে এসেছেন উইল ইয়াং। হ্যামিল্টনে আগামীকাল নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দলে যোগ দেবেন ইয়াং।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন ইয়াং। ২০ গড় ও ১০২.৩৬ স্ট্রাইক রেটে করেন ২৬০ রান। দুটি ফিফটিও রয়েছে নিউজিল্যান্ডের জার্সিতে। এই সংস্করণে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন দুবাইয়ে গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, স্বীকৃত টি-টোয়েন্টিসহ সব মিলে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের গড় ও স্ট্রাইকরেট বেশি। ৯৮ টি-টোয়েন্টিতে ২৬.৪০ গড় ও ১৩৩.৩৯ স্ট্রাইক রেটে ২২৯৭ রান করেন। ১৪ ফিফটির সঙ্গে রয়েছে ২ সেঞ্চুরি।
অকল্যান্ডের ইডেন পার্কে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড করেছিল ৮ উইকেটে ২২৬ রান, যা পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ স্কোর। রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয় ১৮০ রানে। নিউজিল্যান্ডের ৪৬ রানের জয়ের ম্যাচে করোনা আক্রান্ত স্যান্টনারকে আইসোলেশনে রাখা হয়েছে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে সুস্থ হয়ে না উঠলে সেই ম্যাচের অধিনায়ক কে হবেন, সেটাই এখন দেখার বিষয়। কারণ উইলিয়ামসনের পরিবর্তে এর আগে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক ছিলেন স্যান্টনার। ১৪, ১৭, ১৯ ও ২১ হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষ চার টি-টোয়েন্টি।
করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি মিচেল স্যান্টনার। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতে আবারও ধাক্কা খেল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের মাঝপথে পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড দলে।
নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেইন উইলিয়ামসনের পরিবর্তে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল জস ক্লার্কসনের। যেখানে উইলিয়ামসন তাঁর হাঁটুর চোটের অবস্থা পর্যবেক্ষণ করে দেবেন। তবে ক্লার্কসনের আর যোগ দেওয়া হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিসট্রিকটসের খেলারা সময় কাঁধে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। ক্লার্কসনের পরিবর্তে দলে এসেছেন উইল ইয়াং। হ্যামিল্টনে আগামীকাল নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দলে যোগ দেবেন ইয়াং।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন ইয়াং। ২০ গড় ও ১০২.৩৬ স্ট্রাইক রেটে করেন ২৬০ রান। দুটি ফিফটিও রয়েছে নিউজিল্যান্ডের জার্সিতে। এই সংস্করণে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন দুবাইয়ে গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, স্বীকৃত টি-টোয়েন্টিসহ সব মিলে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের গড় ও স্ট্রাইকরেট বেশি। ৯৮ টি-টোয়েন্টিতে ২৬.৪০ গড় ও ১৩৩.৩৯ স্ট্রাইক রেটে ২২৯৭ রান করেন। ১৪ ফিফটির সঙ্গে রয়েছে ২ সেঞ্চুরি।
অকল্যান্ডের ইডেন পার্কে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড করেছিল ৮ উইকেটে ২২৬ রান, যা পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ স্কোর। রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয় ১৮০ রানে। নিউজিল্যান্ডের ৪৬ রানের জয়ের ম্যাচে করোনা আক্রান্ত স্যান্টনারকে আইসোলেশনে রাখা হয়েছে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে সুস্থ হয়ে না উঠলে সেই ম্যাচের অধিনায়ক কে হবেন, সেটাই এখন দেখার বিষয়। কারণ উইলিয়ামসনের পরিবর্তে এর আগে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক ছিলেন স্যান্টনার। ১৪, ১৭, ১৯ ও ২১ হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষ চার টি-টোয়েন্টি।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৭ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৮ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৮ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৯ ঘণ্টা আগে