ক্রীড়া ডেস্ক, ঢাকা
সব দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার ভাবনায়, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নামতে হচ্ছে নতুন কোচের সন্ধানে।
গতকাল বিশ্বকাপের দল ঘোষণার পরই বড় ধরনের ঝাঁকুনি খেয়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। আকস্মিকভাবে পদত্যাগ করেছেন দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস।
মিসবাহ-ওয়াকারের অপ্রত্যাশিত কাণ্ডের পর স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান। কাঠগড়ায় তুলে তাঁদের করা হচ্ছে কচুকাটা।
বরাবরই চাছাছোলা কথা বলা শোয়েব আখতারও দুই সাবেক সতীর্থকে এক হাত নিয়েছেন। ওয়াকার-মিসবাহদের উদ্দেশে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতিতে বল ছোড়া তারকা বলেছেন, ‘ওরা কাপুরুষ। কাপুরুষেরা পালিয়ে যাওয়া ছাড়া কী-ই বা করতে পারে?’
শোয়েব আরও বলেন, ‘এখানে যা ঘটেছে (ওয়াকার-মিসবাহর পদত্যাগ) তা তালেবানরা মার্কিন বাহিনীর সঙ্গে যা করেছিল, তারই অনুরূপ। কারণ তারা জানত রমিজ রাজা (পিসিবির নতুন সভাপতি) তাদের ছাড় দেবেন না। তাই তারা আগেভাগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ওয়াকার ও মিসবাহকে কটাক্ষ করে ৪৬ বছর বয়সী সাবেক গতিরাজ বলেন, ‘তাঁদের দুজনেরই পিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত ছিল। আগাম পদত্যাগ ঘোষণা করা কোনোভাবেই উচিত হয়নি। রমিজ ভাই (রমিজ রাজা) তাঁদের বরখাস্ত নাও করতে পারতেন। কিন্তু আগেই পালিয়ে গিয়ে তাঁরা নিজেদের আসল রূপ উন্মোচন করে দিলেন।’
২০১৯ সালের সেপ্টেম্বরে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াকার ও মিসবাহ। তাঁদের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। হঠাৎ করে তাঁরা পদত্যাগ করায় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য সাকলাইন মুশতাক ও আবদুল রাজ্জাককে ‘আপৎকালীন’ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।
বাংলাদেশের বিপক্ষে চলামান টি-টোয়েন্টি সিরিজ শেষে সরাসরি পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড দল।
সব দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার ভাবনায়, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নামতে হচ্ছে নতুন কোচের সন্ধানে।
গতকাল বিশ্বকাপের দল ঘোষণার পরই বড় ধরনের ঝাঁকুনি খেয়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। আকস্মিকভাবে পদত্যাগ করেছেন দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস।
মিসবাহ-ওয়াকারের অপ্রত্যাশিত কাণ্ডের পর স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান। কাঠগড়ায় তুলে তাঁদের করা হচ্ছে কচুকাটা।
বরাবরই চাছাছোলা কথা বলা শোয়েব আখতারও দুই সাবেক সতীর্থকে এক হাত নিয়েছেন। ওয়াকার-মিসবাহদের উদ্দেশে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতিতে বল ছোড়া তারকা বলেছেন, ‘ওরা কাপুরুষ। কাপুরুষেরা পালিয়ে যাওয়া ছাড়া কী-ই বা করতে পারে?’
শোয়েব আরও বলেন, ‘এখানে যা ঘটেছে (ওয়াকার-মিসবাহর পদত্যাগ) তা তালেবানরা মার্কিন বাহিনীর সঙ্গে যা করেছিল, তারই অনুরূপ। কারণ তারা জানত রমিজ রাজা (পিসিবির নতুন সভাপতি) তাদের ছাড় দেবেন না। তাই তারা আগেভাগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ওয়াকার ও মিসবাহকে কটাক্ষ করে ৪৬ বছর বয়সী সাবেক গতিরাজ বলেন, ‘তাঁদের দুজনেরই পিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত ছিল। আগাম পদত্যাগ ঘোষণা করা কোনোভাবেই উচিত হয়নি। রমিজ ভাই (রমিজ রাজা) তাঁদের বরখাস্ত নাও করতে পারতেন। কিন্তু আগেই পালিয়ে গিয়ে তাঁরা নিজেদের আসল রূপ উন্মোচন করে দিলেন।’
২০১৯ সালের সেপ্টেম্বরে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াকার ও মিসবাহ। তাঁদের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। হঠাৎ করে তাঁরা পদত্যাগ করায় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য সাকলাইন মুশতাক ও আবদুল রাজ্জাককে ‘আপৎকালীন’ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।
বাংলাদেশের বিপক্ষে চলামান টি-টোয়েন্টি সিরিজ শেষে সরাসরি পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড দল।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
১ ঘণ্টা আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
২ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
৩ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
৩ ঘণ্টা আগে