নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১১টা ৫৮ মিনিট, ১৯ অক্টোবর
বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশ
জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শেষ উইকেটে খেলছে ওমান। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের। শেষ ওভারে বোলিংয়ে এসেছেন মোস্তাফিজ। শেষ ওভারে দরকার ৩৮ রান। মোস্তাফিজের দ্বিতীয় বলে চার মারলেও পরের দুটি বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না নাদেম।শেষ বলের আগের বলে ছয় হাঁকিয়ে ব্যবধান কমালেন নাদেম। মোস্তাফিজের শেষ ওভারে ওমান তুলতে পেরেছে ১২ রান। বাংলাদেশ ম্যাচ জিতল ২৬ রানে। এই জয়ে সুপার টুয়েলভসের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
১১টা ৪৯ মিনিট, ১৯ অক্টোবর
এবার মোস্তাফিজের জোড়া আঘাত
মোস্তাফিজের বলে পাখির মতো ক্যাচ নিলেন সোহান। ৫ বলে ৫ রান করে ফিরে গেলেন কলিমুল্লাহ। এক বল পরেই ক্যাচ দিলেন ফাইয়াজ। ম্যাচ থেকে ছিটকে গেল ওমান। শেষ উইকেটে ১২ বলে ৪৮ রান দরকার ওমানের।
১১টা ৪২ মিনিট, ১৯ অক্টোবর
সাকিবের জোড়া আঘাত
আইয়ানকে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানালেন সাকিব। পরের বলে আবারও উইকেট। লং অফে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে ক্যাচ নিলেন মাহমুদউল্লাহ। হ্যাটট্রিক বলে এক রান নিলেন নাদেম। ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। শেষ তিন ওভারে ওমানের দরকার ৪৭ রান।
১১টা ৩৬ মিনিট, ১৯ অক্টোবর
সন্দীপ গৌড়কে ফেরালেন সাইফউদ্দিন
গুরুত্বপূর্ণ সময়ে দলকে সাফল্য এনে দিলেন সাইফদ্দিন। অফ স্টাম্পের সামান্য বাইরের বল কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করলেন গৌড়। ক্যাচ নিয়েছেন মুশফিক। শেষ চার ওভারে ওমানের দরকার ৫০ রান। হাতে আছে ৫ উইকেট।
১১টা ২৫ মিনিট, ১৯ অক্টোবর
যতিন্দর আউট
গলার কাঁটা হয়ে থাকা যতিন্দরকে ফেরালেন সাকিব। যতিন্দরকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন সাকিব। ৩৩ বলে ৪০ করে ফিরে গেলেন যতিন্দর। পরের ওভারে এসেছেন মেহেদী। নিজের শেষ ওভারেও ভালো বোলিং করলেন মেহেদী, দিলেন ৬ রান। ৪ ওভারে ১ উইকেট দিয়ে নিয়েছেন ১৪ রান। ম্যাচ জিততে শেষ ৩৬ বোলে ৫৮ রান দরকার ওমানের।
১১টা ১২ মিনিট, ১৯ অক্টোবর
মেহেদী ফেরালেন মাকসুদকে
মেহেদীর বলে ডিপ স্কয়ার লেগে দুর্দান্ত এক ক্যাচ নিলেন মোস্তাফিজ। মাকসুদ ফিরে গেলেন ১৬ বলে ১২ করে। দারুণ বোলিং করছেন মেহেদী। এখন পর্যন্ত বাংলাদেশ দলের সবচেয়ে সফল বোলার তিনি। ৩ ওভারে ৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ১২ ওভার শেষে ওমানের রান ৩ উইকেটে ৮২।৩০ বলে ৩৮ রান করা যতিন্দর এখনো উইকেটে আছেন।
১১টা ৮ মিনিট, ১৯ অক্টোবর
১১ ওভারে ৮০
ওমান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫৭ রান তাড়া করে জিতেছে। আজ তাদের সামনে লক্ষ্যমাত্রা ১৫৪। লক্ষ্য তাড়ায় এখন পর্যন্ত ইতিবাচক ক্রিকেট খেলছে মাকসুদের দল। ১১তম ওভারে তাসকিন দিলেন ১০ রান। দুর্দান্ত টাইমিংয়ে তাসকিনকে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়েছেন মাকসুদ। ১১ ওভার শেষে ওমানের রান ২ উইকেটে ৮০।
১১টা ৩ মিনিট, ১৯ অক্টোবর
১০ ওভার শেষে এগিয়ে ওমান
জিসান মাকসুদ কিছুটা সময় নিচ্ছেন। ওমানের সেরা দুই ব্যাটার এই মুহূর্তে উইকেটে আছেন। ম্যাচ জিততে হলে দ্রুত ব্রেক থ্রু এনে দিতে হবে কাউকে। এই জুটি দাঁড়িয়ে গেলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। ১০ ওভার শেষে ওমানের রান ২ উইকেটে ৭০।
১০টা ৫৩ মিনিট, ১৯ অক্টোবর
চালিয়ে খেলছেন যতিন্দর
ভয়ংকর হয়ে উঠেছেন যতিন্দর। সপ্তম ওভারে সাকিবকে পরপর ৪ ,৬ হাঁকালেন। পরের ওভারে মেহেদী দিলেন ২ রান। ৮ ওভার শেষে ওমানের রান দুই উইকেটে ৫৯।
১০টা ৪৪ মিনিট, ১৯ অক্টোবর
কি করলেন মাহমুদউল্লাহ!
সহজ সুযোগ হাতছাড়া। মোস্তাফিজকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন যতিন্দর। তালুবন্দী করতে পারলেন না মাহমুদউল্লাহ। ওভারের চতুর্থ বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন প্রজাপতি। চাপে পড়া বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন মোস্তাফিজ। পাওয়ার প্লেতে ওমানের রান ২ উইকেটে ৪৭। প্রথম ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৯।
১০টা ৪০ মিনিট, ১৯ অক্টোবর
৫ ওভারে ৪০
চতুর্থ ওভারে সাকিব দিলেন ৭ রান। নিজের দ্বিতীয় ওভারে এসেছেন সাইফউদ্দিন। সাইফদ্দিনের আগের ওভারে রান আউট মিসের সঙ্গে ক্যাচ ফেলেছিলেন মোস্তাফিজ। এই ওভারে সাইফউদ্দিন দিলেন ৭ রান
১০টা ৩৫ মিনিট, ১৯ অক্টোবর
দুই ওভারে ৬ ওয়াইড
প্রথম দুই ওভারে ৬ ওয়াইড দিয়েছেন তাসকিন- মোস্তাফিজ। দ্বিতীয় ওভারেই মোস্তাফিজ দিয়েছেন ৫টি। তৃতীয় ওভারে এসে সাইফউদ্দিন অবশ্য ২ রান দিয়ে রানের চাকা কিছুটা শ্লথ করে দিলেন।
১০টা ২০ মিনিট, ১৯ অক্টোবর
শুরুতেই সাফল্য এনে দিলেন মোস্তাফিজ
ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই দলকে সাফল্য এনে দিলেন মোস্তাফিজ। সামান্য সুইং করা ভেতরে ঢোকা বলে এলবিডব্লু হয়ে ফিরে গেলেন আকিব ইলিয়াস। আম্পায়ারের এলবিডব্লুর সিদ্ধান্ত আকিব রিভিউ করেছিলেন সঙ্গে সঙ্গেই, তবে লাভ হয়নি। ব্যাটে লাগার আগে প্যাডে আঘাত করায় আউট হয়ে ফিরে যেতে হলো। ওভারের পঞ্চম বলে ফ্লিক করে মোস্তাফিজকে গ্যলারিতে আছড়ে ফেললেন প্রজাপতি। ২ ওভার শেষে ওমানের রান ১ উইকেটে ২৪।
১০টা ১ মিনিট, ১৯ অক্টোবর
ওমানকে ১৫৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
শেষ ওভারে বিলালের বলে বোল্ড হয়ে গেলেন মাহমুদউল্লাহ। ১০ বলে ১৭ করে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক। দারুণ বোলিং করছেন বিলাল। শেষ বলে ক্যাচ দিলেন মোস্তাফিজ। ১৫৩ রানে অলআউট হয়ে গেল বাংলাদশ।
৯টা ৫২ মিনিট, ১৯ অক্টোবর
ফিরে গেলেন মুশফিক-সাইফউদ্দিন
ব্যাটিং অর্ডারের ওঠানামা করে খুব একটা লাভ হলো না বাংলাদেশের। ৮ নম্বরে নামা মুশফিক ৬ রান করে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। এর আগে ওপরের দিকে নামা সোহান, আফিফরাও ব্যর্থ হয়েছেন। এবার উইকেটে এসে ফাইয়াজের ইনসুইংয়ে ধরা খেলেন সাইফউদ্দিনও। ক্যাচ দিয়েছেন লং অফে জাতিন্দরের হাতে।
৯টা ৩৯ মিনিট, ১৯ অক্টোবর
দুইবার জীবন পাওয়া নাঈম এবার আউট
দুইবার জীবন পাওয়া নাঈম আউট হলেন ৫০ বলে ৬৪ করে। কলিমুল্লাহর বলে আইয়ান খানের হাতে ক্যাচ দিলেন বাংলাদেশ ওপেনার। আট নম্বরে ব্যাটিংয়ে এলেন মুশফিক। ১৭ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১২৭।
৯টা ৩৭ মিনিট, ১৯ অক্টোবর
১ রানেই শেষ আফিফ
আজকে পারলেন না আফিফ হোসেন। কলিমুল্লাহকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন যতিন্দর সিংয়ের হাতে। ৫ বলে ১ রান করে ফিরে গেলেন আফিফ।
৯টা ২৫ মিনিট, ১৯ অক্টোবর
ক্যাচ দিলেন সোহান
দুইবার জীবন পাওয়া নাঈম বাউন্ডারি হাঁকিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় ফিফটি তুলে নিলেন। তবে পরের ওভারে ৪ বলে ৩ করে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সোহান। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১২।
৯টা ১৫ মিনিট, ১৯ অক্টোবর
রান আউটে কাটা পড়লেন সাকিব
আকিব ইলিয়াসের সরাসরি থ্রোতে রান আউট হয়ে গেলেন সাকিব.২৯ বলে ৪২ রান করে ফিরে গেলেন বাংলাদেশ ওপেনার। উইকেটে এসেছেন নূরুল হাসান সোহান।
৯টা ৯ মিনিট, ১৯ অক্টোবর
খোলস থেকে বের হলেন নাঈমও
খোলস থেকে বের হলেন নাঈমও। মোহাম্মদ নাদেমের শট বল পেছনের পায়ে ভর দিয়ে ডিপ মিড উইকেট দিয়ে বল গ্যালারিতে পাঠালেন। ওভারের প্রথম দুই বলে চার হাঁকিয়েছেন সাকিব। দারুণ একটি ওভার পার করল বাংলাদেশ। নাদেমের ১২তম ওভার থেকে এসেছে ১৭ রান। ১২ ওভার শেষে বাংলাদেশের রান ৮৮।
৯টা ৩ মিনিট, ১৯ অক্টোবর
এগিয়ে নিচ্ছেন সাকিব-নাঈম
উইকেটে থিতু হওয়া সাকিব রান বাড়ানোর চেষ্টা করছেন। আরেক প্রান্তে ৩৩ বলে নাঈমের সংগ্রহ ৩২। পরের ওভারে পেছনে সরে এসে আকিব ইলিয়াসকে তুলে মারলেন সাকিব। ১১ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৭১।
৮টা ৪৮ মিনিট, ১৯ অক্টোবর
আবারও জীবন পেলেন নাঈম
ক্যাচ মিস করে নাঈমকে ছয় উপহার দিলেন যতিন্দর সিং। ১৮ রানে জীবন পাওয়া নাঈম ইনিংস কতদূর নিত পারেন সেটিই দেখার বিষয়। নাঈমের সঙ্গে উইকেটে আছেন সাকিব আল হাসান। আবারও জীবন পেলেন নাঈম। মিড অনে এবার ক্যাচ ফেললেন প্রজাপতি। এই প্রজাপতি ক্যাচ ফেলেছিলেন লিটনেরও। ৮ ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ ৪৫ রান।
৮টা ৩৭ মিনিট, ১৯ অক্টোবর
পাওয়ার প্লেটা ভালো গেল না বাংলাদেশের
ফাইয়াজ বাট বোলিং করে নিজেই দুর্দান্ত এক ক্যাচ নিলেন মেহেদীর। ৪রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন তরুণ অলরাউন্ডার। ঘরের মাঠে জিসান মাকসুদদের শরীরী ভাষা দেখার মতো। দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও ছাড় দিচ্ছেন না এক চুলও। এদিকে ডাগ আউটে মাহমুদুউল্লাহর কপালে চিন্তার ভাঁজ। পাওয়ার প্লেতে ৪ বোলার ব্যবহার করলেন অধিনায়ক মাকসুদ। এই ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৯।
৮টা ২৬ মিনিট, ১৯ অক্টোবর
টানা চার, ছয়ে চাপ কমানোর চেষ্টা নাঈমের
ইনিংসের ২১তম বলে প্রথম বাউন্ডারি পেল বাংলাদেশ । কলিমুল্লাহর পরের বলে আবারও তুলে মেরেছেন নাঈম। এবার মিড উইকেট দিয়ে উড়ে গিয়ে বল গ্যালারিতে। এক ছয় এক চারে চতুর্থ ওভারে এসেছে ১০ রান।
৮টা ২২ মিনিট, ১৯ অক্টোবর
জীবন পেয়ে পরের বলেই আউট লিটন
বিলালের আগের বলেই ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন লিটন। তবে তালুবন্দী করতে পারেননি কাশিয়াব প্রজাপতি। ৭ বলে ৬ রান করে পরের বলেই এলবিডব্লু হয়ে ফিরে গেলেন বাংলাদেশ ওপেনার। ৩ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১১।
৮টা ১৩ মিনিট, ১৯ অক্টোবর
রিভিউ নিয়ে বেঁচে গেলেন লিটন
কলিমুল্লার করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে লিটন দাসের ব্যাটের কানা ঘেঁসে বল উইকেটরক্ষকের হাতে বল গেলে জোরালো আবেদন করেন ওমানের ফিল্ডাররা। আম্পায়ারও আউটের সংকেত দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান লিটন। কলিমুল্লাহর ওভার থেকে এসেছেচ ৪ রান। প্রথম দুই ওভারে বাংলাদশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।
৮টা ৬ মিনিট, ১৯ অক্টোবর
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে ওমান
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে ওমান। প্রথম ওভারে দারুণ বোলিং করলেন বিলাল খান। দিয়েছেন ৩ রান।
৭টা ৪৫ মিনিট, ১৯ অক্টোবর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওমানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ নাঈম।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
১১টা ৫৮ মিনিট, ১৯ অক্টোবর
বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশ
জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শেষ উইকেটে খেলছে ওমান। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের। শেষ ওভারে বোলিংয়ে এসেছেন মোস্তাফিজ। শেষ ওভারে দরকার ৩৮ রান। মোস্তাফিজের দ্বিতীয় বলে চার মারলেও পরের দুটি বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না নাদেম।শেষ বলের আগের বলে ছয় হাঁকিয়ে ব্যবধান কমালেন নাদেম। মোস্তাফিজের শেষ ওভারে ওমান তুলতে পেরেছে ১২ রান। বাংলাদেশ ম্যাচ জিতল ২৬ রানে। এই জয়ে সুপার টুয়েলভসের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
১১টা ৪৯ মিনিট, ১৯ অক্টোবর
এবার মোস্তাফিজের জোড়া আঘাত
মোস্তাফিজের বলে পাখির মতো ক্যাচ নিলেন সোহান। ৫ বলে ৫ রান করে ফিরে গেলেন কলিমুল্লাহ। এক বল পরেই ক্যাচ দিলেন ফাইয়াজ। ম্যাচ থেকে ছিটকে গেল ওমান। শেষ উইকেটে ১২ বলে ৪৮ রান দরকার ওমানের।
১১টা ৪২ মিনিট, ১৯ অক্টোবর
সাকিবের জোড়া আঘাত
আইয়ানকে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানালেন সাকিব। পরের বলে আবারও উইকেট। লং অফে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে ক্যাচ নিলেন মাহমুদউল্লাহ। হ্যাটট্রিক বলে এক রান নিলেন নাদেম। ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। শেষ তিন ওভারে ওমানের দরকার ৪৭ রান।
১১টা ৩৬ মিনিট, ১৯ অক্টোবর
সন্দীপ গৌড়কে ফেরালেন সাইফউদ্দিন
গুরুত্বপূর্ণ সময়ে দলকে সাফল্য এনে দিলেন সাইফদ্দিন। অফ স্টাম্পের সামান্য বাইরের বল কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করলেন গৌড়। ক্যাচ নিয়েছেন মুশফিক। শেষ চার ওভারে ওমানের দরকার ৫০ রান। হাতে আছে ৫ উইকেট।
১১টা ২৫ মিনিট, ১৯ অক্টোবর
যতিন্দর আউট
গলার কাঁটা হয়ে থাকা যতিন্দরকে ফেরালেন সাকিব। যতিন্দরকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন সাকিব। ৩৩ বলে ৪০ করে ফিরে গেলেন যতিন্দর। পরের ওভারে এসেছেন মেহেদী। নিজের শেষ ওভারেও ভালো বোলিং করলেন মেহেদী, দিলেন ৬ রান। ৪ ওভারে ১ উইকেট দিয়ে নিয়েছেন ১৪ রান। ম্যাচ জিততে শেষ ৩৬ বোলে ৫৮ রান দরকার ওমানের।
১১টা ১২ মিনিট, ১৯ অক্টোবর
মেহেদী ফেরালেন মাকসুদকে
মেহেদীর বলে ডিপ স্কয়ার লেগে দুর্দান্ত এক ক্যাচ নিলেন মোস্তাফিজ। মাকসুদ ফিরে গেলেন ১৬ বলে ১২ করে। দারুণ বোলিং করছেন মেহেদী। এখন পর্যন্ত বাংলাদেশ দলের সবচেয়ে সফল বোলার তিনি। ৩ ওভারে ৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ১২ ওভার শেষে ওমানের রান ৩ উইকেটে ৮২।৩০ বলে ৩৮ রান করা যতিন্দর এখনো উইকেটে আছেন।
১১টা ৮ মিনিট, ১৯ অক্টোবর
১১ ওভারে ৮০
ওমান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫৭ রান তাড়া করে জিতেছে। আজ তাদের সামনে লক্ষ্যমাত্রা ১৫৪। লক্ষ্য তাড়ায় এখন পর্যন্ত ইতিবাচক ক্রিকেট খেলছে মাকসুদের দল। ১১তম ওভারে তাসকিন দিলেন ১০ রান। দুর্দান্ত টাইমিংয়ে তাসকিনকে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়েছেন মাকসুদ। ১১ ওভার শেষে ওমানের রান ২ উইকেটে ৮০।
১১টা ৩ মিনিট, ১৯ অক্টোবর
১০ ওভার শেষে এগিয়ে ওমান
জিসান মাকসুদ কিছুটা সময় নিচ্ছেন। ওমানের সেরা দুই ব্যাটার এই মুহূর্তে উইকেটে আছেন। ম্যাচ জিততে হলে দ্রুত ব্রেক থ্রু এনে দিতে হবে কাউকে। এই জুটি দাঁড়িয়ে গেলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। ১০ ওভার শেষে ওমানের রান ২ উইকেটে ৭০।
১০টা ৫৩ মিনিট, ১৯ অক্টোবর
চালিয়ে খেলছেন যতিন্দর
ভয়ংকর হয়ে উঠেছেন যতিন্দর। সপ্তম ওভারে সাকিবকে পরপর ৪ ,৬ হাঁকালেন। পরের ওভারে মেহেদী দিলেন ২ রান। ৮ ওভার শেষে ওমানের রান দুই উইকেটে ৫৯।
১০টা ৪৪ মিনিট, ১৯ অক্টোবর
কি করলেন মাহমুদউল্লাহ!
সহজ সুযোগ হাতছাড়া। মোস্তাফিজকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন যতিন্দর। তালুবন্দী করতে পারলেন না মাহমুদউল্লাহ। ওভারের চতুর্থ বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন প্রজাপতি। চাপে পড়া বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন মোস্তাফিজ। পাওয়ার প্লেতে ওমানের রান ২ উইকেটে ৪৭। প্রথম ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৯।
১০টা ৪০ মিনিট, ১৯ অক্টোবর
৫ ওভারে ৪০
চতুর্থ ওভারে সাকিব দিলেন ৭ রান। নিজের দ্বিতীয় ওভারে এসেছেন সাইফউদ্দিন। সাইফদ্দিনের আগের ওভারে রান আউট মিসের সঙ্গে ক্যাচ ফেলেছিলেন মোস্তাফিজ। এই ওভারে সাইফউদ্দিন দিলেন ৭ রান
১০টা ৩৫ মিনিট, ১৯ অক্টোবর
দুই ওভারে ৬ ওয়াইড
প্রথম দুই ওভারে ৬ ওয়াইড দিয়েছেন তাসকিন- মোস্তাফিজ। দ্বিতীয় ওভারেই মোস্তাফিজ দিয়েছেন ৫টি। তৃতীয় ওভারে এসে সাইফউদ্দিন অবশ্য ২ রান দিয়ে রানের চাকা কিছুটা শ্লথ করে দিলেন।
১০টা ২০ মিনিট, ১৯ অক্টোবর
শুরুতেই সাফল্য এনে দিলেন মোস্তাফিজ
ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই দলকে সাফল্য এনে দিলেন মোস্তাফিজ। সামান্য সুইং করা ভেতরে ঢোকা বলে এলবিডব্লু হয়ে ফিরে গেলেন আকিব ইলিয়াস। আম্পায়ারের এলবিডব্লুর সিদ্ধান্ত আকিব রিভিউ করেছিলেন সঙ্গে সঙ্গেই, তবে লাভ হয়নি। ব্যাটে লাগার আগে প্যাডে আঘাত করায় আউট হয়ে ফিরে যেতে হলো। ওভারের পঞ্চম বলে ফ্লিক করে মোস্তাফিজকে গ্যলারিতে আছড়ে ফেললেন প্রজাপতি। ২ ওভার শেষে ওমানের রান ১ উইকেটে ২৪।
১০টা ১ মিনিট, ১৯ অক্টোবর
ওমানকে ১৫৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
শেষ ওভারে বিলালের বলে বোল্ড হয়ে গেলেন মাহমুদউল্লাহ। ১০ বলে ১৭ করে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক। দারুণ বোলিং করছেন বিলাল। শেষ বলে ক্যাচ দিলেন মোস্তাফিজ। ১৫৩ রানে অলআউট হয়ে গেল বাংলাদশ।
৯টা ৫২ মিনিট, ১৯ অক্টোবর
ফিরে গেলেন মুশফিক-সাইফউদ্দিন
ব্যাটিং অর্ডারের ওঠানামা করে খুব একটা লাভ হলো না বাংলাদেশের। ৮ নম্বরে নামা মুশফিক ৬ রান করে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। এর আগে ওপরের দিকে নামা সোহান, আফিফরাও ব্যর্থ হয়েছেন। এবার উইকেটে এসে ফাইয়াজের ইনসুইংয়ে ধরা খেলেন সাইফউদ্দিনও। ক্যাচ দিয়েছেন লং অফে জাতিন্দরের হাতে।
৯টা ৩৯ মিনিট, ১৯ অক্টোবর
দুইবার জীবন পাওয়া নাঈম এবার আউট
দুইবার জীবন পাওয়া নাঈম আউট হলেন ৫০ বলে ৬৪ করে। কলিমুল্লাহর বলে আইয়ান খানের হাতে ক্যাচ দিলেন বাংলাদেশ ওপেনার। আট নম্বরে ব্যাটিংয়ে এলেন মুশফিক। ১৭ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১২৭।
৯টা ৩৭ মিনিট, ১৯ অক্টোবর
১ রানেই শেষ আফিফ
আজকে পারলেন না আফিফ হোসেন। কলিমুল্লাহকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন যতিন্দর সিংয়ের হাতে। ৫ বলে ১ রান করে ফিরে গেলেন আফিফ।
৯টা ২৫ মিনিট, ১৯ অক্টোবর
ক্যাচ দিলেন সোহান
দুইবার জীবন পাওয়া নাঈম বাউন্ডারি হাঁকিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় ফিফটি তুলে নিলেন। তবে পরের ওভারে ৪ বলে ৩ করে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সোহান। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১২।
৯টা ১৫ মিনিট, ১৯ অক্টোবর
রান আউটে কাটা পড়লেন সাকিব
আকিব ইলিয়াসের সরাসরি থ্রোতে রান আউট হয়ে গেলেন সাকিব.২৯ বলে ৪২ রান করে ফিরে গেলেন বাংলাদেশ ওপেনার। উইকেটে এসেছেন নূরুল হাসান সোহান।
৯টা ৯ মিনিট, ১৯ অক্টোবর
খোলস থেকে বের হলেন নাঈমও
খোলস থেকে বের হলেন নাঈমও। মোহাম্মদ নাদেমের শট বল পেছনের পায়ে ভর দিয়ে ডিপ মিড উইকেট দিয়ে বল গ্যালারিতে পাঠালেন। ওভারের প্রথম দুই বলে চার হাঁকিয়েছেন সাকিব। দারুণ একটি ওভার পার করল বাংলাদেশ। নাদেমের ১২তম ওভার থেকে এসেছে ১৭ রান। ১২ ওভার শেষে বাংলাদেশের রান ৮৮।
৯টা ৩ মিনিট, ১৯ অক্টোবর
এগিয়ে নিচ্ছেন সাকিব-নাঈম
উইকেটে থিতু হওয়া সাকিব রান বাড়ানোর চেষ্টা করছেন। আরেক প্রান্তে ৩৩ বলে নাঈমের সংগ্রহ ৩২। পরের ওভারে পেছনে সরে এসে আকিব ইলিয়াসকে তুলে মারলেন সাকিব। ১১ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৭১।
৮টা ৪৮ মিনিট, ১৯ অক্টোবর
আবারও জীবন পেলেন নাঈম
ক্যাচ মিস করে নাঈমকে ছয় উপহার দিলেন যতিন্দর সিং। ১৮ রানে জীবন পাওয়া নাঈম ইনিংস কতদূর নিত পারেন সেটিই দেখার বিষয়। নাঈমের সঙ্গে উইকেটে আছেন সাকিব আল হাসান। আবারও জীবন পেলেন নাঈম। মিড অনে এবার ক্যাচ ফেললেন প্রজাপতি। এই প্রজাপতি ক্যাচ ফেলেছিলেন লিটনেরও। ৮ ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ ৪৫ রান।
৮টা ৩৭ মিনিট, ১৯ অক্টোবর
পাওয়ার প্লেটা ভালো গেল না বাংলাদেশের
ফাইয়াজ বাট বোলিং করে নিজেই দুর্দান্ত এক ক্যাচ নিলেন মেহেদীর। ৪রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন তরুণ অলরাউন্ডার। ঘরের মাঠে জিসান মাকসুদদের শরীরী ভাষা দেখার মতো। দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও ছাড় দিচ্ছেন না এক চুলও। এদিকে ডাগ আউটে মাহমুদুউল্লাহর কপালে চিন্তার ভাঁজ। পাওয়ার প্লেতে ৪ বোলার ব্যবহার করলেন অধিনায়ক মাকসুদ। এই ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৯।
৮টা ২৬ মিনিট, ১৯ অক্টোবর
টানা চার, ছয়ে চাপ কমানোর চেষ্টা নাঈমের
ইনিংসের ২১তম বলে প্রথম বাউন্ডারি পেল বাংলাদেশ । কলিমুল্লাহর পরের বলে আবারও তুলে মেরেছেন নাঈম। এবার মিড উইকেট দিয়ে উড়ে গিয়ে বল গ্যালারিতে। এক ছয় এক চারে চতুর্থ ওভারে এসেছে ১০ রান।
৮টা ২২ মিনিট, ১৯ অক্টোবর
জীবন পেয়ে পরের বলেই আউট লিটন
বিলালের আগের বলেই ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন লিটন। তবে তালুবন্দী করতে পারেননি কাশিয়াব প্রজাপতি। ৭ বলে ৬ রান করে পরের বলেই এলবিডব্লু হয়ে ফিরে গেলেন বাংলাদেশ ওপেনার। ৩ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১১।
৮টা ১৩ মিনিট, ১৯ অক্টোবর
রিভিউ নিয়ে বেঁচে গেলেন লিটন
কলিমুল্লার করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে লিটন দাসের ব্যাটের কানা ঘেঁসে বল উইকেটরক্ষকের হাতে বল গেলে জোরালো আবেদন করেন ওমানের ফিল্ডাররা। আম্পায়ারও আউটের সংকেত দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান লিটন। কলিমুল্লাহর ওভার থেকে এসেছেচ ৪ রান। প্রথম দুই ওভারে বাংলাদশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।
৮টা ৬ মিনিট, ১৯ অক্টোবর
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে ওমান
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে ওমান। প্রথম ওভারে দারুণ বোলিং করলেন বিলাল খান। দিয়েছেন ৩ রান।
৭টা ৪৫ মিনিট, ১৯ অক্টোবর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওমানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ নাঈম।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে