নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমনিতে চাপে থাকেন বোলাররা। বিশেষ করে ডেথ ওভারে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যেমন ইবাদত হোসেন ইনিংসের শেষ দিকে বোলিংয়ের ছন্দ ধরে রাখতে পারেননি। অথচ শুরুতে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তিনিই। চাপের মুহূর্তে বোলারদের মানসিকভাবে ভেঙে পড়ার কথা মানছেন তরুণ পেসার হাসান মাহমুদও।
শুরুতে এশিয়া কাপের দলে থাকলেও গোড়ালির চোটে ছিটকে যান হাসান। এখন পুনর্বাসন প্রক্রিয়া শেষে অপেক্ষায় আছেন ফেরার। ডাক পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। চোটে পড়লেও বিশ্বকাপ দলে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন এই তরুণ পেসার। আজ মিরপুরে সংবাদমাধ্যমে এই কথা জানিয়েছেন হাসান নিজেই।
আত্মবিশ্বাসটা পেয়েছিলেন এশিয়া কাপের আগে জিম্বাবুয়ে সফর থেকে। লম্বা সময় পর জিম্বাবুয়ে সফর দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন। হাসান বলেন, ‘অবশ্যই সর্বশেষ জিম্বাবুয়েতে যে সিরিজটা খেলেছিলাম, আলহামদুলিল্লাহ ওটা থেকে খুবই আত্মবিশ্বাসী ছিলাম আমি। যেহেতু এখন বিশ্বকাপ দলে আছি, নিজের সেরাটাই দিতে চাই।’
চাপের মুহূর্তে বোলারদের ভেঙে পড়া নিয়ে হাসান বলেন, ‘যখন চাপের সময় আসে তখন হয়তো বা আমরা বেশি পেনিকড (আতঙ্কিত) হয়ে যাই। আমাদের যে আসলে দক্ষ, ওটা হয়তো ভুলে যাই। তো ওই জিনিসটা আসলে আমাদের নিয়মিত চালিয়ে নিতে হবে। যেকোনো পরিস্থিতিতে আমাদের ওই জিনিসটা কাজে লাগাতে হবে। এটা আমাদের শিখতে হবে।’
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমনিতে চাপে থাকেন বোলাররা। বিশেষ করে ডেথ ওভারে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যেমন ইবাদত হোসেন ইনিংসের শেষ দিকে বোলিংয়ের ছন্দ ধরে রাখতে পারেননি। অথচ শুরুতে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তিনিই। চাপের মুহূর্তে বোলারদের মানসিকভাবে ভেঙে পড়ার কথা মানছেন তরুণ পেসার হাসান মাহমুদও।
শুরুতে এশিয়া কাপের দলে থাকলেও গোড়ালির চোটে ছিটকে যান হাসান। এখন পুনর্বাসন প্রক্রিয়া শেষে অপেক্ষায় আছেন ফেরার। ডাক পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। চোটে পড়লেও বিশ্বকাপ দলে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন এই তরুণ পেসার। আজ মিরপুরে সংবাদমাধ্যমে এই কথা জানিয়েছেন হাসান নিজেই।
আত্মবিশ্বাসটা পেয়েছিলেন এশিয়া কাপের আগে জিম্বাবুয়ে সফর থেকে। লম্বা সময় পর জিম্বাবুয়ে সফর দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন। হাসান বলেন, ‘অবশ্যই সর্বশেষ জিম্বাবুয়েতে যে সিরিজটা খেলেছিলাম, আলহামদুলিল্লাহ ওটা থেকে খুবই আত্মবিশ্বাসী ছিলাম আমি। যেহেতু এখন বিশ্বকাপ দলে আছি, নিজের সেরাটাই দিতে চাই।’
চাপের মুহূর্তে বোলারদের ভেঙে পড়া নিয়ে হাসান বলেন, ‘যখন চাপের সময় আসে তখন হয়তো বা আমরা বেশি পেনিকড (আতঙ্কিত) হয়ে যাই। আমাদের যে আসলে দক্ষ, ওটা হয়তো ভুলে যাই। তো ওই জিনিসটা আসলে আমাদের নিয়মিত চালিয়ে নিতে হবে। যেকোনো পরিস্থিতিতে আমাদের ওই জিনিসটা কাজে লাগাতে হবে। এটা আমাদের শিখতে হবে।’
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৮ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৮ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৮ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৯ ঘণ্টা আগে