বিশ্বকাপের টিকিট বিক্রি হয়েছে ৬ লাখের বেশি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ১৪: ২৮
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৫: ৫১

রোববার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জনপ্রিয় এই সংস্করণের এবারের টুর্নামেন্ট হচ্ছে অস্ট্রেলিয়ায়। টুর্নামেন্টটি ঘিরে দর্শকদের মধ্যে শুরু হয়েছে মাতামাতি। বিশ্বকাপের খেলা দেখার জন্য এরই মধ্যে ৬ লাখের বেশি টিকিট কিনেছেন দর্শক। এত বিপুল পরিমাণ টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

দর্শকদের টিকিট কেনার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের। টিকিট বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যায়। ৯০ হাজার ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এই হাইভোল্টেজ ম্যাচের পরেই বেশি টিকিট বিক্রি হয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের। আর বাংলাদেশ ম্যাচের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটির। শুধু স্বল্পসংখ্যক টিকিট বিক্রি অবশিষ্ট রয়েছে উদ্বোধনী ম্যাচের। বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নামিবিয়া।

দর্শকদের খেলা দেখার এমন আগ্রহ দেখে দারুণ খুশি টুর্নামেন্টের আয়োজকেরা। এ ব্যাপারে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট বলেছেন, ‘এই রোববার গিলংয়ে উদ্বোধনী ম্যাচ ও এক সপ্তাহের মধ্যে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখতে পারাটা হবে দারুণ। দর্শকদের এমন আগ্রহে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি দর্শকের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখাটা দারুণ হতে যাচ্ছে।’

টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু হবে ১৬ অক্টোবর।  প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে সুযোগ পাবে চারটি দল।  সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২২ অক্টোবর। ১৩ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত