ক্রীড়া ডেস্ক
স্তব্ধ! অবিশ্বাস্য!
গত এক ঘণ্টায় এই শব্দগুলোই কানে বেজে যাচ্ছে। শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে অবিশ্বাসের ছায়া নেমেছে ক্রিকেট বিশ্বে। খেলোয়াড়ি জীবনের সতীর্থ থেকে প্রতিপক্ষ দলে থাকা কেউই বিশ্বাস করতে পারছেন না। না পারারই কথা। ১২ ঘণ্টা আগে স্বদেশি আরেক কিংবদন্তি রডনি মার্শের মৃত্যুতে মন ব্যথার কথা জানিয়েছিলেন। ১২ ঘণ্টা পর নিজেই ছবি হয়ে গেলেন।
ওয়ার্নের মৃত্যুতে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘হতভম্ব, স্তব্ধ এবং দুঃখজনক তোমাকে মিস করব ওয়ার্নি। মাঠের বাইরে তোমার সঙ্গে কখনো সময়টা বাজে কাটেনি। তোমার সঙ্গে মাঠের দ্বৈরথ এবং মাঠের বাইরের আড্ডা সব সময়ের অর্জন। তোমার হৃদয়ে ভারত সব সময় একটা আলাদা জায়গা নিয়ে ছিল। অনেক তরুণ!’
কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আমার বন্ধু ওয়ার্নের মৃত্যুর খবরে আমি স্তব্ধ এবং দুঃখিত। আমার সঙ্গে তাঁর সব সময় যোগাযোগ ছিল এবং প্রয়োজনে পাশে দাঁড়াত। আইকনিক বোলারের পাশাপাশি সে ছিল দুর্দান্ত বিনোদন দাতা। তাঁর পরিবার ও বন্ধুদের জন্য আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও বন্ধু।’
কিংবদন্তি ক্রিকেটর ভিভ রিচার্ডস লিখেছেন, ‘অবিশ্বাস্য, আমি স্তব্ধ হয়ে আছি। এটা সত্যি হতে পারে না। শান্তিতে ঘুমাও ওয়ার্ন। আমি কেমন অনুভব করছি, তা বলার ভাষা নেই। ক্রিকেটের জন্য বিশাল ক্ষতি।’
ব্রায়ান লারা লিখেছেন, ‘এই মুহূর্তে স্তব্ধ হয়ে আছি। এই পরিস্থিতিকে কীভাবে বোঝাব আমি জানি না। আমার বন্ধু বিদায় নিয়েছে। আমরা সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা।’
আরও পড়ুন:
স্তব্ধ! অবিশ্বাস্য!
গত এক ঘণ্টায় এই শব্দগুলোই কানে বেজে যাচ্ছে। শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে অবিশ্বাসের ছায়া নেমেছে ক্রিকেট বিশ্বে। খেলোয়াড়ি জীবনের সতীর্থ থেকে প্রতিপক্ষ দলে থাকা কেউই বিশ্বাস করতে পারছেন না। না পারারই কথা। ১২ ঘণ্টা আগে স্বদেশি আরেক কিংবদন্তি রডনি মার্শের মৃত্যুতে মন ব্যথার কথা জানিয়েছিলেন। ১২ ঘণ্টা পর নিজেই ছবি হয়ে গেলেন।
ওয়ার্নের মৃত্যুতে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘হতভম্ব, স্তব্ধ এবং দুঃখজনক তোমাকে মিস করব ওয়ার্নি। মাঠের বাইরে তোমার সঙ্গে কখনো সময়টা বাজে কাটেনি। তোমার সঙ্গে মাঠের দ্বৈরথ এবং মাঠের বাইরের আড্ডা সব সময়ের অর্জন। তোমার হৃদয়ে ভারত সব সময় একটা আলাদা জায়গা নিয়ে ছিল। অনেক তরুণ!’
কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আমার বন্ধু ওয়ার্নের মৃত্যুর খবরে আমি স্তব্ধ এবং দুঃখিত। আমার সঙ্গে তাঁর সব সময় যোগাযোগ ছিল এবং প্রয়োজনে পাশে দাঁড়াত। আইকনিক বোলারের পাশাপাশি সে ছিল দুর্দান্ত বিনোদন দাতা। তাঁর পরিবার ও বন্ধুদের জন্য আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও বন্ধু।’
কিংবদন্তি ক্রিকেটর ভিভ রিচার্ডস লিখেছেন, ‘অবিশ্বাস্য, আমি স্তব্ধ হয়ে আছি। এটা সত্যি হতে পারে না। শান্তিতে ঘুমাও ওয়ার্ন। আমি কেমন অনুভব করছি, তা বলার ভাষা নেই। ক্রিকেটের জন্য বিশাল ক্ষতি।’
ব্রায়ান লারা লিখেছেন, ‘এই মুহূর্তে স্তব্ধ হয়ে আছি। এই পরিস্থিতিকে কীভাবে বোঝাব আমি জানি না। আমার বন্ধু বিদায় নিয়েছে। আমরা সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা।’
আরও পড়ুন:
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে