ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের পাকিস্তান সফর স্থগিত নিয়ে আলোচনা চলছেই। বিশেষ করে ম্যাচ শুরুর আগে হঠাৎ নিউজিল্যান্ড দলের বেঁকে বসা নিয়ে বিতর্ক হচ্ছে! শুরু থেকে এ ঘটনায় পাকিস্তানের সন্দেহের তির ছিল ভারতের দিকে। এবার সেখানে সুর মিলিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
ফাওয়াদ চৌধুরীর দাবি, ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে নিউজিল্যান্ড দলের খেলোয়াড়দের। তাঁর ভাষ্যমতে, ‘ভারত থেকে একটি ডিভাইস ভিপিএনের (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) মাধ্যমে সিঙ্গাপুরের লোকেশন দেখিয়ে মেইলটি পাঠানো হয়েছিল।’
পাকিস্তানে পৌঁছানোর আগেই গত ১১ সেপ্টেম্বর সেই মেইল পেয়েছিল নিউজিল্যান্ড দল। কিউই ওপেনার মার্টিন গাপটিলের স্ত্রীর কাছে হত্যার হুমকি দেওয়া একটি মেইলও পাঠানো হয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গেছে, গাপটিলের স্ত্রীকে হুমকি দেওয়া মেইলটিও ভারতের নিবন্ধিত।
ফাহাদ চৌধুরীর আরও জানিয়েছেন, ভারতের এক অজ্ঞাত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। বুধবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘বিষয়টিকে আরও গভীরভাবে তদন্তের জন্য ইন্টারপোলের সাহায্য প্রার্থনা করছি আমরা।’
নিরাপত্তা হুমকিতে নিউজিল্যান্ডের পর পাকিস্তানে সফর স্থগিত করেছে ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দল। একই কারণে আগামী বছর পাকিস্তানে নিজেদের সফর স্থগিত করতে পারে অস্ট্রেলিয়াও। সব মিলিয়ে নিজেদের দেশে ভালোভাবে ক্রিকেট ফেরানোর পথে বড় ধাক্কাই খেয়েছে পাকিস্তান।
নিউজিল্যান্ডের পাকিস্তান সফর স্থগিত নিয়ে আলোচনা চলছেই। বিশেষ করে ম্যাচ শুরুর আগে হঠাৎ নিউজিল্যান্ড দলের বেঁকে বসা নিয়ে বিতর্ক হচ্ছে! শুরু থেকে এ ঘটনায় পাকিস্তানের সন্দেহের তির ছিল ভারতের দিকে। এবার সেখানে সুর মিলিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
ফাওয়াদ চৌধুরীর দাবি, ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে নিউজিল্যান্ড দলের খেলোয়াড়দের। তাঁর ভাষ্যমতে, ‘ভারত থেকে একটি ডিভাইস ভিপিএনের (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) মাধ্যমে সিঙ্গাপুরের লোকেশন দেখিয়ে মেইলটি পাঠানো হয়েছিল।’
পাকিস্তানে পৌঁছানোর আগেই গত ১১ সেপ্টেম্বর সেই মেইল পেয়েছিল নিউজিল্যান্ড দল। কিউই ওপেনার মার্টিন গাপটিলের স্ত্রীর কাছে হত্যার হুমকি দেওয়া একটি মেইলও পাঠানো হয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গেছে, গাপটিলের স্ত্রীকে হুমকি দেওয়া মেইলটিও ভারতের নিবন্ধিত।
ফাহাদ চৌধুরীর আরও জানিয়েছেন, ভারতের এক অজ্ঞাত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। বুধবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘বিষয়টিকে আরও গভীরভাবে তদন্তের জন্য ইন্টারপোলের সাহায্য প্রার্থনা করছি আমরা।’
নিরাপত্তা হুমকিতে নিউজিল্যান্ডের পর পাকিস্তানে সফর স্থগিত করেছে ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দল। একই কারণে আগামী বছর পাকিস্তানে নিজেদের সফর স্থগিত করতে পারে অস্ট্রেলিয়াও। সব মিলিয়ে নিজেদের দেশে ভালোভাবে ক্রিকেট ফেরানোর পথে বড় ধাক্কাই খেয়েছে পাকিস্তান।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৫ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৬ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৬ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৭ ঘণ্টা আগে