ক্রীড়া ডেস্ক
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মৃতির মানসপটে উঁকি দিলে প্রথম কোন জিনিসটা মনে পড়ে? ফাইনালে যোগিন্দর শর্মার বলে মিসবাহ-উল-হকের ওই স্কুপ তালিকার প্রথম দিকেই থাকার কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালে মিসবাহর ওই উচ্চাভিলাষী স্কুপ খেলতে গিয়ে আউটই যে সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভেসেছিল ভারত।
একটু এদিন-সেদিক হলে সেদিন শিরোপা জেতার উৎসব করতে পারত পাকিস্তান। তবে সেটা হয়নি মিসবাহর মুহূর্তের উত্তেজনায়। দেড় যুগের বেশি সময় পরও তাই সেই আউট পোড়ায় সাবেক পাকিস্তান অধিনায়ককে। স্কুপ শট দিয়েই সেই বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছিলেন মিসবাহ। শক্তির জায়গাটাই কি না ফাইনালে ‘বেইমানি করে তাঁর সঙ্গে’।
স্মৃতির ডালা খুলে দিয়ে ওই শট নিয়ে মিসবাহ জানালেন, ‘আপনি বলতে পারেন, আমি অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। সেই শটেই গোলমাল বাঁধালাম, যেটা আমাকে সব সময় আত্মবিশ্বাস জোগাত।’
শেষ ওভারে শর্মার তৃতীয় বলে স্কুপ খেলতে গিয়ে ফাইন লেগে যুবরাজ সিংয়ের তালুবন্দী হয়েছিলেন মিসবাহ। তখনো ওভারের বাকি আরও তিন বল। পাকিস্তানের দরকার ছিল ৫ রান। ৩৮ বলে ৪৩ রান করে সেই মুহূর্তে দারুণ ছন্দে ছিলেন মিসবাহ। শটটা নিয়ে মিসবাহ আরও বলেন, ‘সেই সময় ওই শটে আমি প্রচুর রান করেছি। ফাইন লেগ ফিল্ডার থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই শট খেলে রান করেছি। স্পিনারের বিপক্ষে ফাইন লেগ দিয়ে ওই শটে রান করতে আমি অভ্যস্ত ছিলাম।’
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মৃতির মানসপটে উঁকি দিলে প্রথম কোন জিনিসটা মনে পড়ে? ফাইনালে যোগিন্দর শর্মার বলে মিসবাহ-উল-হকের ওই স্কুপ তালিকার প্রথম দিকেই থাকার কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালে মিসবাহর ওই উচ্চাভিলাষী স্কুপ খেলতে গিয়ে আউটই যে সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভেসেছিল ভারত।
একটু এদিন-সেদিক হলে সেদিন শিরোপা জেতার উৎসব করতে পারত পাকিস্তান। তবে সেটা হয়নি মিসবাহর মুহূর্তের উত্তেজনায়। দেড় যুগের বেশি সময় পরও তাই সেই আউট পোড়ায় সাবেক পাকিস্তান অধিনায়ককে। স্কুপ শট দিয়েই সেই বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছিলেন মিসবাহ। শক্তির জায়গাটাই কি না ফাইনালে ‘বেইমানি করে তাঁর সঙ্গে’।
স্মৃতির ডালা খুলে দিয়ে ওই শট নিয়ে মিসবাহ জানালেন, ‘আপনি বলতে পারেন, আমি অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। সেই শটেই গোলমাল বাঁধালাম, যেটা আমাকে সব সময় আত্মবিশ্বাস জোগাত।’
শেষ ওভারে শর্মার তৃতীয় বলে স্কুপ খেলতে গিয়ে ফাইন লেগে যুবরাজ সিংয়ের তালুবন্দী হয়েছিলেন মিসবাহ। তখনো ওভারের বাকি আরও তিন বল। পাকিস্তানের দরকার ছিল ৫ রান। ৩৮ বলে ৪৩ রান করে সেই মুহূর্তে দারুণ ছন্দে ছিলেন মিসবাহ। শটটা নিয়ে মিসবাহ আরও বলেন, ‘সেই সময় ওই শটে আমি প্রচুর রান করেছি। ফাইন লেগ ফিল্ডার থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই শট খেলে রান করেছি। স্পিনারের বিপক্ষে ফাইন লেগ দিয়ে ওই শটে রান করতে আমি অভ্যস্ত ছিলাম।’
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
১ ঘণ্টা আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
২ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
৩ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
৩ ঘণ্টা আগে