ক্রীড়া ডেস্ক
‘আইপিএল মানেই চেন্নাইকে সেমিফাইনালে (প্লে-অফে) রেখে বাকিদের অংশগ্রহণ’—চেন্নাই সুপার কিংস সমর্থকেরা বুক ফুলিয়ে এ কথা বলে থাকেন।
বলবেন না-ই বা কেন? এখন পর্যন্ত ১২ বার অর্থের ঝনঝনানির আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়ে ১১ বারই যে শেষ চারে নাম লিখিয়েছে চেন্নাই! যার শেষটা আজ রাতে।
পয়েন্ট তালিকার তলানির দল সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে প্লে-অফ পর্বে নাম লিখিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ১১ ম্যাচে ধোনিদের পয়েন্ট ১৮। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে পড়া হায়দরাবাদের পয়েন্ট মাত্র ৪।
শারজায় আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করেছিল কেন উইলিয়ামসন-রশিদ খানদের হায়দরাবাদ। কিপটে বোলিংয়ে তাঁদের শুরু থেকেই চেপে ধরেছিলেন চেন্নাইয়ের বোলাররা।
পাওয়ার প্লেতে একটিমাত্র উইকেট হারালেও হায়দরাবাদের রানের গতি ছিল শ্লথ। সেই রেশ জারি ছিল ইনিংসজুড়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা। ২৪ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার জস হ্যাজলউড। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে অস্ট্রেলিয়ান পেসারের হাতে।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইকে উড়ন্ত সূচনা এনে দেন ফাফ ডু প্লেসি ও রুতুরাজ গায়কোয়াড়। তাঁদের ৭৫ রানে জুটিতেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় হায়দরাবাদ। শেষ দিকে অবশ্য দ্রুত তিন উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন জেসন হোল্ডার ও রশিদ খান। সেটি আর হতে দেয়নি ধোনি-আম্বাতি রাউদু জুটি।
শেষ ওভারের চতুর্থ বলটা ধোনির স্লটেই ফেলেছিলেন সিদ্ধার্থ কল। সেটিকে স্টেডিয়ামের বাইরে আছড়ে ফেলতে একটুও ভুল করেননি তিনি। ‘ক্যাপ্টেন কুল’ চেন্নাইকে প্লে-অফে তুলেছেন ট্রেডমার্ক শটেই।
২০১১ বিশ্বকাপ ফাইনাল মনে করিয়ে দেওয়া বিশাল ছক্কায় ম্যাচের যবনিকা টানতেই জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের টুইট, ‘ধোনি আর ছক্কায় খেলার সমাপ্তি—গল্পটা এখনো শেষ হয়নি …।’
‘আইপিএল মানেই চেন্নাইকে সেমিফাইনালে (প্লে-অফে) রেখে বাকিদের অংশগ্রহণ’—চেন্নাই সুপার কিংস সমর্থকেরা বুক ফুলিয়ে এ কথা বলে থাকেন।
বলবেন না-ই বা কেন? এখন পর্যন্ত ১২ বার অর্থের ঝনঝনানির আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়ে ১১ বারই যে শেষ চারে নাম লিখিয়েছে চেন্নাই! যার শেষটা আজ রাতে।
পয়েন্ট তালিকার তলানির দল সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে প্লে-অফ পর্বে নাম লিখিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ১১ ম্যাচে ধোনিদের পয়েন্ট ১৮। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে পড়া হায়দরাবাদের পয়েন্ট মাত্র ৪।
শারজায় আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করেছিল কেন উইলিয়ামসন-রশিদ খানদের হায়দরাবাদ। কিপটে বোলিংয়ে তাঁদের শুরু থেকেই চেপে ধরেছিলেন চেন্নাইয়ের বোলাররা।
পাওয়ার প্লেতে একটিমাত্র উইকেট হারালেও হায়দরাবাদের রানের গতি ছিল শ্লথ। সেই রেশ জারি ছিল ইনিংসজুড়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা। ২৪ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার জস হ্যাজলউড। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে অস্ট্রেলিয়ান পেসারের হাতে।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইকে উড়ন্ত সূচনা এনে দেন ফাফ ডু প্লেসি ও রুতুরাজ গায়কোয়াড়। তাঁদের ৭৫ রানে জুটিতেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় হায়দরাবাদ। শেষ দিকে অবশ্য দ্রুত তিন উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন জেসন হোল্ডার ও রশিদ খান। সেটি আর হতে দেয়নি ধোনি-আম্বাতি রাউদু জুটি।
শেষ ওভারের চতুর্থ বলটা ধোনির স্লটেই ফেলেছিলেন সিদ্ধার্থ কল। সেটিকে স্টেডিয়ামের বাইরে আছড়ে ফেলতে একটুও ভুল করেননি তিনি। ‘ক্যাপ্টেন কুল’ চেন্নাইকে প্লে-অফে তুলেছেন ট্রেডমার্ক শটেই।
২০১১ বিশ্বকাপ ফাইনাল মনে করিয়ে দেওয়া বিশাল ছক্কায় ম্যাচের যবনিকা টানতেই জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের টুইট, ‘ধোনি আর ছক্কায় খেলার সমাপ্তি—গল্পটা এখনো শেষ হয়নি …।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে