রানা আব্বাস, নিউইয়র্ক থেকে
ভারতের কাছে প্রস্তুতি ম্যাচ হারের পরই একাদশের বাইরে থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমে পড়তে দেখা গেল ট্রেনার-ফিজিওকে। তাসকিন আহমেদ সীমানা ঘেঁষে দৌড়াতে থাকলেন ফিজিওর সঙ্গে। রানিংয়ের সময় বেশ সতেজই মনে হলো তাঁকে। তাঁর মাঠে ফেরা নিয়ে যখন আশা বাড়ছে, তখন হাসপাতালে ছুটছিলেন শরীফুল ইসলাম।
নাসাউ স্টেডিয়ামে একেবারের ভারতীয় ইনিংসের শেষ দিকে এসে ঘটেছে ঘটনাটা। এই উইকেটে বাংলাদেশের হতশ্রী বোলিংয়ের মধ্যে দারুণ করছিলেন শরীফুল। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট পেয়েছিলেন। নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ফলো থ্রুতে হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে বাঁ হাতের (বোলিং হ্যান্ড) মধ্যমা ও তর্জনীর মাঝে পেলেন চোট। ফিজিওর সঙ্গে যখন মাঠ ছাড়ছিলেন, হাত থেকে তখন ঝরছিল রক্ত। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হলো স্থানীয় হাসপাতালে। সেখানেই একজন হাতের শল্যবিদের সহায়তায় শরীফুলের হাতে সেলাই দেওয়া হয়েছে বলে জানান দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
হাসপাতাল থেকে ফেরার পর দেবাশীষ বলেছেন, ‘একজন হাতের শল্যবিদের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’ যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক চিকিৎসাব্যবস্থার ওপর ভরসা করে শরীফুলকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে আশা ছাড়ছে না বাংলাদেশ।
এই বিশ্বকাপে বাংলাদেশের শক্তির জায়গা ভাবা হচ্ছিল বোলিং আক্রমণ। আর বোলিং আক্রমণের বড় শক্তিই পেসাররা। আইপিএল থেকে ছন্দ নিয়ে ফেরা মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলা তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামকে নিয়ে দারুণ এক পেস বোলিং আক্রমণ বাংলাদেশের। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার ঠিক আগে চোটে পড়লেন তাসকিন। তাঁকে অবশ্য সহ-অধিনায়ক বানিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে বাংলাদেশ। এরই মধ্যে ছোট রানআপে বোলিং শুরু করেছেন। নিয়মিত রানিং করছেন। ডালাসে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে পাওয়া যাচ্ছে আরও পাঁচ দিন। এরই মধ্যে যদি তাসকিন সেরে উঠতে পারেন, প্রথম ম্যাচে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী হতেই পারে টিম ম্যানেজমেন্ট।
তাসকিন ফিরলেও বেশ লম্বা সময়ের বিরতির পর ফিরেই মূল মঞ্চে ভালো করা মোটেও সহজ কাজ নয়। আর বিশ্বকাপের আগমুহূর্তে হাতের ছয় সেলাই পড়া শরীফুলকে নিয়ে আশা ক্ষীণ হয়ে যাওয়ার পর বাংলাদেশের পেস আক্রমণ যথেষ্ট ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মোস্তাফিজ দুর্দান্ত খেললেও তাঁর পারফরম্যান্স আবার সব উইকেট-কন্ডিশনে উজ্জ্বল থাকে না। বিশেষ করে ফ্ল্যাট আর হাই স্কোরিং উইকেটে ফিজকে কঠিন পরীক্ষাই দিতে হয়। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে পাওয়া চার-পাঁচ দিন তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচের একাদশ ঠিক হবে এই চার-পাঁচ দিনের প্রস্তুতি দেখে।
ভারতের কাছে প্রস্তুতি ম্যাচ হারের পরই একাদশের বাইরে থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমে পড়তে দেখা গেল ট্রেনার-ফিজিওকে। তাসকিন আহমেদ সীমানা ঘেঁষে দৌড়াতে থাকলেন ফিজিওর সঙ্গে। রানিংয়ের সময় বেশ সতেজই মনে হলো তাঁকে। তাঁর মাঠে ফেরা নিয়ে যখন আশা বাড়ছে, তখন হাসপাতালে ছুটছিলেন শরীফুল ইসলাম।
নাসাউ স্টেডিয়ামে একেবারের ভারতীয় ইনিংসের শেষ দিকে এসে ঘটেছে ঘটনাটা। এই উইকেটে বাংলাদেশের হতশ্রী বোলিংয়ের মধ্যে দারুণ করছিলেন শরীফুল। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট পেয়েছিলেন। নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ফলো থ্রুতে হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে বাঁ হাতের (বোলিং হ্যান্ড) মধ্যমা ও তর্জনীর মাঝে পেলেন চোট। ফিজিওর সঙ্গে যখন মাঠ ছাড়ছিলেন, হাত থেকে তখন ঝরছিল রক্ত। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হলো স্থানীয় হাসপাতালে। সেখানেই একজন হাতের শল্যবিদের সহায়তায় শরীফুলের হাতে সেলাই দেওয়া হয়েছে বলে জানান দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
হাসপাতাল থেকে ফেরার পর দেবাশীষ বলেছেন, ‘একজন হাতের শল্যবিদের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’ যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক চিকিৎসাব্যবস্থার ওপর ভরসা করে শরীফুলকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে আশা ছাড়ছে না বাংলাদেশ।
এই বিশ্বকাপে বাংলাদেশের শক্তির জায়গা ভাবা হচ্ছিল বোলিং আক্রমণ। আর বোলিং আক্রমণের বড় শক্তিই পেসাররা। আইপিএল থেকে ছন্দ নিয়ে ফেরা মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলা তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামকে নিয়ে দারুণ এক পেস বোলিং আক্রমণ বাংলাদেশের। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার ঠিক আগে চোটে পড়লেন তাসকিন। তাঁকে অবশ্য সহ-অধিনায়ক বানিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে বাংলাদেশ। এরই মধ্যে ছোট রানআপে বোলিং শুরু করেছেন। নিয়মিত রানিং করছেন। ডালাসে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে পাওয়া যাচ্ছে আরও পাঁচ দিন। এরই মধ্যে যদি তাসকিন সেরে উঠতে পারেন, প্রথম ম্যাচে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী হতেই পারে টিম ম্যানেজমেন্ট।
তাসকিন ফিরলেও বেশ লম্বা সময়ের বিরতির পর ফিরেই মূল মঞ্চে ভালো করা মোটেও সহজ কাজ নয়। আর বিশ্বকাপের আগমুহূর্তে হাতের ছয় সেলাই পড়া শরীফুলকে নিয়ে আশা ক্ষীণ হয়ে যাওয়ার পর বাংলাদেশের পেস আক্রমণ যথেষ্ট ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মোস্তাফিজ দুর্দান্ত খেললেও তাঁর পারফরম্যান্স আবার সব উইকেট-কন্ডিশনে উজ্জ্বল থাকে না। বিশেষ করে ফ্ল্যাট আর হাই স্কোরিং উইকেটে ফিজকে কঠিন পরীক্ষাই দিতে হয়। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে পাওয়া চার-পাঁচ দিন তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচের একাদশ ঠিক হবে এই চার-পাঁচ দিনের প্রস্তুতি দেখে।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৯ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৯ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৯ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১০ ঘণ্টা আগে