নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ১৭.৫ ওভারে মুক্তার আলীকে ফেরালেন নাইম ইসলামের ক্যাচ বানিয়ে। পরের বলেই সোহাগ গাজীকে ফেরালেন জাহিদুজ্জামানকে ক্যাচে পরিণত করে। ১৮তম ওভারের শেষ দুই বলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েই একটু অপেক্ষা করতে হলো আলাউদ্দিন বাবুকে। লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোর তখন ১৯ ওভারে ৯ উইকেটে ১১১।
১৯তম ওভারে সতীর্থ বোলার মানিক খান যদি লিজেন্ডস অব রূপগঞ্জের শেষ উইকেটটি নিতে পারতেন, বাবুর হ্যাটট্রিকটাই আর হতো না! শেষ পর্যন্ত ব্রাদার্সের এই পেসারকে আফসোসে পুড়তে হয়নি। শেষ ওভারের প্রথম বলেই নাবিল সামাদকে মিজানুরের রহমানের ক্যাচ বানিয়েই হাঁটু গেড়ে দুই হাত ওপরে তুলে বসে পড়লেন উইকেটে—টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের আনন্দ তো বাবুর এমনই হবে! স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশি বোলারদের ষষ্ঠ হ্যাটট্রিক। ৩.১ ওভারে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তাঁর সেরা বোলিং।
মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করা রূপগঞ্জ আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে ১৯.১ ওভারে অলআউট হয়েছে ১১১ রান তুলে। ১১২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্রাদার্সের ব্যাটসম্যানদের তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি। দলটির অধিনায়ক মিজানের ফিফটিতে ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। মিজানুর ৫২ বলে করে ৭৪ রান। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ও সানজামুল ইসলাম নেন ১টি করে উইকেট।
স্বীকৃত টি–টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক
বোলার | ম্যাচ | ভেন্যু | মৌসুম |
আল আমিন | বিসিবি একাদশ-আবাহনী | সিলেট | ২০১৩–১৪ |
আল আমিন | বরিশাল-সিলেট | মিরপুর | ২০১৫–১৬ |
আলিস ইসলাম | ঢাকা-রংপুর | মিরপুর | ২০১৮–১৯ |
মানিক খান | দোলেশ্বর-বিকেএসপি | ফতুল্লা | ২০১৮–১৯ |
কামরুল ইসলাম | বরিশাল–রাজশাহী | মিরপুর | ২০২০–২১ |
আলাউদ্দিন বাবু | ব্রাদার্স–রূপগঞ্জ | মিরপুর | ২০২১ |
ঢাকা: ১৭.৫ ওভারে মুক্তার আলীকে ফেরালেন নাইম ইসলামের ক্যাচ বানিয়ে। পরের বলেই সোহাগ গাজীকে ফেরালেন জাহিদুজ্জামানকে ক্যাচে পরিণত করে। ১৮তম ওভারের শেষ দুই বলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েই একটু অপেক্ষা করতে হলো আলাউদ্দিন বাবুকে। লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোর তখন ১৯ ওভারে ৯ উইকেটে ১১১।
১৯তম ওভারে সতীর্থ বোলার মানিক খান যদি লিজেন্ডস অব রূপগঞ্জের শেষ উইকেটটি নিতে পারতেন, বাবুর হ্যাটট্রিকটাই আর হতো না! শেষ পর্যন্ত ব্রাদার্সের এই পেসারকে আফসোসে পুড়তে হয়নি। শেষ ওভারের প্রথম বলেই নাবিল সামাদকে মিজানুরের রহমানের ক্যাচ বানিয়েই হাঁটু গেড়ে দুই হাত ওপরে তুলে বসে পড়লেন উইকেটে—টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের আনন্দ তো বাবুর এমনই হবে! স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশি বোলারদের ষষ্ঠ হ্যাটট্রিক। ৩.১ ওভারে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তাঁর সেরা বোলিং।
মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করা রূপগঞ্জ আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে ১৯.১ ওভারে অলআউট হয়েছে ১১১ রান তুলে। ১১২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্রাদার্সের ব্যাটসম্যানদের তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি। দলটির অধিনায়ক মিজানের ফিফটিতে ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। মিজানুর ৫২ বলে করে ৭৪ রান। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ও সানজামুল ইসলাম নেন ১টি করে উইকেট।
স্বীকৃত টি–টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক
বোলার | ম্যাচ | ভেন্যু | মৌসুম |
আল আমিন | বিসিবি একাদশ-আবাহনী | সিলেট | ২০১৩–১৪ |
আল আমিন | বরিশাল-সিলেট | মিরপুর | ২০১৫–১৬ |
আলিস ইসলাম | ঢাকা-রংপুর | মিরপুর | ২০১৮–১৯ |
মানিক খান | দোলেশ্বর-বিকেএসপি | ফতুল্লা | ২০১৮–১৯ |
কামরুল ইসলাম | বরিশাল–রাজশাহী | মিরপুর | ২০২০–২১ |
আলাউদ্দিন বাবু | ব্রাদার্স–রূপগঞ্জ | মিরপুর | ২০২১ |
ওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর পাকিস্তানকে নিতে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। সেই পাকিস্তান ৪৮ ঘণ্টার ব্যবধানে নিল ‘মধুর প্রতিশোধ’। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুলাওয়েতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেকাল থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের আগে আজ ছিল দুই দলের সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচনের আয়োজন। ট্রফি উন্মোচনে বিসিবির নতুনত্ব নজর কেড়েছে সবার।
২ ঘণ্টা আগেটানা তিন টেস্ট হারার পর গতকাল পার্থে স্বস্তির জয় পেল ভারত। চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। কিন্তু দলের এমন সুখের সময়ে দেশে ফিরলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
৩ ঘণ্টা আগে