নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগের ম্যাচে একাদশে থেকেও বোলিং করেননি মোস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে একাদশেই ঠাঁই হয়নি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি পেসারের। ফিজকে কি বিশ্রাম দেওয়া হয়েছে? না তিনি চোটে পড়েছেন?
দলীয় সূত্রে জানা গেছে, বুকে–পিঠে ও মাংসপেশির ব্যথায় খেলতে পারছেন না মোস্তাফিজ। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসার ডিপিএলেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। ৭ ম্যাচের ছয় ইনিংসে ২০ ওভার বোলিং করে পেয়েছেন ১৩ উইকেট। অন্যদের চেয়ে অনেক কম ওভার বোলিং করেও এখনো আছেন সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে।
চোটে পড়ায় আপাতত মাঠে নয়, হোটেলেই থাকতে হচ্ছে মোস্তাফিজকে। সন্ধ্যায় প্রাইম ব্যাংকের কোচ সারওয়ার ইমরান নিশ্চিত করেছেন মোস্তাফিজের না থাকার কারণটা। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘মোস্তাফিজ চোটে পড়েছে। তাঁর বুকে, পিঠে ও মাংসপেশিতে ব্যথা আছে। এ কারণে সে খেলতে পারছে না।’ কবে বাঁহাতি পেসার ফিরতে পারবেন, সেটি এখনই বলতে পারছেন না সারওয়ার ইমরান।
মোস্তাফিজকে ছাড়া মিরপুরে আজ তামিমদের প্রাইম ব্যাংক বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে আবাহনী করে ১৮৩ রান। আবাহনীর নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ার বেশি আক্রমণাত্মক ছিলেন জাতীয় দলের দুই পেসার রুবেল–শরীফুলের বিপক্ষে। রুবেল ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য। প্রথম বলে উইকেট পেলেও বোলিংয়ের সেই ধার শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি শরীফুলও। ৪ ওভারে ২ উইকেট পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৫ করে। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাও প্রাইম ব্যাংক হেরেছে ৩০ রানের বড় ব্যবধানে।
মোস্তাফিজের চোটে পড়া শুধু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নয়, চিন্তায় ফেলতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও। এ মাসের শেষেই তিন সংস্করণে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে ফিট মোস্তাফিজকে বড় দরকার তামিম–মাহমুদউল্লাহদের।
ঢাকা: আগের ম্যাচে একাদশে থেকেও বোলিং করেননি মোস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে একাদশেই ঠাঁই হয়নি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি পেসারের। ফিজকে কি বিশ্রাম দেওয়া হয়েছে? না তিনি চোটে পড়েছেন?
দলীয় সূত্রে জানা গেছে, বুকে–পিঠে ও মাংসপেশির ব্যথায় খেলতে পারছেন না মোস্তাফিজ। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসার ডিপিএলেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। ৭ ম্যাচের ছয় ইনিংসে ২০ ওভার বোলিং করে পেয়েছেন ১৩ উইকেট। অন্যদের চেয়ে অনেক কম ওভার বোলিং করেও এখনো আছেন সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে।
চোটে পড়ায় আপাতত মাঠে নয়, হোটেলেই থাকতে হচ্ছে মোস্তাফিজকে। সন্ধ্যায় প্রাইম ব্যাংকের কোচ সারওয়ার ইমরান নিশ্চিত করেছেন মোস্তাফিজের না থাকার কারণটা। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘মোস্তাফিজ চোটে পড়েছে। তাঁর বুকে, পিঠে ও মাংসপেশিতে ব্যথা আছে। এ কারণে সে খেলতে পারছে না।’ কবে বাঁহাতি পেসার ফিরতে পারবেন, সেটি এখনই বলতে পারছেন না সারওয়ার ইমরান।
মোস্তাফিজকে ছাড়া মিরপুরে আজ তামিমদের প্রাইম ব্যাংক বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে আবাহনী করে ১৮৩ রান। আবাহনীর নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ার বেশি আক্রমণাত্মক ছিলেন জাতীয় দলের দুই পেসার রুবেল–শরীফুলের বিপক্ষে। রুবেল ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য। প্রথম বলে উইকেট পেলেও বোলিংয়ের সেই ধার শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি শরীফুলও। ৪ ওভারে ২ উইকেট পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৫ করে। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাও প্রাইম ব্যাংক হেরেছে ৩০ রানের বড় ব্যবধানে।
মোস্তাফিজের চোটে পড়া শুধু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নয়, চিন্তায় ফেলতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও। এ মাসের শেষেই তিন সংস্করণে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে ফিট মোস্তাফিজকে বড় দরকার তামিম–মাহমুদউল্লাহদের।
উইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৫ মিনিট আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৪ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৪ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৫ ঘণ্টা আগে