ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্নে বড় এক ধাক্কায় খেয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যেতে হলে সুপার এইটের গ্রুপ-১ এর শেষ ম্যাচে আগামীকাল রাতে ভারতের বিপক্ষে জিততেই হবে তাদের। আর পরশু সকালে বাংলাদেশের বিপক্ষে হার কামনা করতে হবে আফগানদের।
এমন কঠিন সমীকরণের সামনে অজিরা কি পারবে সেন্ট লুসিয়ায় আহমেদাবাদের স্মৃতি ফেরাতে? সেটি করতে না পারলে যে বিদায়ের বিউগলই বাজতে পারে! গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উড়তে থাকা ভারতকে দুঃখের নীল রঙে রাঙিয়ে হলুদ উৎসব করেছিল অজিরা। প্যাট কামিন্স-মিচেল মার্শদের জন্য এখন সুপার এইটেই ‘অলিখিত ফাইনাল’ হয়ে ওঠা ম্যাচটি জিতে কি সেই প্রতিশোধ নিতে চাইবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা?
সেই শোধ তুলতে পারলে বরং লাভ ভারতেরই। অজিদের বিদায় মানে ১৩ বছর পর আইসিসির কোনো বিশ্বকাপ জয়ের পথে একটু হলেও পথের কাঁটা সরে যাবে তাদের। ওসব অবশ্য ভবিষ্যতের কথা। আগে অস্ট্রেলিয়া সেমিফাইনালে তো উঠুক। আফগানদের বিপক্ষে হারের পর এখন সব মনোযোগ সেদিকে মার্শের। গতকাল হারলেও অজি অধিনায়ক ভারতকে হুমকি দিয়েই রাখলেন, ‘আমাদের শুধু জিততে হবে এবং এটা করার জন্য এর চেয়ে ভালো দল আর নেই। আমরা দ্রুত ঘুরে দাঁড়াব।’
শেষ চারে যেতে সেই ভালোটাই ভারতের বিপক্ষে বের করতে হবে অজিদের। গত ওয়ানডে বিশ্বকাপের পরপরই দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সেবার শিরোপা নিয়ে অর্ধেক ঘরে ফেরা অজি দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ক্ষতে মলম লাগিয়েছিল ভারত। কিন্তু এবার যে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। অজিদেরও বিদায়ের পথটা প্রশস্ত করতে সম্ভাব্য সবকিছুই করতে পারে ভারত।
কিন্তু এই ম্যাচে হারলেও মার্শরা একেবারে বিদায় নেবেন না। তখন তারা সেন্ট ভিনসেন্টে তাকিয়ে থাকবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে। তবে সব সমীকরণ উল্টে যেতে পারে আগামীকাল যদি সেন্ট লুসিয়ায় বৃষ্টি নামে। ভারত-অস্ট্রেলিয়ার ‘হাইভোল্টেজ’ ম্যাচটিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো আজ দুই দলের ম্যাচ প্রিভিউতে জানিয়েছে, ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেন্ট লুসিয়ার আবহাওয়ার পূর্বাভাস খুব বেশি উৎসাহজনক নয়। ম্যাচটি পরিত্যক্ত হলে লাভ ভারতের, ক্ষতি অস্ট্রেলিয়ার।
ক্রিকইনফো আরও জানিয়েছে, সেন্ট লুসিয়ায় বৃষ্টির ভালো সম্ভাবনা আছে। যদিও আগামীকাল (সোমবার) সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে।
আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্নে বড় এক ধাক্কায় খেয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যেতে হলে সুপার এইটের গ্রুপ-১ এর শেষ ম্যাচে আগামীকাল রাতে ভারতের বিপক্ষে জিততেই হবে তাদের। আর পরশু সকালে বাংলাদেশের বিপক্ষে হার কামনা করতে হবে আফগানদের।
এমন কঠিন সমীকরণের সামনে অজিরা কি পারবে সেন্ট লুসিয়ায় আহমেদাবাদের স্মৃতি ফেরাতে? সেটি করতে না পারলে যে বিদায়ের বিউগলই বাজতে পারে! গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উড়তে থাকা ভারতকে দুঃখের নীল রঙে রাঙিয়ে হলুদ উৎসব করেছিল অজিরা। প্যাট কামিন্স-মিচেল মার্শদের জন্য এখন সুপার এইটেই ‘অলিখিত ফাইনাল’ হয়ে ওঠা ম্যাচটি জিতে কি সেই প্রতিশোধ নিতে চাইবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা?
সেই শোধ তুলতে পারলে বরং লাভ ভারতেরই। অজিদের বিদায় মানে ১৩ বছর পর আইসিসির কোনো বিশ্বকাপ জয়ের পথে একটু হলেও পথের কাঁটা সরে যাবে তাদের। ওসব অবশ্য ভবিষ্যতের কথা। আগে অস্ট্রেলিয়া সেমিফাইনালে তো উঠুক। আফগানদের বিপক্ষে হারের পর এখন সব মনোযোগ সেদিকে মার্শের। গতকাল হারলেও অজি অধিনায়ক ভারতকে হুমকি দিয়েই রাখলেন, ‘আমাদের শুধু জিততে হবে এবং এটা করার জন্য এর চেয়ে ভালো দল আর নেই। আমরা দ্রুত ঘুরে দাঁড়াব।’
শেষ চারে যেতে সেই ভালোটাই ভারতের বিপক্ষে বের করতে হবে অজিদের। গত ওয়ানডে বিশ্বকাপের পরপরই দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সেবার শিরোপা নিয়ে অর্ধেক ঘরে ফেরা অজি দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ক্ষতে মলম লাগিয়েছিল ভারত। কিন্তু এবার যে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। অজিদেরও বিদায়ের পথটা প্রশস্ত করতে সম্ভাব্য সবকিছুই করতে পারে ভারত।
কিন্তু এই ম্যাচে হারলেও মার্শরা একেবারে বিদায় নেবেন না। তখন তারা সেন্ট ভিনসেন্টে তাকিয়ে থাকবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে। তবে সব সমীকরণ উল্টে যেতে পারে আগামীকাল যদি সেন্ট লুসিয়ায় বৃষ্টি নামে। ভারত-অস্ট্রেলিয়ার ‘হাইভোল্টেজ’ ম্যাচটিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো আজ দুই দলের ম্যাচ প্রিভিউতে জানিয়েছে, ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেন্ট লুসিয়ার আবহাওয়ার পূর্বাভাস খুব বেশি উৎসাহজনক নয়। ম্যাচটি পরিত্যক্ত হলে লাভ ভারতের, ক্ষতি অস্ট্রেলিয়ার।
ক্রিকইনফো আরও জানিয়েছে, সেন্ট লুসিয়ায় বৃষ্টির ভালো সম্ভাবনা আছে। যদিও আগামীকাল (সোমবার) সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২৮ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে