ক্রীড়া ডেস্ক
ভাষার জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন— পৃথিবীতে এমন রাষ্ট্র আর দ্বিতীয়টি নেই। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা তাই ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর অংশ।
বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মানুষ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে। বাংলাদেশেও পালিত হচ্ছে জাতির গৌরবোজ্জ্বল দিনটি। বাংলা ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ক্রিকেটাররাও দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তাঁরা।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সব সেরা সন্তানের প্রতি থাকল বিনম্র শ্রদ্ধা।’
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিম লেখেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ফেসবুকে সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘১৯৫২ সালের ভাষাশহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি লেখেন, ‘সকল ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আত্মত্যাগকারী সব ভাষাশহীদের প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন লিটন দাস। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘একুশে ফেব্রুয়ারি যাঁরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেসব ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
ভাষার জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন— পৃথিবীতে এমন রাষ্ট্র আর দ্বিতীয়টি নেই। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা তাই ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর অংশ।
বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মানুষ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে। বাংলাদেশেও পালিত হচ্ছে জাতির গৌরবোজ্জ্বল দিনটি। বাংলা ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ক্রিকেটাররাও দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তাঁরা।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সব সেরা সন্তানের প্রতি থাকল বিনম্র শ্রদ্ধা।’
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিম লেখেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ফেসবুকে সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘১৯৫২ সালের ভাষাশহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি লেখেন, ‘সকল ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আত্মত্যাগকারী সব ভাষাশহীদের প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন লিটন দাস। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘একুশে ফেব্রুয়ারি যাঁরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেসব ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১০ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১১ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১১ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১২ ঘণ্টা আগে