পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ অপেক্ষা কি তাহলে ফুরোচ্ছে দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫১
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭: ০২
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪০ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ডেভিড মিলার। ছবি: এএফপি

আনপ্রেডিক্টেবল পাকিস্তান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার কাছে হয়ে উঠেছে গোলকধাঁধা। এশিয়ার দলটির বিপক্ষে প্রোটিয়ারা সিরিজ জিততে পারছে না দীর্ঘদিন ধরে। এবার সেই জটিল ধাঁধা সমাধানের কাছাকাছি রয়েছে প্রোটিয়ারা।

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের সবশেষ কোনো দ্বিপক্ষীয় সিরিজ জয়। সেঞ্চুরিয়নে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালে পাঁচ বছরের অপেক্ষা ফুরোবে প্রোটিয়াদের। কারণ, এর আগে ডারবানে এ সপ্তাহের মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি।

দক্ষিণ আফ্রিকা ২০১৯ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তানকে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজে চারবার মুখোমুখি হয়েছে দল দুটি। চারটিতেই জেতে পাকিস্তান। সবশেষ চার সিরিজের মধ্যে ওয়ানডে ও টেস্ট সিরিজ ছিল ১টি করে। টি-টোয়েন্টি সিরিজ ছিল দুটি। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০২১ সালে। দক্ষিণ আফ্রিকার মাঠে অনুষ্ঠিত ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতেছিল ৩-১ ব্যবধানে।

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল। জোহানেসবার্গে আগামীকাল রাত ১০টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। পাকিস্তানের সিরিজ জয় যে একেবারে অসম্ভব তা নয়। এশিয়ার দলটি প্রথম টি-টোয়েন্টিতে প্রাণপণে লড়েছিল প্রোটিয়াদের বিপক্ষে।অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১১৯.৩৫ স্ট্রাইকরেটে ব্যাটিং (৬২ বলে ৭৪ রান) না করলে হয়তো জিতত পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে অসংখ্য।

টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। পার্লে ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৯ ও ২১ ডিসেম্বর কেপটাউন ও জোহানেসবার্গে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সাদা বলের ক্রিকেটের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি।২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের শেষ টেস্ট হবে নতুন বছরে। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত