ক্রীড়া ডেস্ক
আনপ্রেডিক্টেবল পাকিস্তান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার কাছে হয়ে উঠেছে গোলকধাঁধা। এশিয়ার দলটির বিপক্ষে প্রোটিয়ারা সিরিজ জিততে পারছে না দীর্ঘদিন ধরে। এবার সেই জটিল ধাঁধা সমাধানের কাছাকাছি রয়েছে প্রোটিয়ারা।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের সবশেষ কোনো দ্বিপক্ষীয় সিরিজ জয়। সেঞ্চুরিয়নে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালে পাঁচ বছরের অপেক্ষা ফুরোবে প্রোটিয়াদের। কারণ, এর আগে ডারবানে এ সপ্তাহের মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকা ২০১৯ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তানকে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজে চারবার মুখোমুখি হয়েছে দল দুটি। চারটিতেই জেতে পাকিস্তান। সবশেষ চার সিরিজের মধ্যে ওয়ানডে ও টেস্ট সিরিজ ছিল ১টি করে। টি-টোয়েন্টি সিরিজ ছিল দুটি। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০২১ সালে। দক্ষিণ আফ্রিকার মাঠে অনুষ্ঠিত ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতেছিল ৩-১ ব্যবধানে।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল। জোহানেসবার্গে আগামীকাল রাত ১০টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। পাকিস্তানের সিরিজ জয় যে একেবারে অসম্ভব তা নয়। এশিয়ার দলটি প্রথম টি-টোয়েন্টিতে প্রাণপণে লড়েছিল প্রোটিয়াদের বিপক্ষে।অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১১৯.৩৫ স্ট্রাইকরেটে ব্যাটিং (৬২ বলে ৭৪ রান) না করলে হয়তো জিতত পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে অসংখ্য।
টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। পার্লে ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৯ ও ২১ ডিসেম্বর কেপটাউন ও জোহানেসবার্গে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সাদা বলের ক্রিকেটের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি।২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের শেষ টেস্ট হবে নতুন বছরে। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।
আনপ্রেডিক্টেবল পাকিস্তান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার কাছে হয়ে উঠেছে গোলকধাঁধা। এশিয়ার দলটির বিপক্ষে প্রোটিয়ারা সিরিজ জিততে পারছে না দীর্ঘদিন ধরে। এবার সেই জটিল ধাঁধা সমাধানের কাছাকাছি রয়েছে প্রোটিয়ারা।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের সবশেষ কোনো দ্বিপক্ষীয় সিরিজ জয়। সেঞ্চুরিয়নে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালে পাঁচ বছরের অপেক্ষা ফুরোবে প্রোটিয়াদের। কারণ, এর আগে ডারবানে এ সপ্তাহের মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকা ২০১৯ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তানকে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজে চারবার মুখোমুখি হয়েছে দল দুটি। চারটিতেই জেতে পাকিস্তান। সবশেষ চার সিরিজের মধ্যে ওয়ানডে ও টেস্ট সিরিজ ছিল ১টি করে। টি-টোয়েন্টি সিরিজ ছিল দুটি। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০২১ সালে। দক্ষিণ আফ্রিকার মাঠে অনুষ্ঠিত ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতেছিল ৩-১ ব্যবধানে।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল। জোহানেসবার্গে আগামীকাল রাত ১০টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। পাকিস্তানের সিরিজ জয় যে একেবারে অসম্ভব তা নয়। এশিয়ার দলটি প্রথম টি-টোয়েন্টিতে প্রাণপণে লড়েছিল প্রোটিয়াদের বিপক্ষে।অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১১৯.৩৫ স্ট্রাইকরেটে ব্যাটিং (৬২ বলে ৭৪ রান) না করলে হয়তো জিতত পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে অসংখ্য।
টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। পার্লে ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৯ ও ২১ ডিসেম্বর কেপটাউন ও জোহানেসবার্গে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সাদা বলের ক্রিকেটের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি।২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের শেষ টেস্ট হবে নতুন বছরে। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস-এক সময়ের বার্সেলোনায় রাজত্ব করা ফুটবলাররা এখন খেলছেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যখন বার্সা খেলোয়াড়দের পুনর্মিলনী হয়েছে, নেইমারের নামটাও চলে আসে আপনাআপনি। ব্রাজিলের ফরোয়ার্ডের মায়ামিতে খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বারবার।
১ ঘণ্টা আগেএক সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের বিসিএলে প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেলেন তিনি। সেঞ্চুরির পর সেটাকে ছাড়িয়ে বহুদূর চলে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।
৩ ঘণ্টা আগেসমালোচনা ও তোপের সঙ্গে বিরাট কোহলির পরিচয়টা যে একেবারে নতুন, তা নয়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য কাণ্ডেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে অনেকবার। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ভারতীয় এই ক্রিকেটার পড়েছেন তোপের মুখে।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের তৃতীয় ওয়ানডে শুরু হয়েছে ভোরে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে আজ মুখোমুখি হচ্ছে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্করচার্স। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪ ঘণ্টা আগে