নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের ১৬ সদস্যের দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা পাননি শরীফুল ইসলাম। কেন তাঁকে নেওয়া হয়নি, সেই ব্যাখ্যা আজ দিয়েছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার।
পাকিস্তান সিরিজের দলে থাকলেও রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ হয়নি। কারণ, কুঁচকির চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে তিনি খেলতে পারেননি। তাঁর জায়গায় খেলেছিলেন তাসকিন আহমেদ। সেই শরীফুল এখনো ফিট হয়ে উঠতে পারেননি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে নিয়ে আজ মিরপুরের শেরেবাংলায় সংবাদ সম্মেলনে হান্নান বলেন, ‘শরীফুলকে আসলে শতভাগ ফিট বলা যাবে না। কারণ আপনারা জানেন যে দ্বিতীয় টেস্টেই সে আনফিট ছিল। পাকিস্তানে নির্বাচন প্রক্রিয়ায় সে সেরা একাদশেই ছিল না। এর পর থেকে তাঁকে প্রক্রিয়ার মধ্যে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফিজিও-ট্রেনাররা তাঁকে দেখছেন। সে টেস্টের জন্য শতভাগ ফিট আমি বলব না। আপনি জানেন যে টেস্টে ১৫-২০ ওভার বোলিং করা হতে পারে।’
স্পিন ও পেস আক্রমণের সমন্বয় বাংলাদেশ রেখেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। যেখানে তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ—এই চার পেসার আছেন ১৬ সদস্যের দলে। শরীফুল পুরোপুরি ফিট না থাকায় টেস্টে নেওয়াটা ঝুঁকিপূর্ণ হতো বলে মনে করেন হান্নান। বিসিবি নির্বাচক বলেন, ‘আপনারা যেহেতু জানেন যে টেস্ট দলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বেশ কয়েক জন খেলোয়াড়কে আমরা তৈরি করতে পেরেছি। এখন পর্যন্ত তারা ফিট আছে। সেই জায়গা থেকেই শরীফুলের ব্যাপারে আমরা ঝুঁকি নেইনি।’
ভারত সফরে সব মিলিয়ে পাঁচ ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর দল দুটি মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যেখানে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে, টি-টোয়েন্টি) নিয়েছেন ১০২ উইকেট। শরীফুলের ক্ষেত্রে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও তাই বিবেচনায় রেখেছেন হান্নান,‘সামনে আমাদের টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। যেহেতু শরীফুল সাদা বলের ক্রিকেটে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শতভাগ ফিট না থাকায় ঝুঁকি নিতে চাচ্ছি না। যদি সময়ের সঙ্গে সঙ্গে সেরে উঠতে পারে, ইনশা আল্লাহ সে টি-টোয়েন্টিতে খেলতে পারবে।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের ১৬ সদস্যের দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা পাননি শরীফুল ইসলাম। কেন তাঁকে নেওয়া হয়নি, সেই ব্যাখ্যা আজ দিয়েছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার।
পাকিস্তান সিরিজের দলে থাকলেও রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ হয়নি। কারণ, কুঁচকির চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে তিনি খেলতে পারেননি। তাঁর জায়গায় খেলেছিলেন তাসকিন আহমেদ। সেই শরীফুল এখনো ফিট হয়ে উঠতে পারেননি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে নিয়ে আজ মিরপুরের শেরেবাংলায় সংবাদ সম্মেলনে হান্নান বলেন, ‘শরীফুলকে আসলে শতভাগ ফিট বলা যাবে না। কারণ আপনারা জানেন যে দ্বিতীয় টেস্টেই সে আনফিট ছিল। পাকিস্তানে নির্বাচন প্রক্রিয়ায় সে সেরা একাদশেই ছিল না। এর পর থেকে তাঁকে প্রক্রিয়ার মধ্যে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফিজিও-ট্রেনাররা তাঁকে দেখছেন। সে টেস্টের জন্য শতভাগ ফিট আমি বলব না। আপনি জানেন যে টেস্টে ১৫-২০ ওভার বোলিং করা হতে পারে।’
স্পিন ও পেস আক্রমণের সমন্বয় বাংলাদেশ রেখেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। যেখানে তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ—এই চার পেসার আছেন ১৬ সদস্যের দলে। শরীফুল পুরোপুরি ফিট না থাকায় টেস্টে নেওয়াটা ঝুঁকিপূর্ণ হতো বলে মনে করেন হান্নান। বিসিবি নির্বাচক বলেন, ‘আপনারা যেহেতু জানেন যে টেস্ট দলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বেশ কয়েক জন খেলোয়াড়কে আমরা তৈরি করতে পেরেছি। এখন পর্যন্ত তারা ফিট আছে। সেই জায়গা থেকেই শরীফুলের ব্যাপারে আমরা ঝুঁকি নেইনি।’
ভারত সফরে সব মিলিয়ে পাঁচ ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর দল দুটি মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যেখানে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে, টি-টোয়েন্টি) নিয়েছেন ১০২ উইকেট। শরীফুলের ক্ষেত্রে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও তাই বিবেচনায় রেখেছেন হান্নান,‘সামনে আমাদের টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। যেহেতু শরীফুল সাদা বলের ক্রিকেটে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শতভাগ ফিট না থাকায় ঝুঁকি নিতে চাচ্ছি না। যদি সময়ের সঙ্গে সঙ্গে সেরে উঠতে পারে, ইনশা আল্লাহ সে টি-টোয়েন্টিতে খেলতে পারবে।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে