পাকিস্তানকে বাঁচানো সরফরাজই ‘সত্যিকারের চ্যাম্পিয়ন’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ২২: ১৫
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২২: ২৪

আট বছর পর টেস্টে সেঞ্চুরি করলেন সরফরাজ আহমেদ। সরফরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বেঁচে গেছে পাকিস্তানও। এমন সেঞ্চুরি করার পর প্রশংসায় ভাসছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। 

৩১৯ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮০ রান তুলতেই পাকিস্তান হারায় ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে সৌদ শাকিলের সঙ্গে ১২৩ রানের জুটি গড়েন সরফরাজ। টেস্টে চতুর্থ সেঞ্চুরি করেন সরফরাজ। এরপর সপ্তম উইকেটে আগা সালমানের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন সরফরাজ। শেষ পর্যন্ত ১৭৬ বলে ১১৮ রান করেন। 

এমন দুর্দান্ত সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন সরফরাজ। মোহাম্মদ আমির টুইট করেছেন, ‘অসাধারণ ইনিংস সরফরাজ আহমেদ। আপনি সত্যিকারের চ্যাম্পিয়ন।’ কামরান আকমল তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘কী দুর্দান্ত ব্যাটিং সরফরাজ আহমেদের। এই সেঞ্চুরিটা তাঁর প্রাপ্য।’ সরফরাজের এই প্রত্যাবর্তনকে দুর্দান্ত বলেছেন জুনাইদ খান। পাকিস্তানের এই পেসার টুইটারে লিখেছেন, ‘কী অসাধারণ প্রত্যাবর্তন। দুর্দান্ত সেঞ্চুরি।’ 

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দুর্দান্ত খেলেন সরফরাজ। ৪ ইনিংসে ৮৩.৭৫ গড়ে ৩৩৫ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। ৪টি ইনিংসেই ফিফটি করেছেন। দ্বিতীয় টেস্টে একই সঙ্গে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কারও জিতলেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত