ক্রীড়া ডেস্ক
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই দুর্দান্ত মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সটাই যেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আজ টেনে নিয়ে এসেছে ভারতের বিপক্ষে সেমিফাইনালে। বাংলাদেশের আগুনে বোলিংয়ে ধুঁকছেন ভারতীয় ব্যাটাররা।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। ইনিংসের দ্বিতীয় বলেই ভেঙে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দলের উদ্বোধনী জুটি। ভারতীয় ওপেনার আদর্শ সিংকে এলবিডব্লু করেন বাংলাদেশের বাঁহাতি পেসার মারুফ মৃধা। ২ বলে ২ রান করেন আদর্শ। আদর্শের পর আরেক ওপেনার আরশিন কুলকার্নির উইকেটও তুলে নেন মারুফ। কুলকার্নি করেন ৬ বলে ১ রান। ভারতের দুই ওপেনারকে ফেরানোর পর দলটির অধিনায়ক উদয় সাহারানের উইকেটও নেন মারুফ। সপ্তম ওভারের তৃতীয় বলে সাহারানকে বাংলাদেশি উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলির ক্যাচে পরিণত করেন মারুফ। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি সাহারান। মারুফের আগুনে বোলিংয়ে ভারতের স্কোর হয়ে যায় ৬.৩ ওভারে ৩ উইকেটে ১৩ রান।
দ্রুত ৩ উইকেট হারানো ভারতের ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসেন শচীন ধাস। তিন নম্বরে নামা প্রিয়াংশু মুলিয়ার সঙ্গে শচীনের জুটিটা ভালোই এগোচ্ছিল। সেই জুটি বড় হওয়ার আগেই ভেঙে দেন রহনত দৌল্লাহ বর্ষণ। ১২তম ওভারের শেষ বলে শচীনকে বোল্ড করেন বর্ষণ। ২২ বলে ৩ চারে ১৬ রান করেন শচীন। ভারতের স্কোর হয়ে যায় ১২ ওভারে ৪ উইকেটে ৩৬ রান।
শচীনের পর প্রিয়াংশুকেও দ্রুত ফিরিয়েছেন বর্ষণ। ১৬তম ওভারের তৃতীয় বলে প্রিয়াংশুকে কট বিহাইন্ড করেন বর্ষণ। একই ওভারের পঞ্চম বলে আরেকটি উইকেট হারায় ভারত। উইকেটে আসতে না আসতেই রানআউট হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার আরাভেল্লি অবনীশ। ২ বল খেলেও রানের খাতা খুলতে না পারা অবনীশকে রানআউট করেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৬ উইকেটে ৬২ রান করেছে ভারত।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই দুর্দান্ত মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সটাই যেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আজ টেনে নিয়ে এসেছে ভারতের বিপক্ষে সেমিফাইনালে। বাংলাদেশের আগুনে বোলিংয়ে ধুঁকছেন ভারতীয় ব্যাটাররা।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। ইনিংসের দ্বিতীয় বলেই ভেঙে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দলের উদ্বোধনী জুটি। ভারতীয় ওপেনার আদর্শ সিংকে এলবিডব্লু করেন বাংলাদেশের বাঁহাতি পেসার মারুফ মৃধা। ২ বলে ২ রান করেন আদর্শ। আদর্শের পর আরেক ওপেনার আরশিন কুলকার্নির উইকেটও তুলে নেন মারুফ। কুলকার্নি করেন ৬ বলে ১ রান। ভারতের দুই ওপেনারকে ফেরানোর পর দলটির অধিনায়ক উদয় সাহারানের উইকেটও নেন মারুফ। সপ্তম ওভারের তৃতীয় বলে সাহারানকে বাংলাদেশি উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলির ক্যাচে পরিণত করেন মারুফ। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি সাহারান। মারুফের আগুনে বোলিংয়ে ভারতের স্কোর হয়ে যায় ৬.৩ ওভারে ৩ উইকেটে ১৩ রান।
দ্রুত ৩ উইকেট হারানো ভারতের ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসেন শচীন ধাস। তিন নম্বরে নামা প্রিয়াংশু মুলিয়ার সঙ্গে শচীনের জুটিটা ভালোই এগোচ্ছিল। সেই জুটি বড় হওয়ার আগেই ভেঙে দেন রহনত দৌল্লাহ বর্ষণ। ১২তম ওভারের শেষ বলে শচীনকে বোল্ড করেন বর্ষণ। ২২ বলে ৩ চারে ১৬ রান করেন শচীন। ভারতের স্কোর হয়ে যায় ১২ ওভারে ৪ উইকেটে ৩৬ রান।
শচীনের পর প্রিয়াংশুকেও দ্রুত ফিরিয়েছেন বর্ষণ। ১৬তম ওভারের তৃতীয় বলে প্রিয়াংশুকে কট বিহাইন্ড করেন বর্ষণ। একই ওভারের পঞ্চম বলে আরেকটি উইকেট হারায় ভারত। উইকেটে আসতে না আসতেই রানআউট হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার আরাভেল্লি অবনীশ। ২ বল খেলেও রানের খাতা খুলতে না পারা অবনীশকে রানআউট করেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৬ উইকেটে ৬২ রান করেছে ভারত।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে