ক্রীড়া ডেস্ক
ক্রিকেটারদের চোখে সর্বকালের সেরা একাদশ গড়া নতুন কিছু নয়। সংস্করণভেদে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিরও সেরা একাদশ ঘোষণা করে থাকেন ক্রিকেটার, বিভিন্ন সংবাদমাধ্যম কিংবা ভক্তরা। তবে সর্বকালের সেরা ‘মাথা গরম’ একাদশের কথা বিরলই বলা চলে!
এবার সর্বকালের সেরা ‘মাথা গরম’ একাদশ বানালেন ভারতের সাবেক পেসার শ্রীশান্ত, যাঁর নিজেরই খেলোয়াড়ি জীবন ছিল বিতর্কিত। তাঁর একাদশে রেখেছেন তাঁর সমসাময়িক ক্রিকেটারদেরই। সর্বোচ্চ পাঁচ ক্রিকেটার রেখেছেন ভারতের। এর মধ্যে নিজেকেও রেখেছেন শ্রীশান্ত। অধিনায়ক হিসেবে রাখলেন সৌরভ গাঙ্গুলীকে। ভারতের খেলাধুলাভিত্তিক অনলাইন পোর্টাল ‘স্পোর্টসক্রীড়া’ রসিকতা করে এই একাদশের নাম দিয়েছে সর্বকালের সেরা ‘শান্ত’ একাদশ! মূলত ক্রিকেট মাঠে কিংবা মাঠের বাইরে কথা-কাজে, উদ্যাপনে, বোলিং-ব্যাটিংয়ে, তাঁদের শরিরীভাষায় আক্রমণাত্মক একটা ভাব স্পষ্ট। কখনো প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তর্ক, কেউ আবার সতীর্থদেরও ছেড়ে কথা বলেননি।
শ্রীশান্তের এই একাদশে বাংলাদেশ থেকে রাখা হয়েছে একমাত্র সাকিব আল হাসানকে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের মেজাজ হারানোর ঘটনা নেহাত কম নয়। ২০১৪ সালে ম্যাচ চলার সময়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একজনের দিকে তেড়ে গিয়ে পরে বিসিবির শাস্তি পেয়েছিলেন সাকিব। ২০১৮ নিদহাস ট্রফিতে সতীর্থদের মাঠ থেকে উঠে আসার ডাক অতঃপর ড্রেসিংরুমের কাচের দরজা ভেঙে ফেলা থেকে শুরু করে ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রতিবাদে স্টাম্পে লাথি মারা, তুলে আছড়ে ফেলা—মেজাজ হারিয়ে মাঝেমধ্যে এমন কত ঘটনাই তো আছে সাকিবের! ভক্তদের ভালোবাসার ‘অত্যাচারে’ অনেক সময় মেজাজ হারিয়েছেন সাকিব। এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে এক ভক্ত সেলফি তুলতে গেলে চড় মারতে যান তারকা অলরাউন্ডার। গত বছর চট্টগ্রামে একটি শো রুম উদ্বোধন করতে গিয়ে এক দর্শককে টুপি দিয়ে আঘাত করার ঘটনাও ভাইরাল হয়েছিল।
সাকিব মন্তব্যেও ভীষণ অকপট, কাউকে পরোয়া করেন কমই। গত বছর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে একটি টিভি সাক্ষাৎকারে তামিম ইকবালকে নিয়ে যে সব বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সেটি নিয়ে আলোচনা হয় এখনো। সাকিবকে তাই নিজের এই ব্যতিক্রম একাদশে রাখাটা ‘বাধ্যতামূলক’ মনে করেছেন শ্রীশান্ত।
আগেই বলা হয়েছে, শ্রীশান্ত তাঁর একাদশে সর্বোচ্চ পাঁচ ভারতীয় রেখেছেন। সৌরভ, শ্রীশান্তের সঙ্গে ভারতের আরও আছেন গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও হরভজন সিং। রাখা হয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারকে। আফ্রিদি-কামরান আকমলদের সঙ্গে গম্ভীরের তর্কযুদ্ধ এখন চলে মাঠের বাইরে।
অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘বানর’ বলা কিংবা শ্রীশান্তের গালে চড় বসিয়ে দেওয়ার মতো ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন হরভজন। আফ্রিদির বল টেম্পারিং। মেজাজ হারিয়ে শোয়েব আখতারের রকেট গতির বল ছোড়া, সতীর্থ মোহাম্মদ আসিফকে পেটানোর বিতর্ক। কোহলির অতি আগ্রাসী উদ্যাপন, মিচেল স্টার্ককে পোলার্ডের ব্যাট ছুড়ে দেওয়া—এই একাদশের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গেই বিতর্কিত, আক্রমণাত্মক সব ঘটনা জড়িয়ে আছে।
একাদশে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার রয়েছেন একজন করে ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং, সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কিরন পোলার্ড ও প্রোটিয়া পেসার আন্দ্রে নেল। তবে অদ্ভুত ব্যাপার শ্রীশান্তের এই একাদশে নেই কোনো উইকেটরক্ষক! কেন নেই, কে জানে!
শ্রীশান্তের মাথা গরম একাদশ: গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), শহীদ আফ্রিদি, সাকিব আল হাসান, কিরন পোলার্ড, হরভজন সিং, শোয়েব আখতার, আন্দ্রে নেল ও শ্রীশান্ত।
ক্রিকেটারদের চোখে সর্বকালের সেরা একাদশ গড়া নতুন কিছু নয়। সংস্করণভেদে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিরও সেরা একাদশ ঘোষণা করে থাকেন ক্রিকেটার, বিভিন্ন সংবাদমাধ্যম কিংবা ভক্তরা। তবে সর্বকালের সেরা ‘মাথা গরম’ একাদশের কথা বিরলই বলা চলে!
এবার সর্বকালের সেরা ‘মাথা গরম’ একাদশ বানালেন ভারতের সাবেক পেসার শ্রীশান্ত, যাঁর নিজেরই খেলোয়াড়ি জীবন ছিল বিতর্কিত। তাঁর একাদশে রেখেছেন তাঁর সমসাময়িক ক্রিকেটারদেরই। সর্বোচ্চ পাঁচ ক্রিকেটার রেখেছেন ভারতের। এর মধ্যে নিজেকেও রেখেছেন শ্রীশান্ত। অধিনায়ক হিসেবে রাখলেন সৌরভ গাঙ্গুলীকে। ভারতের খেলাধুলাভিত্তিক অনলাইন পোর্টাল ‘স্পোর্টসক্রীড়া’ রসিকতা করে এই একাদশের নাম দিয়েছে সর্বকালের সেরা ‘শান্ত’ একাদশ! মূলত ক্রিকেট মাঠে কিংবা মাঠের বাইরে কথা-কাজে, উদ্যাপনে, বোলিং-ব্যাটিংয়ে, তাঁদের শরিরীভাষায় আক্রমণাত্মক একটা ভাব স্পষ্ট। কখনো প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তর্ক, কেউ আবার সতীর্থদেরও ছেড়ে কথা বলেননি।
শ্রীশান্তের এই একাদশে বাংলাদেশ থেকে রাখা হয়েছে একমাত্র সাকিব আল হাসানকে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের মেজাজ হারানোর ঘটনা নেহাত কম নয়। ২০১৪ সালে ম্যাচ চলার সময়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একজনের দিকে তেড়ে গিয়ে পরে বিসিবির শাস্তি পেয়েছিলেন সাকিব। ২০১৮ নিদহাস ট্রফিতে সতীর্থদের মাঠ থেকে উঠে আসার ডাক অতঃপর ড্রেসিংরুমের কাচের দরজা ভেঙে ফেলা থেকে শুরু করে ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রতিবাদে স্টাম্পে লাথি মারা, তুলে আছড়ে ফেলা—মেজাজ হারিয়ে মাঝেমধ্যে এমন কত ঘটনাই তো আছে সাকিবের! ভক্তদের ভালোবাসার ‘অত্যাচারে’ অনেক সময় মেজাজ হারিয়েছেন সাকিব। এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে এক ভক্ত সেলফি তুলতে গেলে চড় মারতে যান তারকা অলরাউন্ডার। গত বছর চট্টগ্রামে একটি শো রুম উদ্বোধন করতে গিয়ে এক দর্শককে টুপি দিয়ে আঘাত করার ঘটনাও ভাইরাল হয়েছিল।
সাকিব মন্তব্যেও ভীষণ অকপট, কাউকে পরোয়া করেন কমই। গত বছর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে একটি টিভি সাক্ষাৎকারে তামিম ইকবালকে নিয়ে যে সব বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সেটি নিয়ে আলোচনা হয় এখনো। সাকিবকে তাই নিজের এই ব্যতিক্রম একাদশে রাখাটা ‘বাধ্যতামূলক’ মনে করেছেন শ্রীশান্ত।
আগেই বলা হয়েছে, শ্রীশান্ত তাঁর একাদশে সর্বোচ্চ পাঁচ ভারতীয় রেখেছেন। সৌরভ, শ্রীশান্তের সঙ্গে ভারতের আরও আছেন গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও হরভজন সিং। রাখা হয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারকে। আফ্রিদি-কামরান আকমলদের সঙ্গে গম্ভীরের তর্কযুদ্ধ এখন চলে মাঠের বাইরে।
অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘বানর’ বলা কিংবা শ্রীশান্তের গালে চড় বসিয়ে দেওয়ার মতো ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন হরভজন। আফ্রিদির বল টেম্পারিং। মেজাজ হারিয়ে শোয়েব আখতারের রকেট গতির বল ছোড়া, সতীর্থ মোহাম্মদ আসিফকে পেটানোর বিতর্ক। কোহলির অতি আগ্রাসী উদ্যাপন, মিচেল স্টার্ককে পোলার্ডের ব্যাট ছুড়ে দেওয়া—এই একাদশের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গেই বিতর্কিত, আক্রমণাত্মক সব ঘটনা জড়িয়ে আছে।
একাদশে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার রয়েছেন একজন করে ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং, সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কিরন পোলার্ড ও প্রোটিয়া পেসার আন্দ্রে নেল। তবে অদ্ভুত ব্যাপার শ্রীশান্তের এই একাদশে নেই কোনো উইকেটরক্ষক! কেন নেই, কে জানে!
শ্রীশান্তের মাথা গরম একাদশ: গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), শহীদ আফ্রিদি, সাকিব আল হাসান, কিরন পোলার্ড, হরভজন সিং, শোয়েব আখতার, আন্দ্রে নেল ও শ্রীশান্ত।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২১ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে