ক্রীড়া ডেস্ক
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে বায়ার্ন মিউনিখ-দিনামো জাগরেব ম্যাচের প্রথম ১৮ মিনিট পর্যন্ত পরিবেশ ‘শান্তই’ ছিল। গোলশূন্য অবস্থা থেকে গোলবন্যার শুরু এরপর থেকেই। শেষ ৭২ মিনিটে হয়েছে ১১ গোল, যেখানে বায়ার্ন দিল ৯টি। চ্যাম্পিয়নস লিগে গোলবন্যার রাতে রেকর্ড বইয়ে নাম লেখালেন হ্যারি কেইনও।
বায়ার্ন মিউনিখের গোলবন্যার রাতে কেইন দিয়েছেন ৪ গোল। এই চারটির তিনটিই এসেছে পেনাল্টি থেকে। তাতে চ্যাম্পিয়নস লিগের নির্দিষ্ট কোনো ম্যাচে প্রথম ফুটবলার হিসেবে পেনাল্টির হ্যাটট্রিক করেছেন তিনি। একই সঙ্গে বায়ার্নের জার্সিতে সব রকমের প্রতিযোগিতা মিলে গোলের ফিফটি পূর্ণ করেছেন। ম্যাচটিও ছিল তাঁর ক্লাবটির হয়ে ৫০তম ম্যাচ। এখন পর্যন্ত তিনি করেছেন ৫৩ গোল।
চ্যাম্পিয়নস লিগের ৩৩ বছরের পুরোনো এক রেকর্ডেও ভাগ বসিয়েছেন কেইন। ১৯৯১ সালের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে টুর্নামেন্টটির ইতিহাসে কোনো ম্যাচে ৪ গোল করলেন তিনি। ৩৩ বছর আগে টুর্নামেন্টটির নাম যখন ইউরোপিয়ান কাপ ছিল, তখন
আর্সেনালের হয়ে এই কীর্তি গড়েন অ্যালান স্মিথ। এফকে অস্ট্রিয়া উইয়েনের বিপক্ষে ১৯৯১ সালে ৪ গোল করেছিলেন কেইন।
৯ গোল করে রিয়াল মাদ্রিদের এক রেকর্ডের কথা মনে করাল বায়ার্ন। এফসি ওয়াকার ইনসবার্কের বিপক্ষে ১৯৯০ সালে ৯-১ গোলের জয় পেয়েছিল রিয়াল। তখন চ্যাম্পিয়নস লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ।
বায়ার্নের গোলবন্যার রাতে পাঁচ ফুটবলার গোল করেছেন। শুরুটা ১৯ মিনিটে পেনাল্টি দিয়েই করেন কেইন। ৫৭, ৭৩, ৭৮ মিনিটে বাকি তিন গোল করেন তিনি। যেখানে ৫৭ মিনিটে কেইন গোল করেন এক রিবাউন্ড শটে। জোড়া গোল করেন মাইকেল ওলিসে। তাঁর গোল দুটি এসেছে ৩৮ ও ৬১ মিনিটে। একটি করে গোল করেন রাফায়েল গেরেইরো, লিরয় সানে ও লিওন গোরেতজকা। যেখানে ৯০ মিনিটের পর অতিরিক্ত দ্বিতীয় মিনিটে গোল করেন গোরেতজকা। বায়ার্নের ৯-২ গোলে জয়ের রাতে জাগরেবের গোল দুটি করেন ব্রুনো পেতকোভিচ ও তাকুয়া ওগিয়োরা।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে বায়ার্ন মিউনিখ-দিনামো জাগরেব ম্যাচের প্রথম ১৮ মিনিট পর্যন্ত পরিবেশ ‘শান্তই’ ছিল। গোলশূন্য অবস্থা থেকে গোলবন্যার শুরু এরপর থেকেই। শেষ ৭২ মিনিটে হয়েছে ১১ গোল, যেখানে বায়ার্ন দিল ৯টি। চ্যাম্পিয়নস লিগে গোলবন্যার রাতে রেকর্ড বইয়ে নাম লেখালেন হ্যারি কেইনও।
বায়ার্ন মিউনিখের গোলবন্যার রাতে কেইন দিয়েছেন ৪ গোল। এই চারটির তিনটিই এসেছে পেনাল্টি থেকে। তাতে চ্যাম্পিয়নস লিগের নির্দিষ্ট কোনো ম্যাচে প্রথম ফুটবলার হিসেবে পেনাল্টির হ্যাটট্রিক করেছেন তিনি। একই সঙ্গে বায়ার্নের জার্সিতে সব রকমের প্রতিযোগিতা মিলে গোলের ফিফটি পূর্ণ করেছেন। ম্যাচটিও ছিল তাঁর ক্লাবটির হয়ে ৫০তম ম্যাচ। এখন পর্যন্ত তিনি করেছেন ৫৩ গোল।
চ্যাম্পিয়নস লিগের ৩৩ বছরের পুরোনো এক রেকর্ডেও ভাগ বসিয়েছেন কেইন। ১৯৯১ সালের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে টুর্নামেন্টটির ইতিহাসে কোনো ম্যাচে ৪ গোল করলেন তিনি। ৩৩ বছর আগে টুর্নামেন্টটির নাম যখন ইউরোপিয়ান কাপ ছিল, তখন
আর্সেনালের হয়ে এই কীর্তি গড়েন অ্যালান স্মিথ। এফকে অস্ট্রিয়া উইয়েনের বিপক্ষে ১৯৯১ সালে ৪ গোল করেছিলেন কেইন।
৯ গোল করে রিয়াল মাদ্রিদের এক রেকর্ডের কথা মনে করাল বায়ার্ন। এফসি ওয়াকার ইনসবার্কের বিপক্ষে ১৯৯০ সালে ৯-১ গোলের জয় পেয়েছিল রিয়াল। তখন চ্যাম্পিয়নস লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ।
বায়ার্নের গোলবন্যার রাতে পাঁচ ফুটবলার গোল করেছেন। শুরুটা ১৯ মিনিটে পেনাল্টি দিয়েই করেন কেইন। ৫৭, ৭৩, ৭৮ মিনিটে বাকি তিন গোল করেন তিনি। যেখানে ৫৭ মিনিটে কেইন গোল করেন এক রিবাউন্ড শটে। জোড়া গোল করেন মাইকেল ওলিসে। তাঁর গোল দুটি এসেছে ৩৮ ও ৬১ মিনিটে। একটি করে গোল করেন রাফায়েল গেরেইরো, লিরয় সানে ও লিওন গোরেতজকা। যেখানে ৯০ মিনিটের পর অতিরিক্ত দ্বিতীয় মিনিটে গোল করেন গোরেতজকা। বায়ার্নের ৯-২ গোলে জয়ের রাতে জাগরেবের গোল দুটি করেন ব্রুনো পেতকোভিচ ও তাকুয়া ওগিয়োরা।
দায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
২৬ মিনিট আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১ ঘণ্টা আগেরেফারির শেষ বাঁশি বাজার পরই পিনপতন নীরবতা কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। কারণটা ঘরের মাঠে আবারও শিরোপা ভঙ্গের বেদনায়। প্রতিপক্ষ সেই বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বেই বাংলাদেশ টানা দ্বিতীয়বার জিতল নারী সাফের শিরোপা।
১ ঘণ্টা আগে২০২১ সালের অক্টোবরে নির্বাচিত বিসিবির পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হতে এখনো এক বছর বাকি থাকলেও ক্ষমতার পটপরিবর্তনে বেশির ভাগ পরিচালক এখন অদৃশ্য! আজ বিসিবি আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে, ১১জন পরিচালকের পদ বাতিলের বিষয়টি।
২ ঘণ্টা আগে