ক্রীড়া ডেস্ক
আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সাদিও মানে। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন লিভারপুল ছেড়ে সদ্য বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সেনেগালিজ তারকা।
বর্ষসেরার দৌড়ে মানের নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর লিভারপুলের সাবেক সতীর্থ মোহামেদ সালাহ ও স্বদেশি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। দুজনকে পেছনে ফেলে মরক্কোর রাজধানী রাবায় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) পুরস্কার জিতলেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।
গত বছরের ফেব্রুয়ারিতে সালাহর মিসরের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে জয়সূচক গোল করে প্রথমবারের মতো সেনেগালকে আফ্রিকা কাপ জেতান মানে। ২০১৯ সালে প্রথমবার আফ্রিকার বর্ষসেরা নির্বাচিত হন তিনি। করোনা মহামারির কারণে গত দুই বছর এই পুরস্কার স্থগিত ছিল।
এবার ফের আফ্রিকার বর্ষসেরা হয়ে উচ্ছ্বসিত মানে, ‘আমি খুবই খুবই খুশি এই বছর পুরস্কারটি জিতে।’ পুরস্কারটি নিজ দেশের তরুণদের উৎসর্গ করেছেন বায়ার্নের নতুন তারকা, ‘আমি সেনেগালিজদের ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমার দেশের তরুণদের উৎসর্গ করছি।’
কেবল জাতীয় দলের জার্সিতে নয়, গত মৌসুম ক্লাবের হয়েও দারুণ সময় কাটিয়েছেন মানে। সেনেগালকে কাতার বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার পাশাপাশি লিভারপুলের জার্সিতে জিতেছেন দুটি ঘরোয়া কাপ।
আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সাদিও মানে। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন লিভারপুল ছেড়ে সদ্য বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সেনেগালিজ তারকা।
বর্ষসেরার দৌড়ে মানের নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর লিভারপুলের সাবেক সতীর্থ মোহামেদ সালাহ ও স্বদেশি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। দুজনকে পেছনে ফেলে মরক্কোর রাজধানী রাবায় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) পুরস্কার জিতলেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।
গত বছরের ফেব্রুয়ারিতে সালাহর মিসরের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে জয়সূচক গোল করে প্রথমবারের মতো সেনেগালকে আফ্রিকা কাপ জেতান মানে। ২০১৯ সালে প্রথমবার আফ্রিকার বর্ষসেরা নির্বাচিত হন তিনি। করোনা মহামারির কারণে গত দুই বছর এই পুরস্কার স্থগিত ছিল।
এবার ফের আফ্রিকার বর্ষসেরা হয়ে উচ্ছ্বসিত মানে, ‘আমি খুবই খুবই খুশি এই বছর পুরস্কারটি জিতে।’ পুরস্কারটি নিজ দেশের তরুণদের উৎসর্গ করেছেন বায়ার্নের নতুন তারকা, ‘আমি সেনেগালিজদের ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমার দেশের তরুণদের উৎসর্গ করছি।’
কেবল জাতীয় দলের জার্সিতে নয়, গত মৌসুম ক্লাবের হয়েও দারুণ সময় কাটিয়েছেন মানে। সেনেগালকে কাতার বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার পাশাপাশি লিভারপুলের জার্সিতে জিতেছেন দুটি ঘরোয়া কাপ।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৭ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৯ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে