শীর্ষস্থান ধরে রাখল মোহামেডান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২০: ২০
পুলিশকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল মোহামেডান। ছবি: বাফুফে

এই মোহামেডানকে রুখবে কে? বসুন্ধরা কিংস ও আবাহনীকে হারানোর পর এবার সাদা-কালোদের শিকার পুলিশ ফুটবল ক্লাব। আজ ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে পুলিশকে ৩-১ গোলে হারায় মোহামেডান। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে আলফাজ আহমেদের দল। বিপরীতে পুলিশ পেল দ্বিতীয় হারের তেতো স্বাদ।

ম্যাচের ৩১ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। মুজাফফরভের কর্নারে ইমানুয়েল টনি জোরালো হেডে দলকে লিড এনে দেন। ৪০ মিনিটে রিয়াদুল হাসান রাফির ক্রসে মোহামেডানের ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল সানডে। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে পুলিশ এফসির আল-আমিন এক গোল শোধ করেন।

৭১ মিনিটে দিয়াবাতে মোহামেডানের হয়ে তৃতীয় গোল করেন। মুজাফফরভের দারুণ এক পাস থেকে মালির স্ট্রাইকার বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে ঠেলে দেন জালে। এই ম্যাচে গোল করা পুলিশের আল-আমিন ও মোহামেডানের দিয়াবাতে ৫ গোল নিয়ে আছেন শীর্ষে। বিদেশি ফুটবলারদের সঙ্গে গোলের পাল্লা দিয়ে চলেছেন স্থানীয়রাও। শীর্ষ ১০ গোলদাতার মধ্যে ৫ জনই স্থানীয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত