ক্রীড়া ডেস্ক
চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের দলে ফিরেছেন থিবো কোর্তোয়া। সবশেষ লা লিগার ৫ ম্যাচের ৪ টিতেই শুরুর একাদশে ছিলেন বেলজিয়ামের গোলরক্ষক। এখন নিজেকে প্রস্তুত করছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য।
আগামী ১ জুন ওয়েম্বলির ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের গোলবারের নিচে কোর্তোয়াকে দেখা যেতে পারে বলে এমনটাও শোনা যাচ্ছে। আন্দ্রে লুনিন এ মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকলেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চের অতীত অভিজ্ঞতা থাকায় লন্ডনের ফাইনালে তাঁকে গ্লাভস হাতে হয়তো দেখাও যেতে পারে।
ডর্টমুন্ডের বিপক্ষে সেদিন কোর্তোয়াই রিয়ালের আস্থার প্রতীক হবে কিনা তা জানার এখন অনেক সময় বাকি আছে। তবে ২০২৪ ইউরোতে বেলজিয়ামের গোলবারের নিচে যে তিনি থাকছেন না সেটা ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে। আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে থাকবেন কি করে। ৩২ বছর বয়সী গোলরক্ষককে যে বেলজিয়ামের স্কোয়াডেই রাখেননি কোচ দমিনিকো তেদেস্কো।
ইউরোর জন্য আজ ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন তেদেস্কো। তাঁর দলে কোর্তোয়ার সঙ্গে জায়গা হয়নি বেলজিয়ামের সাবেক ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের ছোট ভাই থর্গ্যান হ্যাজার্ডেরও। কোর্তোয়ার না থাকাটা অবশ্য নিজের চাওয়াতেই, এমনটিই জানিয়েছেন তেদেস্কো। বেলজিয়াম কোচ বলেছেন, ‘কোর্তোয়া নিজের ব্যাপারে সুস্পষ্ট ধারণা রাখে এবং সে সৎ। আমরা সবশেষ তথ্যে জেনেছি, সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত নয়।’
তবে বেলজিয়াম দলে চমক হিসেবে আছেন অ্যালেক্স উইটসেল। গত বছরের মে মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার। ৩৫ বছর বয়সী তারকার সঙ্গে অবশ্য অবসর ভেঙে দলে ফেরানোর আলোচনা আগেই সেরে রেখেছিলেন তেদেস্কো। এ ছাড়া বেলজিয়ামের তারকা ফুটবলাররাই জায়গা পেয়েছেন। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুর সঙ্গে আছেন জেরেমি ডকু এবং লিয়ান্দ্রো ট্রোসার্ডরা। আর অভিষেকের অপেক্ষায় আছেন ক্লাব ব্রাগার ডিফেন্ডার ম্যাক্সিম ডি কাইপার।
বেলজিয়ামের ইউরো দল: গোলরক্ষক: কোয়েন কেস্তেলাস (উলভস), থমাস কিমিনস্কি (লুটন সিটি), মার্টজ সেলস (নটিংহাম।
ডিফেন্ডার: তিমোঠি কাস্তাগনে (ফুলহাম), জেনো ডিবাস্ট (আন্ডারলেখট), ম্যাক্সিম ডি কাইপার (ক্লাব ব্রাগা), ওট ফায়েস (লেস্টারসিটি), থমাস মুনিয়ের (ট্রাবজনসপার), আর্থুর থিয়েটি (রেঁনেস), জ্যান ভারটোগহেন (আন্ডারলেখট)।
মিডফিল্ডার: ইয়ানিক কারাসকো (আল শাদাব), কেভিন ডি ব্রুইনা (ম্যানসিটি), অরিল মাঙ্গালা (লিঁও), আমাদ ওনানা (এভারটন), ইয়োরি তালিম্যানস (অ্যাস্টন ভিলা), আর্থুর ভারমিরান (আতলেতিকো মাদ্রিদ), আস্টার ভ্রানসেক, অ্যালেক্স উইটসেল (আতলেতিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড: জোহান বাকায়োকো (পিএসভি), কার্লেস ডি কেটেলারি (আটালান্টা), জেরেমি ডকু (ম্যানসিটি), রোমেলু লুকাকু (রোমা), দদি লুকেবাকিও (সেভিয়া), লইস ওপেনদা (আরবি লাইপজিগ), লিয়ান্দ্রো ট্রোসার্ড (আর্সেনাল)।
চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদের দলে ফিরেছেন থিবো কোর্তোয়া। সবশেষ লা লিগার ৫ ম্যাচের ৪ টিতেই শুরুর একাদশে ছিলেন বেলজিয়ামের গোলরক্ষক। এখন নিজেকে প্রস্তুত করছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য।
আগামী ১ জুন ওয়েম্বলির ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের গোলবারের নিচে কোর্তোয়াকে দেখা যেতে পারে বলে এমনটাও শোনা যাচ্ছে। আন্দ্রে লুনিন এ মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকলেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চের অতীত অভিজ্ঞতা থাকায় লন্ডনের ফাইনালে তাঁকে গ্লাভস হাতে হয়তো দেখাও যেতে পারে।
ডর্টমুন্ডের বিপক্ষে সেদিন কোর্তোয়াই রিয়ালের আস্থার প্রতীক হবে কিনা তা জানার এখন অনেক সময় বাকি আছে। তবে ২০২৪ ইউরোতে বেলজিয়ামের গোলবারের নিচে যে তিনি থাকছেন না সেটা ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে। আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে থাকবেন কি করে। ৩২ বছর বয়সী গোলরক্ষককে যে বেলজিয়ামের স্কোয়াডেই রাখেননি কোচ দমিনিকো তেদেস্কো।
ইউরোর জন্য আজ ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন তেদেস্কো। তাঁর দলে কোর্তোয়ার সঙ্গে জায়গা হয়নি বেলজিয়ামের সাবেক ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের ছোট ভাই থর্গ্যান হ্যাজার্ডেরও। কোর্তোয়ার না থাকাটা অবশ্য নিজের চাওয়াতেই, এমনটিই জানিয়েছেন তেদেস্কো। বেলজিয়াম কোচ বলেছেন, ‘কোর্তোয়া নিজের ব্যাপারে সুস্পষ্ট ধারণা রাখে এবং সে সৎ। আমরা সবশেষ তথ্যে জেনেছি, সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত নয়।’
তবে বেলজিয়াম দলে চমক হিসেবে আছেন অ্যালেক্স উইটসেল। গত বছরের মে মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার। ৩৫ বছর বয়সী তারকার সঙ্গে অবশ্য অবসর ভেঙে দলে ফেরানোর আলোচনা আগেই সেরে রেখেছিলেন তেদেস্কো। এ ছাড়া বেলজিয়ামের তারকা ফুটবলাররাই জায়গা পেয়েছেন। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুর সঙ্গে আছেন জেরেমি ডকু এবং লিয়ান্দ্রো ট্রোসার্ডরা। আর অভিষেকের অপেক্ষায় আছেন ক্লাব ব্রাগার ডিফেন্ডার ম্যাক্সিম ডি কাইপার।
বেলজিয়ামের ইউরো দল: গোলরক্ষক: কোয়েন কেস্তেলাস (উলভস), থমাস কিমিনস্কি (লুটন সিটি), মার্টজ সেলস (নটিংহাম।
ডিফেন্ডার: তিমোঠি কাস্তাগনে (ফুলহাম), জেনো ডিবাস্ট (আন্ডারলেখট), ম্যাক্সিম ডি কাইপার (ক্লাব ব্রাগা), ওট ফায়েস (লেস্টারসিটি), থমাস মুনিয়ের (ট্রাবজনসপার), আর্থুর থিয়েটি (রেঁনেস), জ্যান ভারটোগহেন (আন্ডারলেখট)।
মিডফিল্ডার: ইয়ানিক কারাসকো (আল শাদাব), কেভিন ডি ব্রুইনা (ম্যানসিটি), অরিল মাঙ্গালা (লিঁও), আমাদ ওনানা (এভারটন), ইয়োরি তালিম্যানস (অ্যাস্টন ভিলা), আর্থুর ভারমিরান (আতলেতিকো মাদ্রিদ), আস্টার ভ্রানসেক, অ্যালেক্স উইটসেল (আতলেতিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড: জোহান বাকায়োকো (পিএসভি), কার্লেস ডি কেটেলারি (আটালান্টা), জেরেমি ডকু (ম্যানসিটি), রোমেলু লুকাকু (রোমা), দদি লুকেবাকিও (সেভিয়া), লইস ওপেনদা (আরবি লাইপজিগ), লিয়ান্দ্রো ট্রোসার্ড (আর্সেনাল)।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে