নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ রাসেল থেকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল দে মায়োর সঙ্গে চুক্তি করতে গিয়ে অনেক জল ঘোলা করেছিলেন জামাল ভূঁইয়া। অনেক লুকোছাপা করে সোল দে মায়োর সঙ্গে জামালের চুক্তিটা হয়েছিল ঘটা করেই। প্রথম বাংলাদেশি ফুটবলারকে আর্জেন্টাইন দল বরণ করেছিল মহাসমারোহে।
কয়েক মাস বাদেই জামালের মোহ কেটেছে। আর্জেন্টাইন ক্লাব ছেড়ে দেশে ফিরে এসেছেন। লিগের দ্বিতীয় লেগে খেলবেন আবাহনীর হয়ে। আকাশি-নীলদের সঙ্গে চুক্তি করেই ফিফার কাছে নালিশ ঠুকে দিয়েছেন সোল দে মায়োর বিরুদ্ধে।
সোল দে মায়োর সঙ্গে জামালের চুক্তি ছিল দেড় মৌসুমের। দলটির হয়ে এরই মধ্যে আধা মৌসুম খেলেছেন জামাল। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১৩ হাজার ডলার পাওয়ার কথা ছিল বাংলাদেশ অধিনায়কের। ফিফার কাছে জামাল যে নোটিশ পাঠিয়েছেন, তাতে বলা আছে সোল দে মায়োর কাছ থেকে এক মাসেরও পারিশ্রমিক পাননি তিনি!
জামালের আবেদনে সোল দে মায়োকে নোটিশ পাঠিয়েছে ফিফা। বাংলাদেশ অধিনায়ক বিষয়টি নিয়ে শুধু এতটুকুই বললেন, ‘এটি কেবলই এক অভিযোগ।’
আবাহনীর হয়ে চুক্তি করলেও জামালের মাঠে নামা নিয়ে ঝামেলা আছে। চুক্তি নিজেই বাতিল করেছেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত পাননি আন্তর্জাতিক ছাড়পত্র। সোল দে মায়োর কাছ থেকে ছাড়পত্র পেলে তবেই বিপিএল ফুটবলে প্রত্যাবর্তন হবে বাংলাদেশ অধিনায়কের।
শেখ রাসেল থেকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল দে মায়োর সঙ্গে চুক্তি করতে গিয়ে অনেক জল ঘোলা করেছিলেন জামাল ভূঁইয়া। অনেক লুকোছাপা করে সোল দে মায়োর সঙ্গে জামালের চুক্তিটা হয়েছিল ঘটা করেই। প্রথম বাংলাদেশি ফুটবলারকে আর্জেন্টাইন দল বরণ করেছিল মহাসমারোহে।
কয়েক মাস বাদেই জামালের মোহ কেটেছে। আর্জেন্টাইন ক্লাব ছেড়ে দেশে ফিরে এসেছেন। লিগের দ্বিতীয় লেগে খেলবেন আবাহনীর হয়ে। আকাশি-নীলদের সঙ্গে চুক্তি করেই ফিফার কাছে নালিশ ঠুকে দিয়েছেন সোল দে মায়োর বিরুদ্ধে।
সোল দে মায়োর সঙ্গে জামালের চুক্তি ছিল দেড় মৌসুমের। দলটির হয়ে এরই মধ্যে আধা মৌসুম খেলেছেন জামাল। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১৩ হাজার ডলার পাওয়ার কথা ছিল বাংলাদেশ অধিনায়কের। ফিফার কাছে জামাল যে নোটিশ পাঠিয়েছেন, তাতে বলা আছে সোল দে মায়োর কাছ থেকে এক মাসেরও পারিশ্রমিক পাননি তিনি!
জামালের আবেদনে সোল দে মায়োকে নোটিশ পাঠিয়েছে ফিফা। বাংলাদেশ অধিনায়ক বিষয়টি নিয়ে শুধু এতটুকুই বললেন, ‘এটি কেবলই এক অভিযোগ।’
আবাহনীর হয়ে চুক্তি করলেও জামালের মাঠে নামা নিয়ে ঝামেলা আছে। চুক্তি নিজেই বাতিল করেছেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত পাননি আন্তর্জাতিক ছাড়পত্র। সোল দে মায়োর কাছ থেকে ছাড়পত্র পেলে তবেই বিপিএল ফুটবলে প্রত্যাবর্তন হবে বাংলাদেশ অধিনায়কের।
দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলছে ভারত। ফাইনালে কোন দল যাচ্ছে, সে ফল দেখতে অপেক্ষা করতে হবে আরও। তবে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে হারের প্রতিশোধ নিতে নেমে এ ম্যাচে প্রথমেই টসে হেরে গেছে ভারত। এ নিয়ে ওয়ানডেতে টানা ১৪ ম্যাচে টস হারের নজির গড়ল তারা। এর মধ্যে অধিনায়ক হিসেবে
১ মিনিট আগেনিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশে আসার দিনক্ষণ জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এ বছরের মে মাসে একটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে তারা বাংলাদেশ সফর করবে।
১৮ মিনিট আগেদুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নিশ্চয়ই আগে ব্যাটিংয়ে নেমে ভারতকে রানের চাপায় ফেলাই তাঁদের লক্ষ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের একাদশে...
১ ঘণ্টা আগেদুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আজ দেখা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে, সেই সম্ভাব্য হিসেবটাই করা যাক। দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে গ্রুপপর্বে নিজেদের তিনটি ম্যাচই খেলেছে ভারত। অস্ট্রেলিয়া গ্রুপপর্বে ম্যাচগুলো খেলেছে পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে।
৩ ঘণ্টা আগে