ক্রীড়া ডেস্ক
২২ বছর পর প্রথমবারের মতো আরেকজন ‘মালদিনি’ খেলতে যাচ্ছেন ইতালির হয়ে। কে এই নতুন মালদিনি? ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ডিফেন্ডার পাওলো মালদিনির ছোট ছেলে ড্যানিয়েল মালদিনি।
গতকাল ইতালির কোচ লুসিয়ানো স্পেলেত্তি নেশনস লিগের জন্য ২১ জনের দল ঘোষণা করেছেন। সেই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ড্যানিয়েল। তাঁর বাবা পাওলো মালদিনি ও দাদা সিজার মালদিনিও খেলেছেন ইতালির জার্সিতে। দুজনে আজ্জুরিদের অধিনায়কও ছিলেন।
ইতালির ফুটবলে মালদিনি পরিবারের অবদান অনেক। জাতীয় দল থেকে ক্লাব ফুটবল—এই পরিবার দিয়ে গেছেন অনেক কিছু। শুরুটা সিজারকে দিয়ে। পেশাদারি ফুটবলে খেলেছেন এসি মিলান ও তোরিনোর হয়ে। ১৯৬০ থেকে ১৯৬৩—ইতালির জার্সিতে খেলেছেন ১৪ ম্যাচ। মিলান ও পার্মার কোচও ছিলেন সিজার। ইতালি ও প্যারাগুয়ের ডাগআউটেও দেখা গেছে তাঁকে।
বাবার পদাঙ্ক অনুসরণ করে পাওলোও হয়েছেন ডিফেন্ডার। মিলান কিংবদন্তি ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন সান সিরোতে। ইতালির হয়ে ১৯৮৮-২০০২ পর্যন্ত খেলেছেন ১২৬ ম্যাচ। খেলেছেন বাবা সিজারের অধীনেও।
পাওলোর দুই ছেলে—ক্রিশ্চিয়ান মালদিনি ও ড্যানিয়েল মালদিনি। বাপ-দাদার পথে হেঁটে এসেছিলেন ফুটবলে। দুজনেরই বেড়ে ওঠা মিলানে। তবে বড় ছেলে ২৮ বছর বয়সী ক্রিশ্চিয়ান বেশি দূর যেতে পারেননি। খেলতে পারেননি জাতীয় দলে। পেশাদারি ক্যারিয়ারেও খেলতে পারেননি বড় কোনো দলে। আগের দুই মালদিনির মতো তিনিও ছিলেন ডিফেন্ডার।
মালদিনি পরিবারের ঐতিহ্যটা রক্ষা করতে যাচ্ছেন ২২ বছর বয়সী ড্যানিয়েল। তিনি অবশ্য ডিফেন্ডার নয়, খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। ২০২০ সালে মিলানের মূল দলে জায়গা পাওয়ার পর ধারে খেলেছেন ইতালির অন্য তিন ক্লাব স্পেৎসিয়া, এম্পলি ও মোনজায়। এ মৌসুমে পাকাপাকিভাবে চুক্তি করেছেন সিরি আয় ফেরা মোনজার সঙ্গে। তবে তাঁর ক্লাব আছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে।
ড্যানিয়েল এর আগে ইতালির বয়সভিত্তিক অনূর্ধ্ব ১৮,১৯ ও ২০ দলের হয়েও খেলছেন। জাতীয় দলের হয়ে যদি অভিষেক হয় তবে মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে আজ্জুরিদের জার্সিতে দেখা যাবে তাঁকে। স্পেলেত্তির দলে ড্যানিয়েল ছাড়াও প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুভেন্তাস গোলরক্ষক মিশেল ডি গ্রেগোরিও, মিলান ডিফেন্ডার মাত্তেও গাব্বিয়া, রোমা মিডফিল্ডার নিকোলো পিসিলি।
আগামী ১০ অক্টোবর রোমে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। চার দিন পর উদিনে খেলবে ইসরায়েলের বিপক্ষে। এর আগে উয়েফা নেশনস লিগের যে দুটি ম্যাচ খেলেছে স্পেলেত্তির দল জিতেছে দুটিতেই। হারিয়েছে ফ্রান্স ও ইসরায়েলকে। নিজেদের গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি।
২২ বছর পর প্রথমবারের মতো আরেকজন ‘মালদিনি’ খেলতে যাচ্ছেন ইতালির হয়ে। কে এই নতুন মালদিনি? ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ডিফেন্ডার পাওলো মালদিনির ছোট ছেলে ড্যানিয়েল মালদিনি।
গতকাল ইতালির কোচ লুসিয়ানো স্পেলেত্তি নেশনস লিগের জন্য ২১ জনের দল ঘোষণা করেছেন। সেই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ড্যানিয়েল। তাঁর বাবা পাওলো মালদিনি ও দাদা সিজার মালদিনিও খেলেছেন ইতালির জার্সিতে। দুজনে আজ্জুরিদের অধিনায়কও ছিলেন।
ইতালির ফুটবলে মালদিনি পরিবারের অবদান অনেক। জাতীয় দল থেকে ক্লাব ফুটবল—এই পরিবার দিয়ে গেছেন অনেক কিছু। শুরুটা সিজারকে দিয়ে। পেশাদারি ফুটবলে খেলেছেন এসি মিলান ও তোরিনোর হয়ে। ১৯৬০ থেকে ১৯৬৩—ইতালির জার্সিতে খেলেছেন ১৪ ম্যাচ। মিলান ও পার্মার কোচও ছিলেন সিজার। ইতালি ও প্যারাগুয়ের ডাগআউটেও দেখা গেছে তাঁকে।
বাবার পদাঙ্ক অনুসরণ করে পাওলোও হয়েছেন ডিফেন্ডার। মিলান কিংবদন্তি ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন সান সিরোতে। ইতালির হয়ে ১৯৮৮-২০০২ পর্যন্ত খেলেছেন ১২৬ ম্যাচ। খেলেছেন বাবা সিজারের অধীনেও।
পাওলোর দুই ছেলে—ক্রিশ্চিয়ান মালদিনি ও ড্যানিয়েল মালদিনি। বাপ-দাদার পথে হেঁটে এসেছিলেন ফুটবলে। দুজনেরই বেড়ে ওঠা মিলানে। তবে বড় ছেলে ২৮ বছর বয়সী ক্রিশ্চিয়ান বেশি দূর যেতে পারেননি। খেলতে পারেননি জাতীয় দলে। পেশাদারি ক্যারিয়ারেও খেলতে পারেননি বড় কোনো দলে। আগের দুই মালদিনির মতো তিনিও ছিলেন ডিফেন্ডার।
মালদিনি পরিবারের ঐতিহ্যটা রক্ষা করতে যাচ্ছেন ২২ বছর বয়সী ড্যানিয়েল। তিনি অবশ্য ডিফেন্ডার নয়, খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। ২০২০ সালে মিলানের মূল দলে জায়গা পাওয়ার পর ধারে খেলেছেন ইতালির অন্য তিন ক্লাব স্পেৎসিয়া, এম্পলি ও মোনজায়। এ মৌসুমে পাকাপাকিভাবে চুক্তি করেছেন সিরি আয় ফেরা মোনজার সঙ্গে। তবে তাঁর ক্লাব আছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে।
ড্যানিয়েল এর আগে ইতালির বয়সভিত্তিক অনূর্ধ্ব ১৮,১৯ ও ২০ দলের হয়েও খেলছেন। জাতীয় দলের হয়ে যদি অভিষেক হয় তবে মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে আজ্জুরিদের জার্সিতে দেখা যাবে তাঁকে। স্পেলেত্তির দলে ড্যানিয়েল ছাড়াও প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুভেন্তাস গোলরক্ষক মিশেল ডি গ্রেগোরিও, মিলান ডিফেন্ডার মাত্তেও গাব্বিয়া, রোমা মিডফিল্ডার নিকোলো পিসিলি।
আগামী ১০ অক্টোবর রোমে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। চার দিন পর উদিনে খেলবে ইসরায়েলের বিপক্ষে। এর আগে উয়েফা নেশনস লিগের যে দুটি ম্যাচ খেলেছে স্পেলেত্তির দল জিতেছে দুটিতেই। হারিয়েছে ফ্রান্স ও ইসরায়েলকে। নিজেদের গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে