ক্রীড়া ডেস্ক
১২ ঘণ্টারও কম সময়ের জন্য আজ বাংলাদেশে এসেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভোর ৫টায় ঢাকায় এসেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সঙ্গে দেখা করে মুগ্ধ মাশরাফি বিন মর্তুজা।
৩৮ ঘণ্টার লম্বা যাত্রা শেষে ভোরে ঢাকায় পৌঁছেছেন মার্তিনেজ। সামান্য বিশ্রাম শেষে সকাল ৯টার দিকে চলে এসেছেন বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট, নেক্সট ভেঞ্চারের কার্যালয়ে। মার্তিনেজের ঢাকা সফরের ব্যবস্থা করেছে এ প্রতিষ্ঠান। সেখানে তিনি ছিলেন ঘণ্টাখানেকের মতো। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, মার্তিনেজের বাড্ডায় দেখা মাশরাফির। আর্জেন্টিনা-অন্তপ্রাণ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এসেছিলেন তাঁর সন্তানদের নিয়ে। মার্তিনেজের আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘আজ আসলে বেশি ভালো লাগছে আমার সন্তানদের জন্য। যখন বললাম, এমি আসছে, তোমাদের কি দেখা করার ইচ্ছা আছে? ওরা লাফাচ্ছিল। এমিকে দেখবে বলে গত দুই দিন তারা ঠিকমতো ঘুমোতে পারছিল না। আজ এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, বাচ্চারা তোমার অটোগ্রাফ নিতে চায়। সে এত আন্তরিকতা দেখাল, এক কথায় অসাধারণ। এমনকি সে ছবিও তুলে দিল ওদের সঙ্গে। তারা এখন মহাখুশি, আর তাদের খুশিতে আমিও মহাখুশি।’
মার্তিনেজের নৈপুণ্যেই ২০২১ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। তাতে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির প্রথম শিরোপা জেতা হয়। একই সঙ্গে ২৮ বছর পর কোনো বৈশ্বিক শিরোপা জেতে আকাশি-নীলরা। আর্জেন্টাইন গোলরক্ষককে তখন থেকেই পছন্দ মাশরাফির, ‘এমিকে ভালো লাগার শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা। লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়ে ছিলাম বিশ্বকাপের দিকে। কিন্তু সৌদি আরবের সঙ্গে হেরে মনে হয়েছিল, আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের মতো।’
১২ ঘণ্টারও কম সময়ের জন্য আজ বাংলাদেশে এসেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভোর ৫টায় ঢাকায় এসেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সঙ্গে দেখা করে মুগ্ধ মাশরাফি বিন মর্তুজা।
৩৮ ঘণ্টার লম্বা যাত্রা শেষে ভোরে ঢাকায় পৌঁছেছেন মার্তিনেজ। সামান্য বিশ্রাম শেষে সকাল ৯টার দিকে চলে এসেছেন বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট, নেক্সট ভেঞ্চারের কার্যালয়ে। মার্তিনেজের ঢাকা সফরের ব্যবস্থা করেছে এ প্রতিষ্ঠান। সেখানে তিনি ছিলেন ঘণ্টাখানেকের মতো। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, মার্তিনেজের বাড্ডায় দেখা মাশরাফির। আর্জেন্টিনা-অন্তপ্রাণ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এসেছিলেন তাঁর সন্তানদের নিয়ে। মার্তিনেজের আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘আজ আসলে বেশি ভালো লাগছে আমার সন্তানদের জন্য। যখন বললাম, এমি আসছে, তোমাদের কি দেখা করার ইচ্ছা আছে? ওরা লাফাচ্ছিল। এমিকে দেখবে বলে গত দুই দিন তারা ঠিকমতো ঘুমোতে পারছিল না। আজ এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, বাচ্চারা তোমার অটোগ্রাফ নিতে চায়। সে এত আন্তরিকতা দেখাল, এক কথায় অসাধারণ। এমনকি সে ছবিও তুলে দিল ওদের সঙ্গে। তারা এখন মহাখুশি, আর তাদের খুশিতে আমিও মহাখুশি।’
মার্তিনেজের নৈপুণ্যেই ২০২১ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। তাতে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির প্রথম শিরোপা জেতা হয়। একই সঙ্গে ২৮ বছর পর কোনো বৈশ্বিক শিরোপা জেতে আকাশি-নীলরা। আর্জেন্টাইন গোলরক্ষককে তখন থেকেই পছন্দ মাশরাফির, ‘এমিকে ভালো লাগার শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা। লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়ে ছিলাম বিশ্বকাপের দিকে। কিন্তু সৌদি আরবের সঙ্গে হেরে মনে হয়েছিল, আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের মতো।’
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩৯ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে