ক্রীড়া ডেস্ক
কদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোনালদোর প্রেমিকার জর্জিনা রদ্রিগেজের জীবনীভিত্তিক ডকু-সিরিজ ‘আই এম জর্জিনা’। সেই সিরিজের একটি অংশে জর্জিনাকে দেখা গেছে রোনালদোর ২০০ কোটি মূল্যের গাড়ির গ্যারেজে। কয়েক সেকেন্ডের সেই ক্লিপসটিতে দেখা মেলা গাড়িগুলো যে কাউকে তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
সানস্পোর্টসের মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটিতে দেখা গেছে রোনালদোর বিলাসবহুল সেই গাড়িগুলো সারিবদ্ধ সাজানো আছে। ভিডিওর একটি অংশে দেখা যায় সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে পাঁচটি গাড়ি। সেই গাড়ি পাঁচটি ছিল বুগাত্তি চিরন। যাঁর মুল্য ২ মিলিয়ন পাউন্ড। পরের গাড়িটি ছিল ৫ লাখ পাউন্ডের ফেরারি ৫৯৯ জিটিও। সারির তিন নম্বর গাড়িটি ম্যাকলারেন সেনা। এই গাড়িটির মূল্য ৭ লাখ ৫০ হাজার পাউন্ড।
এই সারির পরের দুটো গাড়ি রোলস রয়েসের। যেখানে একটি হচ্ছে রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড, যার মূল্য ৫ লাখ পাউন্ড। আর অন্য গাড়িটি ছিল রোলস-রয়েস কালিনান। এই গাড়ির দাম ৩ লাখ পাউন্ড।
অন্য পাশে দেখা যায় এক সারিতে দাঁড় করানো বেশ কিছু সুপারকার। এই পাশেও রয়েছে একটি বুগাত্তি, যেটির বাজার দর ১.৫ মিলিয়ন পাউন্ড। সেই সারিতে আছে ২ লাখ ৭০ হাজার পাউন্ডের একটা লাম্বোরগিনিও। এ ছাড়া আরেক জায়গায় দেখা গেছে বিলাসবহুল মার্সিডিজও।
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত আরও পড়ুন:
কদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোনালদোর প্রেমিকার জর্জিনা রদ্রিগেজের জীবনীভিত্তিক ডকু-সিরিজ ‘আই এম জর্জিনা’। সেই সিরিজের একটি অংশে জর্জিনাকে দেখা গেছে রোনালদোর ২০০ কোটি মূল্যের গাড়ির গ্যারেজে। কয়েক সেকেন্ডের সেই ক্লিপসটিতে দেখা মেলা গাড়িগুলো যে কাউকে তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
সানস্পোর্টসের মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটিতে দেখা গেছে রোনালদোর বিলাসবহুল সেই গাড়িগুলো সারিবদ্ধ সাজানো আছে। ভিডিওর একটি অংশে দেখা যায় সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে পাঁচটি গাড়ি। সেই গাড়ি পাঁচটি ছিল বুগাত্তি চিরন। যাঁর মুল্য ২ মিলিয়ন পাউন্ড। পরের গাড়িটি ছিল ৫ লাখ পাউন্ডের ফেরারি ৫৯৯ জিটিও। সারির তিন নম্বর গাড়িটি ম্যাকলারেন সেনা। এই গাড়িটির মূল্য ৭ লাখ ৫০ হাজার পাউন্ড।
এই সারির পরের দুটো গাড়ি রোলস রয়েসের। যেখানে একটি হচ্ছে রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড, যার মূল্য ৫ লাখ পাউন্ড। আর অন্য গাড়িটি ছিল রোলস-রয়েস কালিনান। এই গাড়ির দাম ৩ লাখ পাউন্ড।
অন্য পাশে দেখা যায় এক সারিতে দাঁড় করানো বেশ কিছু সুপারকার। এই পাশেও রয়েছে একটি বুগাত্তি, যেটির বাজার দর ১.৫ মিলিয়ন পাউন্ড। সেই সারিতে আছে ২ লাখ ৭০ হাজার পাউন্ডের একটা লাম্বোরগিনিও। এ ছাড়া আরেক জায়গায় দেখা গেছে বিলাসবহুল মার্সিডিজও।
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত আরও পড়ুন:
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
১৫ মিনিট আগে‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
২ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
২ ঘণ্টা আগে